নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবেনা(গান)

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৮


গানটির জনক বাউল সালাম, তার বাড়ি নেত্রকোনা জেলাধীন মদন থানা এলাকায়, যদিও তিনি কেন্দুয়া থানা এলাকায় তার শ্বশুরবাড়ি থাকেন বর্তমানে। না, আমি বাউল সালামের সাথে কথা বলিনি কখনো, তবে নেত্রকোনা জেলায় চাকরির সুবাদে তার গান শুনা হয়েছে স্টেজে। কয়েকদিনই শুনেছি তার স্টেজ প্রগ্রাম। তার প্রচুর জনপ্রিয়তা লক্ষ্য করেছি মানুষের মাঝে। ইতোমধ্যে তার শতশত শিশ্য হয়েগেছে তার। আমিও তার সামান্য ভক্ত। আমি তার গান শুনতে তেমন ইন্টারেস্টেট নই, শুনাও হয়না তেমন। তবে তার একটি গান আমার খুবই প্রিয়, আমি জীবনে বহুবার শুনেছি তার এই গানটি, এমনকি কোথাও অনুষ্ঠান হলেও তার এইগানটি কেউ না কেউ ঠিকই গাইবেন, আমি মনোযোগ সহকারে তার এই গানটি শুনে থাকি। এই গানটি জীবনে একবার গাননি এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল হবে, আমি বহুবার গানটি গেয়েছি একা বা বন্ধুদের আড্ডায়। আজও গেয়েছি হঠাৎ মনে হওয়ায় পুরোনো সেই হাইস্কুলে বসে।
আপনাদেরও শুনাতে চাই জনমানুষের মুখে মুখে রটে যাওয়া এই গানটি। আমি আমার মতো করেই গেয়েছি গানটি-

জীবন মানেই তো যন্ত্রণা
বাউল সালাম

জীবন মানেই তো যন্ত্রণা,
বেঁচে থাকতে বোধহয় শেষ হবেনা।।
পাঠাইলেন যে নিয়তি, তারকাছে এই মিনতি।।
এই জীবন আমি চাই না......

একটি জীবন করে অন্যটির আশা
এর'ই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা।।
মনের আশা মনে রইল, কেন জানিনা .....
জীবন মানে.........

জীবনে আসে কতো দ্বিধা আর দ্বন্দ্ব
জীবনে আসে কতো ভালো আর মন্দ।।
জীবনে আসে কতো দুঃখ বেদনা ....
জীবন মানে.........

জীবনটারে দিতে গিয়ে প্রেমের ফাগুন
বিনিময়ে পেয়েছি বুক ভরা আগুন।।
কয় সালামে তিলে তিলে আর মরিস না।
জীবন মানেই .......




মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জীবন মানে ভালবাসায়
ভরপুর একটা সুন্দর পরিবার,
যার জীবনে তা আসে নাই
তার মতো র্দূভাগা আর কেউ হতে পারে না ।
...............................................................................
কবিতায় +++

১১ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালোবাসা সম্পর্কে রেখে যাওয়া কথাগুলো খুবই বাস্তবিক, এর সম্পর্কে সবাই তেমনটা অনুভব করতে পারেনা।
পুড়া হৃদয় অনুভব করতে পারে কতটা কষ্টে চক্ষু সাগরে জল গড়ায়।

শুভকামনা জানবেন সবসময়

২| ১১ ই অক্টোবর, ২০১৮ রাত ৩:০১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভাল গেয়েছেন।

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:১২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
সালামের এই গানটি আমি প্রায়ই একা একা গাই।

শুভকামনা জানবেন,

৩| ১১ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫১

সূর্যালোক । বলেছেন: অনেক সুন্দর সুর :)

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন।
সারামের গানটি সত্যিই দারুণ লাগে আমার কাছে।

শুভকামনা জানবেন

৪| ১১ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১২ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলামা ভাই, উৎসাহাদানে কৃতজ্ঞতা
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮

খায়রুল আহসান বলেছেন: খালি গলায় গানটি বেশ ভাল গেয়েছেন।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা রইল শ্রদ্ধেয় প্রিয় কবির প্রশংসায়, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.