নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আজ স্বাধীনতার এত বছর পরেও মিটলো না সাধ,
দুর্বলে সবলের অত্যাচর-শোষণে ধৈর্যের ভাঙে বাঁধ।
কত স্বপ্ন কত সাধের কাঙ্ক্ষিত কত যুগের এই স্বাধীনতা,
নেতা-নেত্রীর ইচ্ছায় মানুষের কল্যাণে রয়ে গেছে হীনতা।
হে বাঙালি! রয়েছো কাঙ্গাল তব স্বাধীনতার চিরকাল,
জীর্ণশীর্ণ রয়ে যায় গণতন্ত্র মানবিকতা হেথায় কঙ্কাল।
আজও ঘুমায় অগণিত ভাসমান পথের ধারে শুয়ে,
কনকনে শীত ঘন কুয়াশায় সেথা পানি পড়ে চুইয়ে।
আধপেটা খাওয়া পথশিশু আজও ফুটপাতে খুঁজে ঠাঁই,
আভিজাত্যের মোহে দেখে না ধনী পড়ে না চোখে হায়!
পথের কুকুর ধূলোবালি আর মানব সন্তান একসাথে,
কাটায় নিশি দিন ধনবানের ধারে কষ্টের মালা গাঁথে।
জাত-বেজাতের বড়াই কেঁড়ে নিল কতো প্রাণ নির্বিচারে,
কতো সন্ধ্যা'রা সম্ভ্রম হারায় কতো নির্যাতন বারে বারে!
গরীব জগদীশ'রা কন্যা শোকে ঊর্ধ্বে'ই ছাড়ে দীর্ঘশ্বাস,
ক্ষমতার দাপটে আক্কেল আলী'রা কিনে গরীবের শ্বাসপ্রশ্বাস!
হায়রে মানবতা! বন্দী'ই থেকে গেলে তুমি দাসত্বে ক্ষমতার,
এই'কি চাওয়া ত্রিশ লক্ষ প্রাণের বিনিময় পাওয়া বাংলার!
হে স্বাধীনতা!পেরিয়ে গেল কত যুগ তুমি আজও কাঙ্ক্ষিত,
আহত বৈষম্যের কষাঘাতে- অমানবিক সমাজ ক্ষতবিক্ষত।
(ছবি ফেসবুক থেকে নেয়া)
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কাঙ্ক্ষিত প্রশ্ন রেখে গেছেন ভাই!!
স্বাধীনতার স্বাদ নিতে আমাদের সমাজকে বৈষম্য মুক্ত করতে হবে বলে মনে করি আমি।
শুভকামনা জানবেন ভাই সবসময়
২| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩০
অর্ক বলেছেন: লেখাটি ভালো লাগলো। "মানবিকতা হেথায় কঙ্কাল" খুবই মর্মস্পর্শী উপলব্ধি। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া স্বাধীনতার অর্জনও কিন্তু কম নয়। আমাদের এই নিজেদের মতো বার্তা আলাপও এই মহান স্বাধীনতারই অর্জন। আপনার আমার ক্ষোভ হতাশা পারিপার্শ্বিকতা বিবেচনায় খুবই স্বাভাবিক, তারপরও ঢালাও সবই যে ব্যর্থ তা নয়। সেটা খুব সম্ভবত আপনি বলতেও চাননি।
লেখাটি সত্যি ভালো লাগলো। যথার্থ উপলব্ধি। সবার ঘরে ঘরে স্বাধীনতার স্বাদ পৌঁছে যাক। শুভকামনা রইলো।
০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই, আমরা সবদিক থেকে ব্যর্থ নই, তবে কিছু ক্ষেত্রে আমরা পুরোপুরিই ব্যর্থ। সমাজ থেকে বৈষম্য দূর করা সম্ভব হয়নি এখনও, এখনও গরীবদের বেলায় আইন কঠোর অবস্থানে থাকলেও ধনীদের বেলায় অনেকটা উদার। দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগুবে, ভাসমান মানুষের সংখ্যা যদিও কমছে দিনদিন তবে এখনও অনেক ভাসমান পথের ধারেই ঘুমায়, পথশিশুরা এখনও বঞ্চিত রাষ্ট্রীয় অনেক সুবিধা থেকে।
আপনার মন্তব্য আমাকে অনেকটা সাহস দিয়ে গেল ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
অনেক অনেক উৎসাহ পেলাম কবিবর।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
কাওসার চৌধুরী বলেছেন:
আমরা স্বাধীনতার খোলসে পরাধীন এক জাতি।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর মন্তব্য যদিও দুঃখজনক, সোনার বাংলা যেদিন খাঁটি সোনার বাংলায় রূপান্তরিত হবে সেদিনই স্বাধীনতার স্বাদ নিতে পারবো আমরা।
শুভকামনা জানবেন সবসময়
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
ভুল সময়ে, বাংগালীরা অপ্রস্তুত অবস্হায় কঠিন অবস্হানে যাওয়ায়, স্বাধীনতা আনটে বেশী প্রাণ হরাতে হয়েছে; স্বাধীনতার ক্সজন্য লড়েছেন গরীব চাষীদের ছেলেরা
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রস্তুত হলেই বা বাঙালি জাতির জন্য কি করার মতো ছিল!! তারচেয়ে বরং ভালোই হয়েছে যা হয়েছে। কিন্তু আমরা সোনার বাংলা আজও গড়তে পারিনি সেটাই ব্যর্থতা, আর এই ব্যর্থতার জন্য দায়ী স্বাধীনতার পর জাতিরপিতার মৃত্যু ও স্বাধীনতা বিরোধী অপশক্তির ক্ষমতায়ন। স্বাধীনতার ৪৭ বছর গেলেও দেশ ও দেশের জনগণ যা পেয়েছে তা বিগত দশ বছরেই পেয়েছে, এভাবে চলতে থাকলে সোনার বাংলা সোনায় পরিণত হতে বেশি সময় অপেক্ষা করতে হবেনা ইনশাআল্লাহ।
শুভকামনা জানবেন সবসময়
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯
রাজীব নুর বলেছেন: কবিতায় অনেক সত্য উঠে এসেছে।
০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই, মন্তব্যে কৃতজ্ঞতা জানবেন, প্রেরণা হয়ে থাকবেন ভাই আগামীর পথে।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য, ভালোবাসা সবসময়
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩
নীলপরি বলেছেন: খুবই ভালো লিখেছেন । শেষ লাইনটা অসাধারণ ।
তবে , যারা নিজেদের সবল মনে করে ,তারা প্রকৃতপক্ষে দুর্বল ।
অনেক শুভকামনা রইল
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় কবি আপুর প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন আপু,
উৎসাহদানে কৃতজ্ঞতা রইলো।
দোয়া রাখবেন।
সুন্দর কথা বলেছেন আপু, একমত রইলাম
শুভকামনা আপনার জন্যও সবসময়।
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবিবর এর প্রশংসা আমাকে আনন্দিত করেছে, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয় কবি।
শুভকামনা জানবেন সবসময়
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫০
নজসু বলেছেন:
তবে, স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা কবে পাবো?