নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
জ্যোৎস্নাময় মৃদু-ঠাণ্ডাগরম রাতটি যেন স্বার্থক..!
বিগত কয়েক বছরের অতৃপ্ত নয়ন-
তোমাকে প্রথম দেখেই তৃপ্ততায় ভরে ওঠেছিল;
ভেতরের অন্দরমহল হয়েছিল আলোকিত।
বিশাল ওই দেহের লোভে পড়েছিল মনটা,
সুখ যেন ছড়ানো ছিলো শরীরের প্রতিটি অঙ্গে;
রাজসিক অঙ্গের ভাঁজে ভাঁজে ভরা ছিল যৌবন।
চোখ দুটি যেন তোমারই মত কাউকে খুঁজেছিল-
বহুকাল... বহুযুগ ধরে ছিলো তৃষ্ণার্ত...।
মুহুর্তেই প্রতীক্ষিত মনটার হয়েছিল যোগদৃষ্টি,
তোমার রসাল যৌবনে মত্ত ছিল মনটা বেহায়াপনায়!
ঘুরে ফিরে যেন তোমাকেই খুঁজছিল সম্মুখে।
খুঁজবেই না কেন...?
ভালো লাগার মতো সব গুণাগুণইতো-
ওই রাজসিক শরীরের ভাঁজে ভাঁজে ছিল লুকানো।
অবাধ্য মনটাকে কোন মতেই সামলাতে পরিনি,
একান্ত আপন হয়ে মিশেছি কল্পনায় তোমাতে..!
আহ! কি মধুর ছিল সে অনুভূতি...!
পারিনি কেবল লোকচক্ষুর ভয়ে তোমাকে জানাতে।
সারারাত চোখেই ছিলে তুমি-
উত্তেজনায় উম্মাদ হয়েছিল আমার সমস্ত ইন্দ্রীয়-
বাকি রাত তোমাকেই ভেবে ভেবে, ছিল না ঘুম...।
সত্যিই বলছি- তোমার মতন এতো আকর্ষণ-
দেখিনি কারোর মাঝে আজকের আগে...
যেমন যুবতী তুমি তেমনি যৌবনা তোমার মন।
সাহসী হিয়া তোমার- বুঝিয়েছ বিদায়ের ক্ষণে,
মনের কাঙ্খিত আশা তুমি করেছো পূরণ...।
তুমি যখন চেয়ে নিলে আমার মোবাইল নাম্বার,
তাতেই বুঝেছি স্বার্থক সেই রাত, সেই ক্ষণ।
পাইনি তোমায় কল্পনায় ভেবেছি যেমন,
তাতে কি...হয়তো পেয়েছিলাম তোমার মন...।
২৫-৩-২০১৬ইং, লেপসিয়া।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, লেপসিয়া নেত্রকোনা জেলাধীন খালিয়াজুরি উপজেলার মধ্যে একটা জায়গার নাম।
আমি সেখানে চাকরির সুবাদে সাড়েতিন বছর ছিলাম।
মন্তব্যে ধন্যবাদ ভাই।
শুভকামনা জানবেন
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৯
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, চির-বিরহের ভুবনে বসন্ত এসেছে ফিরে, গাছে গাছে ফুলফল, পাখী প্রতি নীড়ে
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ঠিক ধরেছেন শ্রদ্ধেয়, সেদিন সব বিরহব্যাথা ভুলে নতুন এক আকাঙ্খার জন্ম হয়েছিল, জ্যোছনার আলোয় দেখেছিলাম তাকে, অনেক ভালো লাগে আমার। স্মরণীয় হয়ে থাকবে রাতটি অনেকদিন।
শুভকামনা জানবেন শ্রদ্ধেয়
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১১
রাকু হাসান বলেছেন: বরাবরের মত হতাশ হয়নি । বাহ । শুভকামনা থাকলো
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা সেদিন হতাশ হতে হয়নি, তবে তাকে দেখার পর অবাক হয়েছিলাম নিজের মনে দৌরাত্ম্য দেখে।
শুভকামনা জানবেন ভাই।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩২
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
১২ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই
দোয়া রাখবেন,
শুভকামনা জানবেন সবসময়
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৯
নীলপরি বলেছেন: খুব সুন্দর ।++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণাদায়ক প্রশংসা পেয়ে আনন্দিত হয়েছি, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন আপু।
শুভকামনা রইলো আপনার জন্য
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০
নীলপরি বলেছেন: শুভকামনা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার জন্যও সবসময় শুভকামনা আপু, কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে আপনার মতো আন্তরিক শুভাকাঙ্ক্ষী পেয়ে।
সুখ সমৃদ্ধি ঘিরে থাকুক আপনি চারিধার।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:০৭
স্রাঞ্জি সে বলেছেন:
লেপসিয়া কি... এটাকি জায়গার নাম।