নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

অনুকাব্য -তিনটি

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪২



নিত্য করে মাতাল

রোজ তোমাকে দেখি, কথাও বলি তোমার সাথে,
তবুও তোমায় দেখার জন্য মনটা কেমন ব্যাকুল!
ক্ষণেক্ষণে দারুণ বিরহে পুড়ি, ছুটে আসি কাছে,
একনজর দেখেই তৃপ্ত হয় মন-ভালোবাসে প্রচুর।

তুমিতো কথার ছলে ফেলে যাওয়া প্রেম বোঝনা,
কখনওই বুঝিনি হয়েছো কোনভাবে অনুভাবিত!
তবুও পাগল আমার মন বাঁধই'যে মানতে চায়'না,
কাছাকাছি আসতেই হয় সুযোগ সন্ধানী-ভাবিত।

সহজসরল চাহনি তোমার সুমিষ্ট ওই কথার টানে,
কমলার কোষ ঠোট জোড়া ও লাল টকটকে গাল;
রস-টইটুম্বুর যৌবন ভরা ওই অঙ্গের ভাঁজে ভাঁজে,
কতইনা রূপ আকর্ষণ আমায় নিত্য করে মাতাল।

___
অপেক্ষা বুকে

বন্ধু তুমি হইতে যদি আমার গলার মালা,
আদর-সোহাগে কইতাম মনে কত জ্বালা।
কোথায় আছো বন্ধু তুমি কেমন গানের সুর
মনের ঘরে আগুন ধরা-ই রইলা অনেক দূর!
দিনরজনী তোমার কথা বাজে আমার কানে,
সাধে-র যৌবন তুমি বিনে আর না বাঁধ মানে।
মনের গাঙ্গে বইছে ঝড় উথাল পাতাল ঢেউ,
তুমি বিনে হাল ধরিতে পারবে না আর কেউ।

কতইনা পাষাণ তুমি- পাথর তোমার হিয়া,
প্রেমাগুনে পুড়ছে এ'মন নিবাইব কি দিয়া।
হয় না কিরে একটু মায়া আমার কষ্ট বুঝে,
রাত নিশিতে অবুঝ মনটা তোমার সঙ্গ খুঁজে।
যার অন্তরে প্রেমর আগুন জ্বলছে নিশি-দিন,
বিষণ্ণতায় আঁধার কালো যা ছিলো রঙিন।
বন্ধু তুমি চোখের জ্যোতি আমার মনের বল,
লক্ষ বছর অপেক্ষা বুকে এর মাঝে নাই ছল।

___
পড়বে মাটি চাপা

আমি জানি, আমি জানি তুমি কাঁদবে'ই সেদিন,
যেদিন আমার মরণ সংবাদ পৌঁছবে ত'ব কানে।
সন্ধ্যা কিংবা ভরদুপুরে লোকমুখে বা মুঠোফোনে,
বলতে কথা বাঁধবে গলায় ঝরবে অশ্রু দুই নয়নে;
বুঝবে সেদিন খুঁজবে আমায় থাকবোনা ধরাতে।

প্রাণ'টি গেলেই নিথর এ'দেহ তুলবে সবাই খাটে,
কাঁদবে স্বজন আত্মীয় সবাই দেহের পাশে বসে।
সেদিন তুমি এসো না আর দেখতে আমার লাশ,
ভালবাসার চাষ'ই করলাম পেলামনা তার লাভ।
পারবোনা গো সইতে তবুও তোমার চোখের পানি,
সেইতো ভালো দেখব'না আর থেকেই যেও বাড়ি।
অনেক ব্যথা এ'বুকের ভেতর হয়েছিল গো জমা,
কষ্ট ব্যথা আর ভালোবাসা সব পড়বে মাটি চাপা।


মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৯

বলেছেন: অনবদ্য কাব্যিক উপস্থাপন

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই মন্তব্য পেয়ে, অনেক প্রেরণার এমন প্রশংসা,
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৭

রাজীব নুর বলেছেন: পড়বে মাটি চাপা খুব বেশি ভালো লেগেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: পড়েছেন জেনে অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
দোয়া রাখবেন ভাই

শুভকামনা রইল ভাই

৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

আলমগীর কাইজার বলেছেন: অপেক্ষা বুকে কবিতাটি বেশ ছন্দময়।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম কবিতাগুলো পড়েছেন জেনে, ভালো লাগলো মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০২

হাবিব বলেছেন: খুব সুন্দর......... ভালো লাগলো

০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত ও উৎসাহিত করলেন স্যার, প্রেরণা হয়ে থাকবেন সবসময়।
প্রশংসা টুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখি।

শুভকামনা জানবেন সবসময়

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০৬

নজসু বলেছেন:



একরাশ ভালো লাগা কবি।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম ভাই, দুঃখিত সময়মতো আপনার প্রতিউত্তর দিতে পারিনি।

দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৬| ১০ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৩

নজসু বলেছেন:



প্রিয় কবি, ব্যস্ত সময় পার করছেন নাকি?
দেখছি না যে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই আমি অনেকটা ব্যস্ত সময় পার করছি, তারমধ্যে যোগ হয়েছে মানসিক দুরাবস্থা। তাই আসা হয়না ব্লগে।
আপনার ভালোবাসা ভুলে থাকতে পারিনা, তাই মাঝেমধ্যে ফিরে আসি।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

নীলপরি বলেছেন: কবিতা ভালো লেগেছে খুবই । +++++++

আপনি কেমন আছেন ? ইনস্টাতেও দেখছি নাহ আপনাকে !

শুভকামনা

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বেশি একটা ভালো সময় পার করছিনা আপু, মনটাই ভালো যাচ্ছে না, তাই শুধু ইনস্ট্রাতে না ফেসবুকেও তেমন সময় কাটাতে পারিনা। দোয়া রাখবেন আপু।

কবিতার প্রশংসা আমাকে আনন্দিত করেছে, অনুপ্রাণিত হবো।

শুভকামনা জানবেন সবসময়।

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৭

নজসু বলেছেন:



কই গেলেন? :(

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমার একটা ঝামেলা যাচ্ছে ভাই, আসলে ঝামেলার চেয়ে মানসিক দুরাবস্থাই মূখ্য হয়ে ওঠেছে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা ও ভালোবাসা জানবেন সবসময়

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

নজসু বলেছেন:
দেশের তরে যুদ্ধ করে দিল যারা প্রাণ
শ্রদ্ধাভরে স্মরণ করে গাই তাদেরই গান।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শহীদ বুদ্ধিজীবী দিবসে সকল সূর্য সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি।

একরাশ ভালোবাসা জানবেন ভাই,
শুভকামনা সবসময় আপনার জন্য

১০| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩০

নীলপরি বলেছেন: চিন্তা করবেন নাহ । সব ঠিক হয়ে যাবে ।

শুভকামনা

১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু দোয়া রাখবেন। চিন্তা করিনা আপু, তবে মাঝেমধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ছি, যা খুবই বেদনাদায়ক।

আপনার আন্তরিক ভালোবাসা আমাকে অনেক নির্ভরশীল করে তুলে নিজের প্রতি, কৃতজ্ঞতায় ভরে ওঠে মন।

শুভকামনা আপনার জন্যও সবসময় আপু, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.