নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| এইতো সময় ||

০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৫



এগিয়ে যাচ্ছে পৃথিবী এগুচ্ছে মোদের বাংলাদেশ,
সভ্যতার স্বর্ণ যুগ যে এটাই জাগ্রত মানুষ বিবেক;
হচ্ছেই অত্যাচর-অনাচারে প্রতিরোধ-গণ সমাবেশ,
অবুঝ কিশোর বৃদ্ধা নারী শিশুদের-ও এই নির্দেশ।

এইতো সময় সাম্য আর মানবিক গুণাগুণ সমৃদ্ধ,
গড়তে শোষনহীন সমাজ থাকবেনা কোন বৈষম্য;
পরিচয় হবে একটা-মানবতা আর থাকবেনা রুদ্ধ,
এইতো সময় গড়তে মানবিক পৃথিবী- চলবে যুদ্ধ।

রবে না ক্ষুধার্ত ভাসমান-জাতিবেদ ধর্মান্ধ সন্ত্রাস,
স্রষ্টার সৃষ্টিতে'ই রবে একাত্মতা-ধনী গরীব সমান;
মিথ্যাচারীর মুখে থুতু-কালি পড়বে-ই চপেটাঘাত,
এইতো সময় গড়তে সমাজ গাইতে সাম্যের গান।

ক্ষমতা-লোভী অসৎ চরিত্রের হবেই বিরুদ্ধাচরণ,
জেগেছে প্রজন্ম, জাগ্রত মানব-বাংলার জনগণ;
শোষকের ভাঙবে হাত গড়বে জনতার আদালত,
এইতো সময় বৈষম্য পিষে গড়তে বিশ্বে উদাহরণ।

একটা-ই হবে ঐক্য মোদের স্বদেশ এগিয়ে নিতে,
দুর্নীতি আর দুর্নীতিবাজ রাখব না বাংলার বুকে;
আইনের সুশাসন ও খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিতে,
এইতো সময় ন্যয্য অধিকার পৌঁছাতে ঘরে ঘরে।


মন্তব্য ৩০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৫:০০

চাঁদগাজী বলেছেন:


হয়তো আপনি লিখেননি, কিন্তু এই ধরণের কথা কবিরা বলেছেন ১৯৭০ সালে, ১৯৭২ সালে; ৪৭ বছরে বিশ্বের মানুষ অনেকটুকু এগিয়েছে, বাংলাদেশে কিছু মানুষ বাকীদের চেয়ে বেশী এগিয়ে গিয়েছে

০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৫:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হয়তো আপনি লিখেননি এইটুকুতে কি বুঝালেন আমি ঠিক বুঝতে পারলাম না শ্রদ্ধেয় ?

আমি কষ্টকরে আজ রাত একট থেকে তিনটা পর্যন্ত ভেবে ভেবে লাইনগুলো সাজালাম শব্দ খুঁজে খুঁজে আর আপনি বলছেন আমি লিখিনি! আমার এই রাতজাগা কষ্ট বৃথা করে দিলেন মুহূর্তে!! লাইনগুলো মিল করতে আমাকে ভাবতে হয়েছে অনেকবার, সব ভাবনা বৃথা হয়ে গেল!!

আমি আজপর্যন্ত অন্যের লেখা আমার কোন কবিতা গানে যুক্ত করিনি, হয়তো ফরম্যাট ফলো কনেছি কিছু কবিতায় শব্দ বা কথা কখনোই নয়।

আজকের এটি লেখার ইচ্ছে জাগলো স্কুল ছাত্রদের আন্দোলন মনে হওয়াতে, তাই স্বপ্ন দেখলাম আমরা ইচ্ছে করলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারি। আর আপনি বৃথা করে দিলেন! নাকি আপনার লেখাটির উদ্দেশ্য বুঝতে পারলাম না, খুব কনফিউজড ফিল করছি।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৫:৫৮

চাঁদগাজী বলেছেন:


১৯৭০, ১৯৭২ সালেও অনেক কবি এই ধরণের কথা বলেছেন, তখন (১৯৭০, ১৯৭২ সালে ) হয়তো আপনি লিখেননি, কিন্তু এই ধরণের ভাবনা ছিলো।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত শ্রদ্ধেয়, আমি না বুঝেই মনটার খারাপ করে ফেলেছিলাম, কষ্ট নিবেননা।


সেসময় যারা লিখেছেন তাদের লেথা তো সফলতা পেয়ছিল, বাঙালি জাতির বড় অর্জন তো এসেছই।
এখন আমাদের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া জরুরি হয়ে পড়েছে, কারণ দেশ এখন উন্নত হচ্ছে দিনদিন, আরো হবে, দুর্নীতি মুক্ত হতে পারলে আমাদের দেশ বিশ্বেররমধ্যে অন্যতম উন্নত দেশে পরিণত হতে পারবে।

শুভ সকাল

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৬:৪৯

তোমার জন্য মিনতি বলেছেন: ভালো উদ্দেশ্য, দুর্নীতিমুক্ত হোক বাংলাদেশ

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর আপনাকে দেখলাম, প্রেরণা হয়ে থাকুন।
শুভকামনা আপনার জন্য সবসময়

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Excellent

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা আশীর্বাদ হয়ে থাকুক ভাই,

শুভকামনা জানবেন সবসময়

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৩

রাজীব নুর বলেছেন: বাবুদের তাল-পুকুরে, হাবুদের ডাল-কুকুরে
সে কি বাস করলে তাড়া, বলি থাম একটু দাড়া।

--------লিচু চোর, কাজী নজরুল ইসলাম।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই, আমার সামান্য লেখাটি আপনাকে সুপ্রিয় কবিকে স্মরণ করিয়ে দিতে পেরেছে জেনে অনেক আনন্দিত হয়েছি, অনেক অনুপ্রাণিত হবো ভাই।
মন্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দোয়া করবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩২

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: হুম।। সুন্দর ভাবনা।।। ভালো কথামালা লিখেছেন কবি

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকুন ভাই।
দোয়া রাখবেন,

শুভকামনা আপনার জন্য সবসময়

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৮

কানিজ রিনা বলেছেন: অসাধারন কবিতা অনেক ভাললাগা রেখে গেলাম ধন্যবাদ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর সুপ্রিয় আপুর কাছে প্রশংসা পেলাম, আনন্দিত ও উৎসাহিত হলাম,
প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি,
দোয়া করবেন আপু

শুভকামনা আপনার জন্য

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: স্বপ্ন বাস্তবায়িত হোক। গড়ে উঠুক এক নুতন দেশ। ++

শুভকামনা প্রিয় নয়নভাইকে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন, আল্লাহ আপনাকে কবুল করুক, মানবিক পৃথিবী গড়ে উঠুক, সমৃদ্ধশালী হয়ে উঠুক মোদের স্বপ্নের বাংলাদেশ।

আন্তরিক ভালোবাসা নিবেন,
শুভকামনা নিরন্তর

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩

রাকু হাসান বলেছেন:
সুন্দর ভাবনার সুন্দর কবিতা । মানবিক পৃথিবী গড়ার প্রত্যয়টা খুব ভালো কবিতায় । কিন্তু আসলেই কি সেই মানবিক পৃথিবী দেখতে পারবো ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বাংলার জনগণের মধ্যে এখন নতুন উদ্যোম দেখতে পাচ্ছি, এখনই সময় বাংলাদেশ থেকে দুর্নীতি আর দুর্নীতিবাজ দমন করার।
দুর্নীতিবাজ খতম করতে পারলে আমাদের স্বপ্নের দেশ পাবো আমি নিশ্চিত।
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন,

দোয়া রাখবেন ভাই

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কেমন আছেন সুপ্রিয় কবির ভাই। ব্লগটা এখন আর আগের মতো মজা পাইতাছিনা। কেমন যেন আপন মানুষগুলো আমাকে বিরক্তিকর ভাবেন, অনেকেরই দেখাই পাইনা আমার ব্লগে। কেন এমন হচ্ছে, কি দোষ আমার কিছুই বুঝতে পারিনা আমি। মাঝেমধ্যে ভাবি ছেড়েই দেবো ব্লগে আসা। ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা করবেন সুপ্রিয়।

কবিতার প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে ভাই, কৃতজ্ঞতা।
দোয়া করবেন ভাই।

শুভকামনা ও ভালোবাসা জানবেন সবসময়

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: কবিতার ভাবনা খুবই সৎ আর সুন্দর । খুব ভালো লাগলো ।

+++++++

শুভকামনা

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুবই আনন্দদায়ক প্রিয় কবি আপুর প্রশংসা, প্রেরণা হয়ে থাকবেন আপু।
দোয়া রাখবেন। প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।

শুভকামনা রইলো আপনার জন্য, ভালোবাসা নিরন্তর

১২| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:১০

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর কথামালা, এমন বাংলাদেশই আমরা চাই।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে সাহসী হলাম ভাই, দুর্নীতির বিরুদ্ধে সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার।

মন্তব্যে কৃতজ্ঞতা আমার।

শুভকামনা আপনার জন্য

১৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৩৫

আরোগ্য বলেছেন: একটা-ই হবে ঐক্য মোদের স্বদেশ এগিয়ে
নিতে,
দুর্নীতি আর দুর্নীতিবাজ রাখব না বাংলার বুকে;
আইনের সুশাসন ও খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিতে,
এইতো সময় ন্যয্য অধিকার পৌঁছাতে ঘরে ঘরে।-
আপনার এই স্বপ্ন পূরণ হউক, এই কামনা করি।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞতা মন্তব্য পেয়ে, সকলের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার।

শুভকামনা জানবেন ভাই

১৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০২

নাঈম জাহাঙ্গীর® বলেছেন: সফলতা পাক স্বপ্ন, মুক্ত হোক দুর্নীতি

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা এমনটাই কাম্য, মন্তব্যে কৃতজ্ঞতা।

শুভকামনা আপনার জন্য

১৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭

খায়রুল আহসান বলেছেন: আপনার ভাবনাগুলো ভাল। শেষের স্তবকটা বেশী ভাল লেগেছে।

০৬ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবিবর এর কাছে প্রশংসা পাওয়া আমার জন্য অনেক আনন্দের, অনেক উৎসাহের। প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয়। প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।

আমাদের নতুন প্রজন্মের মাঝে বর্তমানে দেশের জন্য ভালোমন্দ চিন্তা করার দিকটি লক্ষ্যনীয়। এখনই সুযোগ দুর্নীতি আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে পারা যায় তবে দুর্নীতি মুক্ত দেশ গড়া সম্ভব হবে বলে আমার ধারণা।

সুন্দর মন্তব্যে উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি,
শুভকামনা আপনার জন্য সবসময়।

শুভ সকাল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.