নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| ভুল\'তো সেটাই ||

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪



বড় ভুল করেছিলাম তোমায় ভালোবেসে,
তাই তো জীবনের প্রতি মুহূর্ত কষ্টে কাটে।
রাতের পরে যাচ্ছে রাত চোখ থাকে নির্ঘুম,
কেমনে বুঝাই ত'রে ছিলাম আমি নির্দোষ।

হিসেব নিকেশের থাকেনা অবশিষ্ট কিছু,
পাগল এ'মনটা আজও চলে তোর পিছু।
খুঁজে দিগন্তের সীমানায়- বিশ্বাসে নির্ভীক,
পাইতে দেখা তোর দু'চোখ ছুটে দিক্বিদিক।

মনের ঘরে আছে আজও তোরই বসতি,
হৃদয়ের প্রেম ভালোবাসার নাই কমতি।
তোর ঐ-মনে মিলবে ঠাঁই-ছিল এ'বিশ্বাস,
কতদিন কতভাবে দিয়েছিলে এ'আশ্বাস।

ভাবিনি ছলনা- ভালোবাসার সবই মিথ্যে,
ভুল'তো সেটাই-দেহ নয় চেয়ে মন জিত্তে।
ভুলেছো সবি আজ-বিত্তের সুখে মশগুল,
পুড়া এ-অন্তর- দিয়ে যাই ভুলের মাশুল।


(ছবিটি ফেসবুকে পেয়েছিলাম, কবে সেভ করে রেখেছিলাম মনে নেই)

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১

বলেছেন: নাইছ ,ভাল লাগলো

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই ভালো লাগা জেনে, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০১

ওমেরা বলেছেন: বিরহী কবিতা ভাল লাগল।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকবেন আপু, উৎসাহদানে কৃতজ্ঞতা

শুভকামনা জানবেন সবসময়

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:৪৭

চাঙ্কু বলেছেন: এই জন্যই কুবি বলে গেছেন - ভালুবাসলে আগুন লাগে। আগুন নিভানোর বন্দোবস্ত না করে ভালুবাসা ঠিক না।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কথা বলে গেছেন ভাই , কিন্তু আগুন নিবানোর বন্দোবস্ত বলতে কি বন্দোবস্তের কথা বলা হলো সেটা বুঝতে পারলাম না।

মন্তব্যে আসায় কৃতজ্ঞতা জানবেন ভাই

শুভকামনা জানবেন সবসময়

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৬

চাঁদগাজী বলেছেন:


বিরহী মনের চিরবেদনার দিবসরজনী

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম মনের মতো উক্তি, শ্রদ্ধা রইল উক্তিতে, বিরহী মনের একমাত্র সঙ্গী তো বেদনা। সুন্দর বলে গেছেন শ্রদ্ধেয়।

মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়

শুভকামনা জানবেন

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৩

সনেট কবি বলেছেন: খুব সুন্দর কবিতা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত হলাম প্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে। প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি।

শুভকামনা জানবেন সবসময়

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

রাজীব নুর বলেছেন: ভালোবাসাবাসির শেষ ফল কি?
যাই হোক ভালোবাসাবাসির চেয়ে উত্তম কাজে মন দেওয়া।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শেষ ফল যাই হোক ভালো কিছু হয় না মনে হচ্ছে আমার কাছে ।

হ্যা ভাই সুন্দর পরামর্শ রেখে গেছেন, এর চেয়ে কাজে মন দেয়াই উত্তম।

শুভকামনা জানবেন ভাই সবসময়

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৩

তারেক_মাহমুদ বলেছেন: ভালবাসা মানেই বিরহ থাকবেই। সুন্দর।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, বিরহের জন্ম যে ভালোবাসা থেকেই।
প্রশংসা পেয়ে প্রেরণা পেলাম, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা জানবেন সবসময়

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:



ভাল লাগলো কবিতাটি ৷+++

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা ও প্লাস পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.