নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার সুখ পাখি

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২



বুকের ভিতর জ্বলছে আগুন, বুকের ভিতর গো...
বুকের ভিতর জ্বলছে আগুন দেখিবার কেউ নাই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।

মন পুড়াইলাম ভালোবেসে, ঘর পুড়াইলাম দোষে...।।
যারে আমি ভাবলাম আপন সেই'তো গেলো দূরে!!
মনের ব্যথা নিয়া মনে, মনের ব্যথা গো....
মনের ব্যথা নিয়া মনে ঘুরিয়া বেড়াই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।

নিজের চেয়েও যারে বেশি, বেসে ছিলাম ভালো...।।
জানিনা কোন অপরাধে সে হারিয়ে গেল!!
সেদিন থেকেই তুষের আগুন, সেদিন থেকে গো...
সেদিন থেকেই তুষের আগুন লাগছে কলিজাই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।

কতদিনের কতো স্মৃতি ভাসে আমার চোখে...।।
একবারও কি ওই পাষাণীর পড়ে'না গো মনে!!
নয়ন বলে শূন্য জীবন, নয়ন বলে গো....
নয়ন বলে শূন্য জীবন কি করে কাটাই
আমার- ভালোবাসার সুখ পাখি কোথায় গেলে পাই।।


গান - ভালোবাসার সুখ পাখি
কথা - নাঈম জাহাঙ্গীর নয়ন
সুর - অনুসরণ

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয় কবি, প্রেরণা হয়ে থাকবে প্রশংসাটুকু।
দোয়া রাখবেন কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ভাই, প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

পবিত্র হোসাইন বলেছেন: দারুন

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক উৎসাহিত করলেন ভাই, প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
দোয়া রাখবেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮

তারেক ফাহিম বলেছেন: এবার কোন লিংক নাই B-)

শুভকামনা আপনার জন্য।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এখনও ভাই গাইতে পারিনি গানটি, গানটির সুর নকল করা, অনেকেই বুঝে থাকবেন গানটি।
গাওয়ার সুযোগ হলে গেয়ে লিঙ্ক দিয়ে যাবো অবশ্যই।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা ও ভালোবাসা জানবেন সবসময়

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

কাল্পনিক_জীবন বলেছেন: আহা গানের কি সুর
শুনতে লাগে যে মধুর।
যাক সরিয়ে এই গান
দূর থেকে আরো বহুদূর।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কাব্যিক প্রশংসা রেখে গেছেন ভাই, অনেক অনেক আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবে প্রশংসাটুকু।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

সাজিদ শুভ বলেছেন: ভালো হয়েছে

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবে প্রশংসাটুকু।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

হাবিব বলেছেন: ভাল কবিতা লিখেছেন.........

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত ও উৎসাহিত হলাম স্যার, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন স্যার।

শুভকামনা আপনার জন্য সবসময়

৮| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২১

নজসু বলেছেন:




গানটা কি কেউ গেয়েছেন?
সুর দিয়ে গাইলে দারুণ হবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানের সুরটি ভাই আরেক গানের সুরেই, লিখেছি সেই গানের সুরের সাথে মিলিয়েই। 'কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার' গানটির সুরে খুব সুন্দর গাওয়া যাবে।

প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই, প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়

৯| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

ঠ্যঠা মফিজ বলেছেন: ভাই নাঈম আপনি অনেক সুন্দর সুন্দর গান।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন ভাই, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে আশা।

শুভকামনা আপনার জন্য সবসময়

১০| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! এমন পাষাণী যে এখনো ধরা দিল না ....
গানটি বেশ লাগলো প্রিয় নয়ন ভাই ।

শুভকামনা জানবেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় চৌধুরী ভাই, আপনার থেকে সবসময় অনুপ্রাণিত হই আমি, সেজন্য কৃতজ্ঞতা আপনার জন্য সবসময় রাখি। ভালো লাগাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা করি।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

১১| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নয়ন ভাই সময় করে গেয়ে ফেলুন।


তারপর কেমন আছেন ? সময়ের কি ক্লান্তিকাল যাচ্ছে নাকি ভুলে গেলেন পাগলাদের?

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: না ভাই ভুলিনি আপনাদের, ভুলা সম্ভব না কখনও। তাইতো মাঝেমধ্যে কিছু একটা লিখে আপনাদের মাঝে ঘুরে যাই।

হ ভাই আমার সময় অনেকটা গম্ভীর যাচ্ছে, সঙ্গে মানসিক দুরাবস্থা, সব মিলিয়ে তেমন একটা ভালো সময় যাচ্ছে না আমার। শারীরিক ভাবে আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু মানসিকভাবে অনেকটা বিষন্নতা ভোগ করছি অনেকদিন যাবত।

রাতে নাইট শিফ্ট ডিউটি করে ভোরে বাড়িতে রওনা দিয়েছিলাম, আগামীকাল সকাল ৮'টায় আবার লগইন হতে হবে, তাই রাতেই রওনা দিবো ঢাকার উদ্দেশে। দোয়া রাখবেন ভাই।

আপনার প্রশংসা আমাকে আনন্দিত করে সবসময়। গানটি গাওয়ার ইচ্ছে আছে আমার, সুযোগের অপেক্ষায় আছি।

শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়

১২| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৭

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম ভাই আপনার প্রশংসা পেয়ে, অনুপ্রাণিত হবো সামনের দিনে। উৎসাহিত করায় কৃতজ্ঞতা রাখছি ভাই। দোয়া রাখবেন ভাই।

শুভেচ্ছা ও শুভকামনা জানবেন সবসময়

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩১

চাঙ্কু বলেছেন: আফসুসিত কিন্তু সুন্দর হইছে!

১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বিচ্ছেদ গানগুলো বেশিরভাগই আফসোসের হয়, আমিও চেষ্টা করেছি ভাই। প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম, অনুপ্রাণিত হবো ভাই। দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬

নীলপরি বলেছেন: নীচের অংশে তখনও আসিনি । পড়তে পড়তে মনে হচ্ছিল এরমধ্যে সুর বাজছে । খুব সুন্দর লাগলো কথাগুলো । মন ছোঁয়া ।

+++++++++++++

শুভকামনা

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গানটির সুর যে আপনাদের অনেকরই খুব চেনাজানা আপু, জীবন সরকারের গাওয়া 'কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার' গানটি অামার মতো অনেকেই খুব প্রিয় একটি গান। সেই গানের সুরেই লিখেছি আপু।

আপনার আন্তরিক প্রেরণাদায়ক মন্তব্য গুলো সবসময় আমাকে অনেক অনুপ্রেরণা দিয়ে যায়, সেজন্য অনেক কৃতজ্ঞতা রাখি আমি আপনার প্রতি। অনেক আনন্দিত হলাম আপু আপনার এমন প্রশংসা পেয়ে। দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়, সুন্দর ও সুখময় হোক আপনার মুহূর্ত গুলো।

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯

শিখা রহমান বলেছেন: পড়ার সময়ে মনে হচ্ছিলো কবিতাটা গান হলে ভালো হতো। পড়া শেষে দেখি আসলেই গান।

গাওয়া হলে লিঙ্ক দেবেন কিন্তু। মনে হচ্ছে গানটা খুব সুন্দর হবে।

বিজয় দিবসের শুভেচ্ছা কবি। শুভকামনা নিরন্তর!!

১৬ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: জীবন সরকারে খুব সুন্দর একটা বিচ্ছেদ গানের সুরে লিখেছি কথাগুলো, বিচ্ছেদ গানটি আমার খুব প্রিয়, তাই ভাবলাম আমার কথাগুলো দিয়ে সুরটা ধরে রাখি। অবশ্যই গানটি গাইতে পারলে ইউটিউব ভিডিও যুক্ত করে যাবো এখানে। গানের কথাগুলো ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম আপু, অনুপ্রাণিত হবো সামনের দিনে। সুন্দর মন্তব্যে উৎসাহিত করে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন। দোয়া রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়, সুন্দর সুখময় হোক আপনার জীবন পথ।

মহান বিজয় দিবসের শুভেচ্ছা আপনার জন্যও রইলো আপু।
বিজয়ের এইদিনে বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি জানাই বাংলার সূর্য সন্তান বীর শহীদদের প্রতি।


হে বাংলার বীর শহীদ যাঁরা-
তোমরাই দিয়েছো মোদের সার্বভৌমত্ব,
দিয়েছো শোষিত জাতিকে এনে স্বাধীনতার গৌরব;
পৃথিবীর শেষদিন পর্যন্ত রয়ে যাবে তোমরা-
প্রতিটি বাঙালি হৃদয়ের মনিকোঠায় হয়ে অমর রত্ন,
বিশ্বময় তোমাদের মহান আত্মত্যাগ ছড়াবে সৌরভ।

মুছে যাক বাংলার মাটি থেকে সকল রাজাকার দেশবিরোধী চক্র, মুছে যাক সকল অন্যায় অবিচার দুর্নীতিবাজ, সুন্দর ন্যায়নীতি সমৃদ্ধ দেশপ্রেমী হয়ে গড়ে উঠুক সোনার বাংলার আগামী প্রজন্ম।

১৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় ভাই, অনুপ্রাণিত করবে আপনার এই উৎসাহী প্রেরণাদায়ক মন্তব্য।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন, ভালোবাসা আপনার জন্য সবসময়

১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

ইসিয়াক বলেছেন: সুন্দর

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রশংসা পেয়ে আনন্দিত হয়েছি ভাই, প্রেরণা হয়ে থাকবেন। মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা রইল আমার।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য,
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০২

নজসু বলেছেন:

০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই শুভেচ্ছা পেয়ে, কৃতজ্ঞ রইলাম ভাই।

শুভকামনা আপনার জন্য,
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানবেন আনিও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.