নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
৷
দুঃখ রইল আমার মনে
হইল না সুখ এই জীবনে,
এত আশা ভালোবাসা
দিলাম কতই হৃদয় ভরে।
মনের খাচায় প্রেমের পাখি
পুষি কত আপন করে,
বিশ্বাস কেড়ে দিল ফাঁকি
উঁড়াল দিল দূর আকাশে।
সকাল দুপুর সন্ধ্যা রাতি
করত আমায় ডাকাডাকি,
কষ্ট যতো ভুলেই যেতাম
দেখলে ওমুখ হাসিখুশি।
নিত্য সুখের কতশত
রইলো পড়ে মুধুর স্মৃতি,
প্রয়োজন কি ছিল এতো
সবই ভুলে যাবে যদি।
স্বপ্ন মধুর ভালোবাসা
বিষের মত করছে ক্ষত,
পূর্ণিমারাত চাঁদ দেখিয়া
মন ভরে না আগের মত।
মিষ্টি সুরের গান শুনিয়া
বাড়েই কেবল দুঃখ যত,
শুনলে কভু প্রেমের কথা
পড়ছে ক্ষতয় লবন যেন।
ডাহুক ডাকে দূরের বনে
বন্ধুর কথাই পড়ছে মনে,
হিজল ডালে ডাকছে পাখি
সে বিনে ঘর শূন্য লাগে।
আশায় দুচোখ স্বপ্ন আঁকি
আবার যদি পাই গো তারে,
মনের ঘরে রাখবো বাঁধি
মধুর ছোঁয়ায় প্রেম শিকলে।
আমার ভুবন মেঘেই ঢাকা
ঘুরছে না আর ভাগ্য চাকা,
কি আশায় আর বাঁধিব ঘর
সুখ বুঝি না তাকে ছাড়া।
তৃপ্তি আমার বন্ধুর বুকে
পুড়াক যত দিক'না ব্যথা,
ফিরে যদি নাই'বা আসে
সবই বিফল জীবন বৃথা।
ছবিটি আমি ফেসবুকে পেয়েছিলাম বছর দুই আগে, আমার এক কবিতার পোষ্টে কমেন্ট করেছিল আমি তার ছবিটি তখন সেভ করে রেখেছিলাম, আমি তাকে চিনিনা, জানিনা এখনও। এই কবিতাটির সাথে ছবিটির মোড মিল মনে হলো তাই এটিই দিলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কষ্ট নিবেননা ভাই, সারাদিন ব্লগে আসার সময় হলো না, তাই প্রতিমন্তব্যে দেরি হয়ে গেল।
আপনার প্রত্যাশা কবুল হোক, আমিন।
শুভকামনা জানবেন ভাই
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭
রাজীব নুর বলেছেন: ছবিটা খুব মন দিয়ে দেখলাম।
গ্রামের একটি মেয়ে। নতুন বিয়ে হয়েছে। স্বামীর সংসারী সে এখনও গুছিয়ে উঠতে পারেনি।
স্বামী হয়তো চাকরির জন্য শহরে চলে যাচ্ছে। মেয়েটা তার স্বামীকে বিদায় জানাতে এসেছে।
স্বামী চলে যাচ্ছে, আবার একমাস পর ফিরবে। দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী মেয়েটিকে একা থাকতে হবে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর গবেষণা করে গেছেন ভাই, একদম মিলে গেছে মনে হয়। আমি আপনার সাথে একমত।
শুভকামনা জানবেন ভাই সবসময়
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: রাজীব ভাই তো দেখছি ছবি বিরাট গবেষণা করে ফেলেছেন.......কবিতায় ভালোলাগা।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ দারুণ গবেষণা চালিয়ে ছিলেন, মনে হয় সফল হয়েছেন তিনি।
কেমন আছেন সাদা ভাই, অনেকদিন পর আপনার দেখা পেয়ে আনন্দিত। উৎষাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সাদা মনের মানুষ বলেছেন:
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই চা খাওয়ানোর জন্য। কৃতজ্ঞ রইলাম।
শুভকামনা জানবেন ভাই
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২২
সোহানী বলেছেন: ভালোলাগলো............. কিন্তু এই ছবিটা একটু অন্যরকম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হলাম আপু, ছবিটা সম্পর্কে আমার কোনকিছু জানা নেই, অনেক ভালো লাগলো তাই দিয়েছি।
শুভকামনা জানবেন সবসময়
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর। প্রিয় নয়নভাই,
একরাশ মুগ্ধতা আপনাকে ।
শুভকামনা জানবেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
উৎসাহাদানে কৃতজ্ঞতা রইল।
দোয়া রাখবেন ভাই
শুভকামনা জানবেন সবসময়
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫২
কাওসার চৌধুরী বলেছেন:
কবিতায় ভাল লাগা রইলো নয়ন ভাই ৷+++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন ভাই সবসময়
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৬
নীলপরি বলেছেন: কালকে এসেছিলাম আপনার ব্লগে । তবে কমেন্ট করা হয়নি কিছু কারণে ।
তবে এই কবিতাটা দেখেছি । মনভেজানো কবিতা ।খুবই ভালো লাগলো । ++++
শুভকামনা
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে প্রেরণা রেখে গেছেন আপু, আপনার ভালো লাগা ও প্লাস আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন আপু।
দোয়া রাখবেন।
শুভকামনা আপনার জন্য সবসময় রাখি
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬
ল বলেছেন: ভাগ্য চাকা ঘুরুক, এই পত্যাশা