নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

স্রষ্টার স্বরূপ সৃষ্টিতে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৫



মানবতার গান বেঁজে উঠুক প্রাণেপ্রাণে,
ধর্ম জাত আর উঁচু নিচুর নিষ্ঠুরতা ভুলে;
মানুষের'ই মাঝে ফিরে আসুক সাম্যতা,
সৃষ্টির প্রেমেই সদা তোর মিলবে খোদা।

চেয়ে দেখো স্রষ্টার সৃষ্টিতে কতো-প্রেম,
মিটান ক্ষুধা তৃষ্ণা সবার'ই খবর রাখেন;
রাখেন'না বন্ধ কখনওই খাদ্য বেদ্বীনের,
তবে কেন গড়ি মোরা দেয়াল বৈষম্যের?

ও'হে মানুষ অতিথি তুমি এই পৃথিবীতে,
একথা ভুলে তুমি তাল কর তিল থেকে;
অহেতুক দম্ভ তোমার দুনিয়ার বাহাদুরি,
একস্থানেই যাবো সব হবে একই বসতি।

মানুষের মাঝে খুঁজে দেখো পাবে স্রষ্টা,
স্রষ্টার স্বরূপ সৃষ্টিতে মূল'ই মানবিকতা;
বিলিয়ে দাও ভালবাসা মানবের প্রেমে,
ইহকালের এপ্রেম তুমি পাবে পরকালে।


কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় প্রিয় ব্লগার 'রাজীব নূর' ভাইয়ের প্রতি, তার একটা পোষ্টের মন্তব্যের ঘরেই লিখে ফেললাম এই কবিতাটি, কোনরকম কাটছাঁট না করেই পোস্ট করে রাখলাম। জানিনা কেমন হয়েছে কথাগুলো, যদি এতটুকু ভালো হয়ে থাকে তো সার্থক আমার চিন্তাভাবনা।
ধন্যবাদ আপনাকে সময় নষ্ট করে পড়ে যাওয়ার জন্য। দোয়া রাখবেন, শুভকামনা সবার জন্য।

মন্তব্য ৩২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

এ.এস বাশার বলেছেন: সুন্দর কথামালা।
কবিতায় ভাল লাগা জানবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্য

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৫

নীলপরি বলেছেন: শিরোনাম থেকে লেখা পুরোটাই খুব ভালো । + +
শুভকামনা

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শিরোনাম নিয়ে মনে একটু সংশয় ছিল, কবিতাটি রাজীব নূর ভাইয়ের এক পোস্টের মন্তব্য ঘরে লেখা, তাই নামকরণ করা হয়নি তখন, পরে এই শিরোনাম রেখে দিয়েছি। আপনার প্রশংসা পেয়ে আনন্দিত হলাম আপু। প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


বিশ্ব অনেক কমপ্লেক্স হয়ে গেছে: বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশগুলো্তে সাধরণ মানুষের জন্য কিছুই নেই।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাংলাদেশ স্বাধীনতার পর থেকে গত দশবছরে সাধারণ মানুষের জন্য অনেক হয়েছে, আরও হবে সামনের দিনে। সময়তো গত হইছে ৪৬ বছর, কিন্তু প্রকৃত সময়তো এই দশ বছরই দেশ ও দেশের মানুষের জন্য। এই অল্প সময়ে যেটুকু এগিয়েছে তাতে আমরা আশা করতেই পারি আমাদের দেশ মানুষের জন্য সুন্দর ভবিষ্যত, সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ এগিয়ে চলেছে, এগিয়ে যাবেই, কোন দেশবিরোধী ষড়যন্ত্র আর রুখতে পারবেনা এই অগ্রযাত্রা।


ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয়

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কথামালা। কবিতায় একরাশ মুগ্ধতা।

শুভকামনা প্রিয় নয়নভাইকে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা ও আপনার মুগ্ধতা জেনে অনেক অনেক আনন্দিত হলাম ভাই, এ আমার জন্য অনেক প্রেরণার।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্যও সবসময় রাখি সুপ্রিয় ভাই।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর কাছে ভালো লাগা জেনে আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।

শুভকামনা জানবেন সবসময়

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

শোভন শামস বলেছেন: ভালো লাগল।+++
শুভেচ্ছা রইল

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই, প্রশংসা ও প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা রইলো আপনার জন্য

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

আখেনাটেন বলেছেন: ভালো লিখেছেন কবি।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম সুপ্রিয় কথাসাহিত্যিক কবি ভাই। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।

শুভকামনা সবসময় আপনার জন্য

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: এক কথায় অসাধারন হয়েছে।
আসলে যখন যে আবেগ মনের মধ্যে জন্ম নেয় তা সাথে সাথে লিখে রাখা দরকার।
দেরী করলে আবেগ টা আর থাকে না। থাকলে আবেগ বদলে যায়।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই আপনার সাথে আমারও একমত, যখন যা মনে হবে তা লিখে রাখতে হয়, তখন লিখলে সেই বিষয় সম্পর্কে মোটামুটি ভালোই লিখা যায়।

আপনার এমন আন্তরিক প্রশংসায় অনেক অনেক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

রাজীব নুর বলেছেন: আপনি চেষ্টা করলে আলো সনেটও লিখতে পারবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই সনেট চেষ্টা করলে লেখাই যায়, তবে অনেক চিন্তাভাবনা করে লিখতে হয় সেজন্য চেষ্টাই করা হয় না।
দোয়া রাখবেন ভাই, আমার ইচ্ছে আছে লেখার।

শুভেচ্ছান্তে

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭

রাজীব নুর বলেছেন: আসলে আমি সবাইকে বলতে চাই- নিজের মনের আবেগ, অনুভূতি, স্বপ্ন।পাওয়া- না পাওয়া গুলো ব্লগে লিখে ফেলুন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: নিঃসন্দেহে আপনার এটি সুন্দর আহ্বান, আমি শ্রদ্ধা ও ভালোবাসা রাখি আপনার এমন আহ্বানে।
আসলে ব্লগে যারা লেখালেখি করছেন তাদের উচিৎ বেশিবেশি লেখা।

অনেক অনেক ভালোবাসা ভাই আপনার জন্য, আপনার আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা।
শুভকামনা জানবেন সবসময়।

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

রাকু হাসান বলেছেন: বাহ বাহ চমৎকার । আপনার প্রতিভার প্রশংসা করতে হয় । এত তাড়াতাড়ি এত সুন্দর কবিতা লিখে ফেললেন কমেন্টে ই :|| । কবিতা টি অনেক বার পড়া হলো ,সেটা ভাল লাগছে খুব । সাধারণত কবিতা এত পাঠক কম পাই । খারাপ লাগছে আমি শেষ দিকে পড়লাম । +

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন ভাই, অনেক আনন্দিত হলাম এমন আন্তরিক উৎসাহদানে।
একেবারে তাড়াতাড়িও হয়নি যদিও সম্পূর্ণ লেখা কমেন্ট বক্সেই লিখেছি, সামান্য টাইপো ছাড়া কিছুই পরিবর্তন করতে হয়নি। প্রায় এক ঘন্টা সময় লেগেছিল আমার। মন্তব্যে কৃতজ্ঞতা রাখছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: চমৎকার হয়েছে , অনেক ভাল লাগা রইল ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক উৎসাহ পেলাম ভাই, কৃতজ্ঞতা জানবেন ভাই মন্তব্যে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৮

বলেছেন: অনন্য সৃজন +++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এ প্রশংসা আমার জন্যে অনেক প্রাপ্তির ভাই। প্রেরণা হয়ে থাকবেন সবসময়। অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৯

সামিয়া বলেছেন: ছন্দে ছন্দে বেশ ভালো ভালো কথা বলে গিয়েছেন, মানুষের আচরণ ঠিক এরকমটাই হওয়া উচিত , আপনার চিন্তা ধারায় সবাই আলোকিত হোক এই কামনা।খুব ভালো লিখেছেন ভাই।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক প্রশংসা করে গেছেন আপু, যেমন উৎসাহিত তেমনি সাহসী হলাম নিজের লেখা নিয়ে। অনুপ্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি আপু। দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্যও রাখি সবসময়

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

শেখ মিজান বলেছেন: অসাধারণ প্রকাশ ভঙ্গি, আমি তৃপ্ত ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার তৃপ্ততা জেনে আমি অনেক আনন্দিত ও উৎসাহিত ভাই, অনেক প্রেরণা আপনার মন্তব্যে।
উৎসাহদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবে প্রেম করিছে যেইজন
সেইজন সেবিছে ঈশ্বর


আমরা মানুষকে ভালো না বেসে খুন, যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকি সারাক্ষণ। মানুষ সভ্যতা গড়ে তোলে, যুদ্ধ করে সেই সভ্যতা ধ্বংস করে। এই হলো মানবতা।

কবিতা ভালো লাগলো নাঈম ভাই।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
সবাই আমরা নিজেদের সুখেই থাকি বিভোর,
নেইনা কেউ আমরা কখনোই অন্যের খবর। অথচ নিজেকে অন্যের উপকারে কাজে লাগানোর মাঝেই জগতের শ্রেষ্ঠ সুখ আমরা তা বুঝতেই চাই না! আমরা স্রষ্টার সৃষ্টির খেকে মুখ ফিরিয়ে নিয়ে স্রষ্টাকে খুঁজি, বলি ভালোবাসি! এযে ভয়ংকর অভিনয় স্বয়ং স্রষ্টার সাথেই প্রতারণার সামিল তা মানতে নারাজ!!

অনেক সুন্দর মন্তব্য পেয়েছি ভাই, প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়

শুভকামনা সবসময় আপনার জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.