| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাঈম জাহাঙ্গীর নয়ন
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আমি ভালোবাসি এই সুন্দর পৃথিবী,
বাঁচিবার চাই হাজার বছর জনমানুষের অন্তরে।
এইতো চাওয়া মোর, বিশ্বাসে দৃঢ় প্রতিজ্ঞ লক্ষ্যতে।
ভালোবাসা!
সেতো বড়ই উদাসী মনোভাবাপন্ন ছিল-
আমার প্রতি সর্বক্ষণ...!
ভালোবাসতে বাসতে পাওয়ার হিসেবটায়-
ব্যর্থই থেকে গেল এই জীবন।
মাঝে মাঝেই নিজেকে
প্রয়োজনহীন মনে করি পৃথিবীর বুকে!
কেন আমার এমন মনে হয়...?!
কে দিবে এর উত্তর...!
তুমি ছাড়া কারো কি জানবার কথা পৃথিবীতে..?
জানিনা,
শ্রাবণের সেঁতসেঁতে চারণভূমির মতো-
ভিজে থাকে কেন চোখ দুটোর পাতা...!
কখনওবা গড়িয়েও পড়ছে দু'ফোটা!
নেই! কেউ নেই বুঝবে এই লুকানো ব্যথা।
এমন একজন বন্ধু নাই
শুনবে বুঝবে মনের কথা
মুখ দেখিয়া সদাই।
কাঁদবে যখন আমার অন্তর-
জ্বলবে তাহার বুকের ভিতর,
চোখের উপর চোখ পড়িলে
জানবে সে মোর মনের খবর।
তোমাকে হারিয়ে আমিওতো বেঁচেই আছি,
শুধু মনটাতেই রয়ে গেছে ক্ষত;
বড্ড একাকীত্বে ডুবেছে মন-
নীড়'হীন, আশ্রয়হীন, যেন উদ্বাস্তু...!
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা খুবই হাসির ব্যাপার এমন চাওয়া বর্তমান সময়ে এটা বুঝতে পারছি ভাই,
মন্তব্য রেখে যাওয়ার জন্য কৃতজ্ঞতা রইল।
শুভকামনা জানবেন সবসময়
২|
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২
রাকু হাসান বলেছেন: হ্যাঁ দিনশেষে এত কিছুর পরও আমরা বাঁচতে শিখি । প্রথম হয়ত মনে হতে পারে েএই বুঝি জীবন শেষ । কিন্তু ঐ যে ক্ষত নিশ্চয় শুকায় না । কবিতা ভালো লিখেছেন । কেমন আছেন ?
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কিছু কথা বলে গেছেন ভাই, ভালোবাসা নিবেন।
ভালো তেমন একটা নেই, মনের ভিতর অনেকটা ক্ষতের উদয় হয়েছে বেশকিছুদিন। এখন মোটামুটি ভালো আছি।
আন্তরিকতায় কৃতজ্ঞতা, শুভকামনা জানবেন সবসময়
৩|
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৪
কাওসার চৌধুরী বলেছেন:
বাহ! দারুন প্রকাশ ভঙ্গি 'নয়ন' ভাই। বরাবরের মত সুখপাঠ্য।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে প্রীত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক,
শুভকামনা আপনার জন্য সবসময়
৪|
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫
রাজীব নুর বলেছেন: শুভ রাত্রি নয়ন ভাই।
আপনার কবিতা পড়ে আজকের মতো ব্লগের সম্পাতি টানলাম।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ রাত্রি সুপ্রিয়,
আমার লেখাটার ভাগ্য ভালো আপনাকে পেয়েছিল।
মিষ্টি সকালের স্নিগ্ধকর বাতাসে জেগে উঠুক আপনার পৃথিবী,
শুভকামনা আপনার জন্য সবসময়
৫|
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯
ওমেরা বলেছেন: এত কিছু বুঝলে কি আর চলে যেতে পারত !! কষ্টের আবেগী কবিতা ভাল হয়েছে । ধন্যবাদ ভাইয়া।
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর প্রিয় আপুর দর্শনে আনন্দিত, প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়
৬|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কবিতা বুঝতে একটু সমস্যা হয়...![]()
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে এটা কোন কবিতাই না, মনের কিছু সময়ের অবস্থান মাত্র।
ধন্যবাদ ভাই, মন্তব্যে প্রীত,
শুভকামনা জানবেন
৭|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ২:২০
অন্তরন্তর বলেছেন: কবিতা ভাল লেগেছে। তবে যেমন বন্ধুর কথা লিখেছেন তেমন বন্ধু এ পৃথিবীতে পাবেন না মনে হয়। শুভ কামনা কবি।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার একজন ছিল, যে মুখ দেখেই মনের অবস্থান বুঝে কথা বলতো, হারিয়ে ফেলেছি, তাই মনটা উদ্বাস্তু।
প্রেরণা হয়ে থাকবেন ভাই, দোয়া রাখবেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
৮|
০৩ রা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৯
স্রাঞ্জি সে বলেছেন:
বন্ধুদের বন্ধুত্ব আজ মরে গেছে...
এখন নিছক ধোঁকা বাজি।
কবিতা টা ভাল লেগেছে.... আর এও আপনাকে অনেক পর দেখে ![]()
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, তেমন বন্ধু এখন আর হয়না, ধন্যবাদ ভাই, প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা নিরন্তর।
আমি বর্তমানে কাজের ফাঁকে ব্লগে আসি, আজ একটু ব্যস্ত থাকবো। বাড়ি যাবো ভাবছি তাও মোটরসাইকেলে।
দোয়া রাখবেন ভাই
৯|
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:১২
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভ রাত্রি সুপ্রিয়,
আমার লেখাটার ভাগ্য ভালো আপনাকে পেয়েছিল।
মিষ্টি সকালের স্নিগ্ধকর বাতাসে জেগে উঠুক আপনার পৃথিবী,
শুভকামনা আপনার জন্য সবসময়
ভালো থাকুন। সুস্থ থাকুন।
০৩ রা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল, ভালো থাকবেন ভাই, শুভকামনা আপনার জন্য সবসময়
১০|
০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৬
মোস্তফা সোহেল বলেছেন: মনের কথা শোনার জন্য সত্যি কাউকে খুজে পাওয়া অনেক কষ্টের।
সবাই যে যার স্বার্থে ব্যস্ত মনের কথা শোনার সময় কারও নাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলে ভাই এখন বন্ধু স্রেফ একটি শব্দ মাত্র, এর অন্তরসার বলতে কিছু নেই। এখন গিব এন্ড টেক এর যুগ!
সুন্দর বলেছেন ভাই। মন্তব্যে পেয়ে আনন্দিত হয়েছি প্রিয়।
শুভকামনা জানবেন সবসময়
১১|
০৩ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
নীলপরি বলেছেন: মন ছোঁয়া কবিতা । শেষের স্তবকটা মনে গেঁথে রইলো । +++++
শুভকামনা
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য সবসময় আমার হৃদয় ছুয়ে যায়, অনুপ্রাণিত হই।
আপনার মতো শুভাকাঙ্ক্ষী পাওয়া সৌভাগ্যের ব্যাপার।
শুভ হোক আপনার প্রতিক্ষণ
১২|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩
তারেক ফাহিম বলেছেন:
ভালোলাগা প্রিয়।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় তারেক ভাইয়ের প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হয়েছি, প্রেরণা হয়েই থাকবেন সবসময়।
শুভকামনা জানবেন সবসময়
১৩|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: নয়নভাই,
এ আপনি কি করলেন??
বড্ড বেশি হৃদয়ে ঢুকে গেলন। খুব অসহায় বোধ করছি।
শুভকামনা ও ভালোবাসা রইল হৃদয়ভরা
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হৃদয় জয় করা মন্তব্য রেখে গেছেন ভাই, এ আমান জন্য অনেক প্রেরণার।
ভালোবাসা জানবেন নিরন্তর।
শুভকামনা জানবেন
১৪|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫১
শিখা রহমান বলেছেন: "কাঁদবে যখন আমার অন্তর-
জ্বলবে তাহার বুকের ভিতর,
চোখের উপর চোখ পড়িলে
জানবে সে মোর মনের খবর।" --- এমন বন্ধু পাওয়া কঠিন!!
সুন্দর কথামালা, সুন্দর কবিতা। শুভকামনা কবি।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা এমন বন্ধু পাওয়া সৌভাগ্যের ব্যাপার।
প্রশংসা পেয়ে উৎসাহিত হলাম অাপু, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন
শুভকামনা আপনার জন্যও সবসময় থাকবে আপু
১৫|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯
প্রামানিক বলেছেন: সুন্দর কথামালা, খুবই ভালো লাগল। ধন্যবাদ
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবিববর এর কাছে প্রশংসিত হয়ে অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত, অনুপ্রাণিত হবো কবিবর
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকিবে প্রত্যাশা
শুভকামনা জানবেন সবসময়
১৬|
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৫
আখেনাটেন বলেছেন: বেশ লিখেছেন। গান হিসেবেও চালানো যাবে মনে হচ্ছে।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সেরকম ভেবে দেখিনি ভাই, প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময় সুপ্রিয়
১৭|
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: সুন্দর বলেছেন। কবিতা পাঠে মুগ্ধ হলাম
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার কবিতা আমি সামনে পড়লেই পড়ি, অনেকসময় মন্তব্য রাখতে পারিনা, আপনার লেখা কবিতা গুলো সত্যি কবিতা ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
আমার সামান্য লেখাটুকুর প্রশংসা পেয়ে প্রীত হলাম, অনুপ্রাণিত হবো।
দোয়া রাখবেন ভাই।
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:২৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাঁদবে যখন আমার অন্তর-

জ্বলবে তাহার বুকের ভিতর,
চোখের উপর চোখ পড়িলে
জানবে সে মোর মনের খবর।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
হা হা হা
টেলপ্যাথি, মনের মানুষ খুঁজে নাও
সব ব্যাথা ভুলে যাও
............................................................................................