নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

আমার লেখা তিনটি গান, যেগুলোর সুর জানাতে পারিনি

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৪



১/ ঘুম আসেনা একলা রাতে...

ঘুম আসে না- একলা রাতে।।
তোমারি ভাবনা, নিশিত একেলা
বিরহ যাতনায় ভরে মন;
তুমি আজ কতো দূরে,
হয়'তো গিয়েছো ভুলে,
তবু কেন কাঁদে নয়ন।।
ঘুম আসেনা একলা রাতে ...।।

একটি নাম-ই দমে দমে আসে,
চোখের পাতায় শুধু ও'মুখ ভাসে।।
হারানোর বেদনা, কতদিনের কথা,
মরু মরু-বুকে ভাসায় শ্রাবণ।
তুমি........

এ'কেমন কষ্ট তুমি দিলে বলো,
সাজানো জীবন আজ এলোমেলো।।
বিষণ্ণ তুমি ছাড়া, দুচোখে জলধারা,
ভালো হতো যদি দিতে মরণ।
তুমি আজ........




২/ কেমন করে ভুলবো তোমার মুখ

কেমন করে ভুলবো তোমার মুখ
যখনতখন চোখের পাতায় ভাসে।
ভালোবাসার স্বপ্ন দিয়ে,
রইলা তুমি অনেক দূরে;
কাছে পাওয়ার জন্য এই মন-
সদা ব্যাকুল থাকে-রে...।

ঘুমের ঘুরে দেখি তোমায়
জেগে পাই না কাছে,
বাকি রাতে বালিশ ভিজে
নীরব চোখের জলে...।।
হয়তো তুমি আছো সুখে-
আমার চোখের ঘুম কেঁড়ে;
ভুল করেওকি আমার কথা
হয় না তোমার মনে-রে...!

গ্রাম পোস্ট অফিস নাই জানা নাই
পত্র লেখবো কিসে,
কতো বছর পেরিয়ে গেলো
হয়তো গেছো ভুলে...!!
পাষাণ তুমি কেমন করে,
ভূলছো আমায় চিরতরে;
তোমার জন্য মনটা ভিজে
আজও চোখের জলে-রে।
কেমন করে ভুলবো তোমার মুখ
যখনতখন চোখের পাতায় ভাসে।।


(গানের সুরটি অন্য এক গানের থেকে অনুপ্রাণিত হয়ে)


৩/ আমার অন্তর আগ্নেয়গিরি

আমার বুকটা যেন ইটের ভাটা
অন্তর আগ্নেয়গিরি---!!
দু'চোখ দু'টি সাগর যেন---!!
বইছে লোনা পানি---!
আমার- অন্তর আগ্নেয়গিরি---

আকাশ ছোঁয়া ভালোবাসা
ছিল এ অন্তরে---
পাহাড় সমান বিশ্বাস আমি
দিয়েছিলাম তারে---।।
আমার আকাশ মেঘে ঢাকা ---!!
হৃদয় মরুভূমি -
আমার অন্তর আগ্নেয়গিরি---

স্বপ্ন হারা দু'চোখ আমার
আজও তোমায় খুঁজে---
কতই সুখে সাজাইছো ঘর
তুমি অন্য বুকে---!!
শূন্য এ বুক তুমি ছাড়া---!!
পুড়ছে দিবানিশি---
আমার অন্তর আগ্নেয়গিরি---

হয়তো অনেক সুখেই আছো
আমায় গেছো ভুলে...
নিজের হাতেই আমার ঘরে
দিয়েছো আগুন জ্বেলে...।
ব্যর্থ নয়ন প্রেম আগুনে...।।
পুড়ায় দিন রজনী...।
আমার অন্তর আগ্নেয়গিরি।



(গানটির সুর আমার এক প্রিয় গানের সুর থেকে অনুপ্রাণিত হওয়া)

আমার গানগুলোর সুরের জানান দিতেই খালি গলায় গেয়ে রাখি বেহায়ার মতো, কি করবো বলেন, কষ্ট করে লিখি আবার অনেক চিন্তাভাবনা সময় ব্যয় করে সুরও করি, সেই কষ্টের সুর যদি লোকে নাইবা জানলো তাহলে লিখে লাভ কি। যদি কখনো কারো ভালো লাগে আমার কোন গান আর যদি কেউ গায় কোনদিন সেটিই আমার সার্থকতা, সেখানেই আমার তৃপ্ততা লেখক হিসেবে। আপনার মূল্যবান সময় নষ্ট করলাম সেজন্যে দুঃখিত, ক্ষমা করবেন। দোয়া রাখবেন এই নির্বোধের প্রতি।
শুভকামনা সবার জন্য সবসময়।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

বলেছেন: অসাধারণ মুগ্ধতাপূর্ণ লেখা।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো প্রশংসা পেয়ে, আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্য

২| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৫

রাজীব নুর বলেছেন: খুব উপভোগ করলাম।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকুক।

শুভকামনা আপনার জন্য সবসময়

৩| ০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

চাঁদগাজী বলেছেন:


গান গুলো মোটামুটি ভালোই; এক সংগে একাধিক গান দিলে, পাঠকেরা সবগুলো পড়ে ননা, একটা একটা করে দিলে ভালো হবে, হয়তো!

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গান ভালো লেগেছে জেনে অনেক আনন্দবোধ করছি,
হ্যা শ্রদ্ধেয় ঠিকই পরামর্শ দিলেন, আমিও সেরকম ভেবেছি,
আসলে এই গানগুলো আগে ব্লগে পোস্ট করেছিলাম গান ছাড়া, তখন রেকর্ড করার সময় সুযোগ ছিলনা। গতকাল সেই গানগুলো গেয়েছি, তাই ভাবলাম যেহেতু আগেই কবিতা পড়েছে তাই এবার একসঙ্গে সবগুলো গান সহ দিয়ে দিলাম।

এরপর থেকে ছোট হোক বা বড় একটার বেশি পোস্টে দিবো না।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।

শুভকামনা জানবেন সবসময়

৪| ১০ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮

নীলপরি বলেছেন: প্রত্যেকটা গানই খুব ভালো হয়েছে ।
শুভকামনা রইলো

১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত আপু প্রতিমন্তব্যে দেরি হয়ে গেল, আসলে গতকাল 'কেমন করে ভুলবো তোমার মুখ ' গানটি ভুল ড়েয়েছিলাম, সেটাই সন্ধ্যা থেকে আবারো রেকর্ড করে আপলোড করার কাজে ব্যস্ত ছিলাম। কিছুক্ষণ আগেই সেটা আপডেট করে ইউটিউব থেকে পুরনোটা কেটে নতুনটা আপডেট করে গেলাম।

প্রশংসা টুকু আমাকে অনুপ্রাণিত করবে।
দোয়া রাখবেন অাপু

গানটি দিয়ে গেলাম সময় হলে শুনবেন।


৫| ১০ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন ,




সুর তো ভালোই । আপনি কেন যন্ত্রসঙ্গীত ব্যবহার করেন না ? আগেও একবার বলেছি আপনার গলা ভালো । যন্ত্রসঙ্গীত সহযোগে আরো খোলতাই হতে পারতো । সে চেষ্টা কি করা যায় না ? নিদেন পক্ষে হারমোনিয়ম তবলার ব্যবস্থা করুন ।

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার আসলে হারমুনিয়ম বা যন্ত্রসংগীতের সাথে যুক্ত হওয়ার কোন সুযোগ নেই, এমন জায়গাও পাচ্ছি না যে আমার যখন সুযোগ হবে গিয়ে শিখে আসবো। কিন্তু সকল শিক্ষকদের একটানির্দিষ্ট সময় করা থাকে, যা আমার পক্ষে সম্ভব হবার নয়। তাছাড়া নিজে যে কিনে বাজাবো তেমন জায়গাও তো নাই তাই হয়ে উঠেনা যন্ত্রসংগীত শিখার।

অনেক ভরসার কথা বলেগেছেন ভাই, অনুপ্রাণিত হবো।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: গানের কথাগুলো খুব হৃদয়স্পর্শী!
অন্যেরা আপনার গানগুলো কিভাবে শুনলো? আমিতো কোন ইউটিউবের লিঙ্ক খুজে পাচ্ছিনা!
একদিন হয়তো গানের এ কথাগুলো বৃষ্টি হয়ে আপনার আগ্নেয়গিরি বুকে ঝরে আপনাকে শান্তি দেবে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম অনেকদিন পর ব্লগে এসে। কৃতজ্ঞতা জানবেন।

প্রতিটি গানের নিচে সেই গানের ইউটিউব ভিডিও দিয়েছিলাম, জানিনা সেগুলো কোথায় গেল! আমারও চোখে পড়ছেনা এখন এখানে, সত্যি খুব অবাক হলাম।

গানের প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে এমনটাই প্রত্যাশা রাখি।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.