নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

কতদিন দেখিনা তোমায়

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৮



আজ নিশিতে বদ্ধ ঘরের আঁধার ঠেলে বেলকনিতে এসে দাঁড়াতেই চিরচেনা সেই অনুভূতি'রা ঘিরে ধরলো আমাকে, নির্বাক অনুভবে স্বাদ নিতে থাকলাম। ঠাঁই দাঁড়িয়ে থেকে দূর-আকাশে চোখদুটো স্থির, ঝলমলে চাঁদ, চাঁদের চারিদিকে ছোট ছোট তারা গুলো মিটমিট জ্বলছে-নিভছে, মাঝখানে তুমি! ঝলমলে সেই মুখ, মুক্ত ঝরা হাসির চিরচেনা শব্দ'রা যেন ঢেউ খেলে যাচ্ছে জ্যোৎস্না মাখা বাতাসের স্রোতে ভেসে ভেসে, আহ! কতদিন দেখিনা তোমায়!

তুমি কি সেই আগের মতই আছো ? আমার বিরহে এখনও কি ভাসে ওই পদ্ম নয়ন যুগল? নাকি অনুভূতি গুলো হারিয়ে'ই ফেলেছো চিরতরে!

আমি যে কিছুই হারাতে পারলামনা একমাত্র তুমি ছাড়া! নাহ! ভুল বললাম, সেই যৌবনারম্ভের উচ্ছল-চঞ্চলা হাস্য-উজ্জল দিনগুলোও যে এখন আর পাইনা, তোমাকে হারানোর পর থেকেই কোথায় যেন লুকিয়েছে সব! নয়ন সমুদ্রে লেগেই আছে জলোচ্ছ্বাস, কারণে অকারণে ভাসিয়ে দিতে চায় হৃদয়ের চারণভূমি। মানমন্দিরে খুঁজে পাই আজও তোমারই অস্তিত্ব। সুখ নামের শব্দটা বড্ড অস্বস্তিকর মনে হয়, জানো! এখন আর এই মুখে হাসি'রা পায়না স্থায়িত্ব!

গভীর রাতের নিরবতা ভেঙে দিতে চায় বেহায়া মনটার আত্বচিৎকার; বড্ড মনে পড়ছে তোমাকে! নিঝুম রাত্রির মতো নিথর একাকীত্বে তলিয়ে যেতে থাকি, কাল থেকে মহা-কালের দিকে ছুটে চলা নিঃসঙ্গ পথিক আমি গন্তব্যের পথহারা! জুটল না আজও অশান্ত মনটার ঠিকানা! বেরসিক মুহূর্তগুলো বড্ড পীড়াদায়ক হয়ে ওঠে সুখ-রচিত স্মৃতি মন্থনে। সুশীতল পশ্চিমা ঠান্ডা বাতাসে রাত্রির বুক শান্ত হলেও- অশান্ত'ই থেকে যায় বুকের ভেতরে জ্বলন-দহন, নিভে না শেষপ্রান্তে এসে'ও!

এরকম কতো নিশি ভোর হল, জীবন থেকে ঝরে গেল কতশত দিন! আমি নিশাচর পাখির মতই রয়ে গেলাম ঠিকানা বিহীন, বদলাইনি কিছুই; পুড়া চোখ দুটোই তুমি রয়ে গেলে ঠিক আগের মতই, আহত মনটা জুড়ে রয়েই গেলো তোমাকে হারানোর চাপা কষ্ট...। এই বুঝি পিরিতের হার! এভাবেই বুঝি দিয়ে যেতে হয় ভালোবাসার ঋণ!!

নির্ঘুম রজনীর অন্তিমকাল গুলো যদি উপলব্ধি করতে পারতে, যদি একবার বুঝতে মনের কোন কোঠায় তোমার বসবাস...! তবে পারতে না এতটা নিষ্ঠুর হতে, কোন অবস্থাতেই একাকী ছুড়ে ফেলতে না আমায়; আমাকে দূরের মানুষ নয়- একান্ত কাছের মানুষ হয়েই জীবনভর থেকে যেতে আশপাশ। সজীব হয়ে উঠত মরুভূমির মতো তৃষ্ণার্ত এই হৃদয়, পূর্ণ হয়ে যেতো জীবনের অলিগলি মাঠঘাট, ভালোবাসায় ভরে থাকতো আমার পৃথিবী। আগ্নেয়গিরির আগুনে আর পুড়তে হতোনা দীর্ঘশ্বাস গুলোকে, মুহূর্ত গুলো থেকে যেতো মোহময়, নিজেকে পারতাম ভাবতে মহা-সুখী।

___কতদিন দেখিনা তোমায়, ২৬ নভেম্বর ২০১৮'ইং, ঢাকা।

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬

শায়মা বলেছেন: দেখা হোক তার সাথে...

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ, প্রিয় আপুর দেখা পেয়ে অনেক আনন্দিত হলাম,
মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন আপু,

শুভকামনা আপনার জন্য সবসময়

২| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

মোস্তফা সোহেল বলেছেন: নয়ন ভাই অনেক দিন পরে এলেন ব্লগে!কেমন আছেন?
লেখাটি খুব ভাল লেগেছে।
কবিতা মত মনে হল।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় ভাইয়ের মন্তব্য পেয়ে।

হ্যা ভাই অনেকদিন ব্লগে আসা হয়নি আমার, আসলে ভাই আট দশ ঘন্টা কম্পিউটার আর টেলিফোন নিয়ে বসে থাকার পর আর মোবাইল চালাতে মন চায়না, তাছাড়া মানসিকভাবে অনেকটা বিষন্নতা ভোগ করছি অনেকদিন যাবত।
এমনিতে ভালই আছি ভাই। দোয়া রাখবেন।

কবিতার মতই লেখতে চেয়েছি ভাই, লাইনে সাজাইলে অনেক বড় হয়ে যায়, তাছাড়া সময়ের অভাবে সেদিন এভাবেই পোস্ট করেছি ফেসবুকে, আজ ব্লগে ঢুকে ভাবলাম একটা পোস্ট করা দরকার আপনাদের সাথে কথা বলতে হলে, কিন্তু সকালে কিছুতেই পোস্ট হচ্ছিল না, এখন চেষ্টা করতেই হয়ে গেল।

ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি, অনুপ্রাণিত হবো ভাই।
শুভকামনা জানবেন সবসময়, ভালোবাসা নিরন্তর

৩| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬

চাঁদগাজী বলেছেন:



আপনাকেও আমরা অনেকদিন থেকে দেখছি না

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা শ্রদ্ধেয়, অনেকদিন ব্লগে আসা হয়নি আমার,
এখনকার পোষ্টিং এমন জায়গায় যেখানে প্রতিদিন আট দশ ঘন্টা কম্পিউটার আর টেলিফোন ওপেন করে বসে থাকতে হয়, মাঝে যথেষ্ট ফ্রি থাকলেও মোবাইল নেট চালানোর মতো মানসিকতা থাকছে না, তাছাড়া পোষ্টিং নিয়ে একটু বিষণ্ণতা কাজ করছে মনে, কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিনা।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়

৪| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৫

রাকু হাসান বলেছেন:

এত বিরহ ! :( কিভাবে সম্ভব !

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম ভাই আপনার মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন। মন্তব্য রেখে উৎসাহিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন,



সহব্লগার চাঁদগাজীর এপিক মন্তব্যের সাথে একমত।

কতোদিন, কতোদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি................

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় ভাইয়ের মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম, দারুণ বলেছেন লাইন দুটোতে, কৃতজ্ঞতা প্রকাশ করছি।

হ্যা শ্রদ্ধেয় প্রিয়, অনেকদিন ব্লগে আসা হয়নি আমার,
এখনকার পোষ্টিং এমন জায়গায় যেখানে প্রতিদিন আট দশ ঘন্টা কম্পিউটার আর টেলিফোন ওপেন করে বসে থাকতে হয়, মাঝে যথেষ্ট ফ্রি থাকলেও মোবাইল নেট চালানোর মতো মানসিকতা থাকছে না, তাছাড়া পোষ্টিং নিয়ে একটু বিষণ্ণতা কাজ করছে মনে, কিছুতেই নিজেকে মানিয়ে নিতে পারছিনা।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়

৬| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: দেখা হোক কথা হোক সুখের পরশে ভরে যাক বুক।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ কামনায় ভরে গেল মন অন্তর, কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয় প্রিয় কবি'র মন্তব্য পেয়ে।
দোয়া রাখবেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

৭| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:০৫

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবিবর এর প্রশংসা আমার কাছে আশীর্বাদ স্বরূপ, অনেক প্রেরণার।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়

৮| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:১০

জাহিদ অনিক বলেছেন: মনের মণিকোঠায় যার বসবাস, যার বিরহে তপ্ত আগ্নেয় লাভা বয়ে যায় মনের সমতলে--
তার সাথে দেখা হোক কবিতায় কিংবা গল্পে।
দেখা হোক - দেখা হোক।


শুভ কামনা কবি

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অসাধারণ, অসাধারণ কাব্যিক মন্তব্য, সত্যি খুব আনন্দিত হলাম প্রিয় কবি।
মন্তব্যে অনুপ্রাণিত করে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন কবি।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

৯| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: নাইবা হল সে মিলন । কিন্তু মনের মনিকোঠায় যে মধুময় স্মৃতি গুলো রয়ে গেছে তাদের সজীব উপস্থিতির সুখই কম কিসে। সুন্দর অনুভূতিতে মুগ্ধতা।
অনেক দিন পর প্রিয় বিরহের কবিকে বিরহের ' কথার ডালিতে ' দেখে খুশি হলাম।

শুভকামনা জানবেন।

৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন শ্রদ্ধেয় সুপ্রিয়, মন্তব্য পেয়ে আনন্দিত হলাম, প্রশংসা পেয়ে ধন্য আমার সামান্য লেখাটি। প্রেরণা হয়ে থাকবেন ভাই। আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়

১০| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৩

কাওসার চৌধুরী বলেছেন:



কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়

কত দিন তুমি নাই কাছে,
তবু হৃদয়ের তৃষা জেগে আছে
প্রিয় যবে দূরে চলে যায়
সে যে আরও প্রিয় হয় জানি
কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি

হয়ত তোমার দেশে আজ
এসেছে মাধবী রাতি
তুমি জোছনায় জাগিছো নিশি
সাথে লয়ে নতুন সাথী

হেথা মোর দীপ নেভা রাতে
নিদ নাহি দুটি আঁখি পাতে
প্রেম সে যে মরিচীকা হায়
এ জীবনে এই শুধু মানি

কতদিন দেখিনি তোমায়
তবু মনে পড়ে তব মুখখানি
স্মৃতির মুকুরে মম আজ
তবু ছায়া পড়ে রানী
কতদিন দেখিনি তোমায়।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার সামান্য লেখায় সুপ্রিয় কবিবর-এঁর গানটি রেখে গিয়ে ধন্য করলেন শ্রদ্ধেয় প্রিয়, অনেক অনেক আনন্দিত হলাম, এ আমার জন্য অনেক প্রেরণার উৎস। উৎসাহদানে কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয়।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময়

১১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০৩

রাজীব নুর বলেছেন: দেখা না হওয়াই ভালো।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্দ বলেননি ভাই,

দেখলেই বাড়ে জ্বালা বুকের ভেতর, যতই পুড়ুক বিরহের আগুনে এই মন, ভুলাতো যায়না তবু জুড়ে আছে অন্তর।

মন্তব্যে কৃতজ্ঞতা রইল ভাই।
দোয়া রাখবেন সুপ্রিয়।

শুভকামনা আপনার জন্য সবসময়

১২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর মনর কথামালা।

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইলো।
দোয়া রাখবেন ভাই

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.