নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আমার বুকটা যেন ইটের ভাটা
অন্তর আগ্নেয়গিরি---!!
দু'চোখ দু'টি সাগর যেন---!!
বইছে লোনা পানি---!
আমার- অন্তর আগ্নেয়গিরি---
আকাশ ছোঁয়া ভালোবাসা
ছিল এ অন্তরে---
পাহাড় সমান বিশ্বাস আমি
দিয়েছিলাম তারে---।।
আমার আকাশ মেঘে ঢাকা ---!!
হৃদয় মরুভূমি -
আমার অন্তর আগ্নেয়গিরি---
স্বপ্ন হারা দু'চোখ আমার
আজও তোমায় খুঁজে---
কতই সুখে সাজাইছো ঘর
তুমি অন্য বুকে---!!
শূন্য এ বুক তুমি ছাড়া---!!
পুড়ছে দিবানিশি---
আমার অন্তর আগ্নেয়গিরি---
হয়তো অনেক সুখেই আছো
আমায় গেছো ভুলে...
নিজের হাতেই আমার ঘরে
দিয়েছো আগুন জ্বেলে...।
ব্যর্থ নয়ন প্রেম আগুনে...।।
পুড়ায় দিন রজনী...।
আমার অন্তর আগ্নেয়গিরি।
(রিপোস্ট)
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত শ্রদ্ধেয় প্রিয় কবির মুগ্ধতা জেনে, অনেক প্রেরণা পেলাম শ্রদ্ধেয় কবিবর।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন:
ইটের ভাটার ব্যবসা কিন্তু মন্দ না.... কবিতা খুব কঠিন মনে হল !!!
কবিতাটি আগেও একবার পড়েছিলাম কিনা জানি না,তবে কবিতাটি ভালো লিখেছেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় কবি'র কাছে প্রশংসিত হয়ে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন কবীর ভাই।
হ্যা আগে একবার পড়েছেন, তবে এবার একটু বড় হয়েছে, আর আগের নিকটা বিপদজনক হয়ে আছে।
শুভকামনা জানবেন ভাই সবসময়।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন সুপ্রিয় কবিবর।
দোয়া রাখবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লিখেছেন। মনে হচ্ছে গান, তাই না?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ঠিক ধরে নিয়েছেন শ্রদ্ধেয় কবিবর, গান গাওয়ার সুযোগ পাচ্ছি না তাই আর প্রকাশ করিনি। তবে কোনএকদিন গানগেয়ে এখানে যুক্ত করে দিবো।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখিলাম।
শুভকামনা আপনার জন্য সবসময়
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১
পদাতিক চৌধুরি বলেছেন: সুপ্রিয় নয়নভাই,
পড়তে গিয়েই তো রিদিম চলে আসছে। আপনার কাছে আমাদের গান আকারে দেওয়ার দাবী রইল।
শুভকামনা জানবেন।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ভাই ধরে ফেলেছেন ঠিকই, আসলে গানই লিখেছি, সুরও সিলেক্ট করেছি কিন্তু গেয়ে রেকর্ড করার সুযোগ পাচ্ছি না তাই আর প্রকাশ করিনি। পাবেন ভাই, সুযোগ পেলেই গেয়ে এখানে আপলোড করে যাবো।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১
জাহিদ অনিক বলেছেন:
বাহ ! গান -- তাহলে শোনার পরেই মন্তব্য করব।
শুরুতে একটা টাইপো আছে, একদম চোখে লাগে। ঠিক করে নিয়েন।
বাটা -< ভাটা
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা কবি ভাই, লিখেছি গানই, সুরও সিলেক্ট হয়েছে, তবে গাওয়ার সুযোগ পাচ্ছি না তাই আর প্রকাশ করিনি।
আমি ঢাকা আসছি ভাই, এইমাত্র গাড়িতে উঠলাম, সকালে অফিস আছে তো।
দোয়া রাখবেন সুপ্রিয় কবি।
শুভকামনা আপনার জন্য সবসময়
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
ল বলেছেন: তো হয়ে যাক একটা ট্টাক,
আজকের গানটা বেশ ভাললাগছে।
আমার একটা গানে সুর দেওয়ার অনুরোধ রইলো নাঈম ভাই
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানের কথা ভালো লাগায় অনেক আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।
হ্যা হ্যা অবশ্যই আপনার গানের সুর দিতে চেষ্টা করবো ভাই, লিখতে থাকেন, যদি সুর দিয়ে গেয়ে শুনাতে পারি তো আনন্দের বিষয় হবে সেটা।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৬
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো লেগেছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি ভাইয়ের কাছে প্রশংসা পেয়ে আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৪
নষ্টজীবন® বলেছেন: বাহ! দারুণ বিরহের প্রকাশ, ভালো হতো গানটি শুনতে পারলে।
শুভকামনা রইলো আপনার জন্য
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত ভাই অনেক দেরি করে ফেলেছি, অনাকাঙ্ক্ষিত।
প্রেরণা হয়ে থাকবেন ভাই
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
ওমেরা বলেছেন: নাম দেখে ভয় লাগছে তয় কবিতাগান ভাল লাগছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত আপু অনেক দেরি করে ফেলেছি, অনাকাঙ্ক্ষিত।
ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন,
শুভকামনা আপনার জন্য সবসময়
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৩
রাকু হাসান বলেছেন: বরাবরের মত ভালো । হতাশ হয়নি । ভাল আছেন আপনি ?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত ভাই অনেক দেরি করে ফেলেছি প্রতিউত্তরে, অনাকাঙ্ক্ষিত।
ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন।
আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি নিশ্চয় ভালো আছেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫২
কাওসার চৌধুরী বলেছেন:
"আমার অন্তর আগ্নেয়গিরি" ; দারুণ আবেগের প্রকাশ ৷+++
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত ভাই অনেক দেরি করে ফেলেছি প্রতিউত্তরে, অনাকাঙ্ক্ষিত।
আনন্দিত হয়েছি ভাই প্রশংসা পেয়ে, দোয়া রাখবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৪
চাঁদগাজী বলেছেন:
পুন্জীভুত বেদনার কষ্টকর প্রকাশ
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত ভাই অনেক দেরি করে ফেলেছি প্রতিউত্তরে, অনাকাঙ্ক্ষিত।
অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি আপনার এই আন্তরিক অনুভবে।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।
শুভকামনা জানবেন সবসময়
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:০০
বাকপ্রবাস বলেছেন: নিশ্চয়ই গান হিসেবে লেখা। সুন্দর হয়েছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত ভাই অনেক দেরি করে ফেলেছি প্রতিউত্তরে, অনাকাঙ্ক্ষিত।
হ্যা ভাই ঠিকই ধরেছেন, কৃতজ্ঞতা। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: যুগে যুগে কবিরাই নারীদের মহান করে তুলেছে।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর।
শুভকামনা আপনার জন্য সবসময় থাকবে
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
মলাসইলমুইনা বলেছেন: সুরে ছন্দে, ঢোলে তবলায় শোনা হোক তাহলে আরো ভালো লাগা নিয়ে I কবি তাড়াতাড়ি ইউটিউব লিংক দিন ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত ভাই অনেক দেরি করে ফেলেছি প্রতিউত্তরে, অনাকাঙ্ক্ষিত।
হ্যা ভাই, আজ অথবা কাল লিঙ্ক যুক্ত করবো ভাবছি, তবে খালি গলায়।
প্রেরণা হয়ে থাকবেন ভাই
শুভকামনা জানবেন সবসময়
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৩
সনেট কবি বলেছেন: মুগ্ধ হলাম প্রিয় কবি।