নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কেমন করে ভুলবো তোমার মুখ
যখনতখন চোখের পাতায় ভাসে।
ভালোবাসার স্বপ্ন দিয়ে,
রইলা তুমি অনেক দূরে;
কাছে পাওয়ার জন্য এই মন-
সদা ব্যাকুল থাকে-রে...।
ঘুমের ঘুরে দেখি তোমায়
জেগে পাই না কাছে,
বাকি রাতে বালিশ ভিজে
নীরব চোখের জলে...।।
হয়তো তুমি আছো সুখে-
আমার চোখের ঘুম কেঁড়ে;
ভুল করেওকি আমার কথা
হয় না তোমার মনে-রে...!
গ্রাম পোস্ট অফিস নাই জানা নাই
পত্র লেখবো কিসে,
কতো বছর পেরিয়ে গেলো
হয়তো গেছো ভুলে...!!
পাষাণ তুমি কেমন করে,
ভূলছো আমায় চিরতরে;
তোমার জন্য মনটা ভিজে
আজও চোখের জলে-রে।
কেমন করে ভুলবো তোমার মুখ
যখনতখন চোখের পাতায় ভাসে।।
(গানটি লিখেছিলাম আরেকটি গানের সুর ফলো করে, গেয়ে শুনাবো একসময়।)
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই শুনাবো ভাই, দোয়া রাইখেন।
শুভকামনা আপনার জন্য
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিরহী অনুভূতি দারুণ কথারঢঙে ব্যক্ত করেছেন। বেশ ভালো লেগেছে।
গান শুনবার অপেক্ষায় রইলাম।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অবশ্যই শুনাবো ভাই, দোয়া রাখবেন।
প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
শুভকামনা জানবেন ভাই
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৬
সনেট কবি বলেছেন: সুন্দর লিখেছেন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় কবি'র কাছে প্রশংসা পেয়ে আনন্দিত হলাম, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোয়া রাখবেন কবিবর।
সকালে আপনার সনেটটি পড়ে গেছিলাম কিন্তু লাইক কমেন্ট না করেই বেরিয়ে পড়েছিলাম হয়তো, ঘুমিয়ে পড়েছিলাম, এখন যাবো আবার, সত্যি জানা আপা সম্পর্কে বলতে গেলে একটা উপন্যাস হয়ে যাবে, আপনি অল্প কিছু কথাতেই অনেক বলে গেছেন, খুব সুন্দর হয়েছে ছনেটটি।
শুভকামনা জানবেন সবসময়
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই শুনাবো ভাই, দোয়া রাইখেন।
শুভকামনা আপনার জন্য
ইউটিউবে দিয়ে দিবেন সবাই শুনতে পারবে, মন্তব্য করতে পারবে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই ইউটিউবে দিবো, আমার সব গান ইউটিউবেই আপলোড করি।
অনেক অনেক আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি।
শুভকামনা আপনার জন্য সবসময়
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
আপনার চারিপাশের মানুষের জীবনের উপরও লিখুন
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা লিখবো, চেষ্টা করবো, দোয়া রাখবেন শ্রদ্ধেয়।
শুভকামনা আপনার জন্য সবসময়
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫
মোস্তফা সোহেল বলেছেন: গান সুর সহ না শুনলে পড়ে ভাল লাগে না তেমন।
নয়ন ভাই আমার লাস্ট পোষ্টে একটু ঘুরে আসবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর প্রিয় মোস্তফা ভাইকে দেখলাম, ভালো আছেন নিশ্চয়।
হ্যা ভাই, এখনই দেখে আসতেছি।
শুভকামনা আপনার জন্য সবসময়
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
নীলপরি বলেছেন: একেবারেই ঠিক । ভোলা যায় না ।
কবিতায় ++++
শুভকামনা
১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অানন্দিত ও উৎসাহিত হলাম আপুর মন্তব্য পেয়ে, প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে আগামীতে।
দোয়া রাখবেন আপু
শুভকামনা আপনার জন্য সবসময়
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: গান অবশ্যই গেয়ে শুনাবেন। অপেক্ষায় থাকলাম।