নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আসবে কি মধুক্ষণে

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০০



বেদনার কষাঘাতে ক্ষতবিক্ষত-কূল হারা হৃদয়ের
আর্তনাদ শুনবার মতো কেউ নেই, অথৈ সাগরের
সর্বনাশা ঢেউয়ের বিকট গর্জনে কম্পিত চারিধার,
যেনো করিয়ে দিচ্ছে সাক্ষাৎ মৃত্যুর সাথে বারবার।

এমন'ই নির্মম সময়ে ভরসা'পূর্ণ সাহস নিয়ে এলে,
প্রেমানলে পুড়া অঙ্গার মন'কে নিলে আপন করে।
সপে দিলাম তোমা তরে অবশিষ্ট থাকা বিশ্বাসটুকু,
জনম জনমের সাথী মনে হয় যদিও দেখিনি কভু।

মিষ্টি ভাষী মোর মনের সাথে অসাধারণ এক মিল,
হয়তো অনেক ভালবাসি তয় বলবোনা কোনদিন।
বুঝে নি-ও বন্ধু মায়া ভরা এই অন্তরের অন্তঃস্থল,
তোমার জন্য অগ্রাধিকার ঝরালেও চোখের জল।

কোকিল কণ্ঠের মালিক তুমি ভীষণ ভালো লাগে,
অনেক কষ্টে পুড়াওগো বন্ধু একলা নিশিত রাতে;
কি যাদু ওই মুখে তোমার না জানি অঙ্গে কতরূপ,
কথা শুনেই'তো হইলাম পাগল দেখিতে ইচ্ছে খুব।

তুমিও কি ভাবো বন্ধু ম্বপ্নে সাজাই যেমন, আমার
বুকে ওই'মুখ-কত মধুর উত্তাল সাগরে ডুবসাঁতার!
সাগরের লোনা জলে বেতাল-ঢেউয়ের আগ্রাসনে-
উম্মাদ যৌবন বড় বেসামাল,আসবে কি মধুক্ষণে?



৬-১০-২০১৮ই, ছবি গুগল সার্চ

মন্তব্য ২৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:০৫

সনেট কবি বলেছেন: এক অসাধারণ কবিতা।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই শ্রদ্ধেয় প্রিয় কবির কাছে এমন প্রশংসা সত্যি অনেক আনন্দের, অনেক প্রেরণার।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন কবিবর।

প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক প্রত্যাশা।

শুভকামনা আপনার জন্য সবসময় কবিবর

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫

হাবিব বলেছেন:



উন্মাদ যৌবনের উত্তাল তরঙ্গ-
সাগরের বৈঠা ধরার মতো;
কাউকে খুঁজে পান অতি দ্রুত
এই কামনা করি।

চমৎকার কবিতার অভিব্যক্তি।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ!! দারুণ কাব্যিক কথামালা, মুগ্ধ করলেন ভাই।
শুভকামনা জানবেন।
দোয়া রাবেন স্যার।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার নয়নভাই। ++

কথা ও কাব্যে মুগ্ধতা ।

শুভকামনা আপনাকে ।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকবেন ভাই, প্রশংসা পেয়ে আনন্দিত, অনেক উৎসাহিত হলাম, অনেপ্রাণিত হবো।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০১

মূর্খ বন মানুষ বলেছেন: সেদিন দেখলাম আপনি হুট করে চলে যাওয়ার ঘোষণা দিয়ে বসলেন। আমি বেশ অবাক হয়ে গিয়েছিলাম আর একি সাথে বেশ খারাপও লাগছিল যে আপনার মত একজন কবি আর গায়কে সামু হারাবে সেটা ভেবে। যাই হোক, শেষ পর্যন্ত আপনি সামুর সাথে আছেন দেখে ভাল লাগলো। ও, এতো কথার ভিড়ে বলা হল না যে বরাবরের মতই অসাধারণ হয়েছে কবিতা। ভাল থাকবেন। শুভ কামনা অবিরাম।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত আপনার এমন আন্তরিক ভালোবাসা পেয়ে। আপনাদের এই আন্তরিকতা হারাতে চাইনা ভাই।

প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৪

নষ্টজীবন® বলেছেন: অসাধারণ কথামালা,
সুন্দর কবিতা, ভালো লাগা রইল

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক প্রেরণাময় প্রশংসা।
উৎসাহাদানে কৃতজ্ঞতা জানবেন।

শুভকামনা আপনার জন্য

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৫

চাঁদগাজী বলেছেন:


এক নতুন বিশ্বকে বুঝার, অনুভব করার বিশাল প্রয়াস

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক গভীর মন্তব্য, কৃতজ্ঞতা।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।

শুভকামনা সবসময়

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগা লেখায় ।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবি আপুর প্রশংসা আমাকে অনুপ্রাণিত করবে।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

রাজীব নুর বলেছেন: ভীষন মিষ্টি কবিতা।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন৷
দোয়া রাখবেন শ্রদ্ধেয় ভাই

শুভকামনা আপনার জন্য সবসময়

৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫

সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা-লিরিক্যাল কবিতায়।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে অনুপ্রেরণা পেলাম, উৎসাহাদানে কৃতজ্ঞতা
দোয়া রাখবেন ভাই

শুভকামনা জানবেন

১০| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন প্রিয় কবি।

শুভকামনা জানবেন সবসময়।

মোস্তফা সোহেল ভাইয়ের দেয়া কবিতা সমুদ্র'র সুর করে দেয়া কথা দিয়েছিলাম, সেটা গতকাল লোড করেছি, আজ ভিডিও করে ইউটিউবে দিতে দেরি হয়ে গেল।

গান সমুদ্র

১১| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

বলেছেন: অসাধারণ

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাময় আনন্দিত হয়েছি ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।

শুভকামনা আপনার জন্য

১২| ০৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ওমেরা বলেছেন: নতুন করে আবার কে এল ভাইয়া? কবিতা সুন্দর লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বলবো না আপু, তবে তারমাঝে দেখি আন্তরিক ভালোবাসা, মনের সাথে মনের ভীষণ মিল,
দোয়া করবেন আপু


শুভকামনা জানবেন সবসময়






১৩| ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: অনবদ্য ।++
শুভকামনা

০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে ধাকবেন আপু, প্রশংসায় উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৪| ২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৭

মাহবুবুল আজাদ বলেছেন: ওহ দুর্দান্ত লেগেছে।

৩০ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক দুঃখিত শ্রদ্ধেয় প্রিয় ভাই প্রতিমন্তব্য দিতে দেরি করে ফেললাম, কষ্ট নিবেননা ভাই।

কবিতার প্রশংসা আমাকে আনন্দিত করেছে ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.