নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

হৃদয় পোড়া গন্ধ (আবৃতিসহ)

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০



বহুদিন, অনেক বছর, যুগের পর কত যুগ;
রয়েই গেলাম কাল থেকে কাল তৃষ্ণার্ত পথিক!
তেপান্তরের পথেঘাটে-প্রান্তর জুড়ে-
কতো মানব মানবীর সাথে হলো সাক্ষাৎ,
চৈত্রের ভর-দুপুরের শান্ত দিঘীর মতই-
স্থির হতে চেয়েছিলাম কোথাও, পারিনি;
লাম্প পোষ্টের ন্যায় স্থবিরতা মিলেই'নি কোথাও!

বৈশাখী হাওয়ায় উড়িয়েছি কতো স্বপ্ন...
কখনোই ডাকলো না কেউ- নিলো না খবর!
মনের ভুলেও কভু কেউ বলেনি-
'এসো হে পথিক-
তুমি এসো মোর ঘুমো ঘরে'...।
অবহেলা অনাদরে স্বপ্নগুলো সব-
শ্রাবণের মেঘ হয়ে ফিরেছে বেলা অবেলায়,
ফিরেছে আবারও আমার পোড়া দুই চোখে;
হয়নি কভু কোথাও এতটুকুন ঠাঁই...।
কোথাও পাইনি গো আমি একটু সহানুভূতি,
জুটলো না ভাগ্যে কখনোই কোন হৃদয়ের ঘর।

দেখেছি শরতের স্তব্ধ দুপুর,
শেওলাহীন নির্জন পুকুরের স্বচ্ছ জল;
কেঁপে কেঁপে ওঠে ডাহুকীর বুকফাটা চিৎকারে।
ভালোবাসার আগুনে পুড়তে পুড়তে-
পেরিয়ে গেল কত যুগ,
অতৃপ্ত আত্মার চিৎকারে-
হয়েছে কতো রাত আমার সন্ধ্যা থেকে ভোর;
মনের মনিকোঠায় ছিলো কতইনা যতনে-
কাঙ্ক্ষিত চাওয়া গুলো সব সাজানো...!
যুগের পথ ধরে, প্রতিটি সন্ধ্যায়-
ধূপের ধোঁয়ার মতই ঘুরেছি ঘর থেকে ঘরে;
কেউ রাখেনি আমার বিশ্বাস- ইচ্ছে-সাধ স্বপ্ন,
নেয়নি কভু কেউ- পুড়ে নিঃশেষ ছাইয়ের খবর!

এভাবেই পেরিয়ে গেল কতো বসন্ত,
ফিরে এলো কত বৈশাখ-কত সৌরভ ফাল্গুনে!
পৌঁছেনি আজও তোমার কাছে 'হৃদয় পোড়া গন্ধ'...!!




হৃদয় পোড়া গন্ধ _নাঈম জাহাঙ্গীর নয়ন
১১-০১-২০১৯'ইং, ঢাকা।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বরাবরের মতই সুন্দর , :)

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই আপনার মন্তব্য পেয়ে, অনুপ্রাণিত হবো ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮

নজসু বলেছেন:




প্রিয় নাঈম ভাই,
প্রিয়ার হৃদয়টাও যদি পুড়তো
হয়তো এই পোড়া গন্ধ তার কাছে পৌঁছাতো।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলেই ঠিক বলেছেন সুপ্রিয়, প্রিয়াদের মন পুড়েইনা কভু!!

অনেক অনেক আনন্দিত হয়েছি ভাই আপনার মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শব্দটা হৃদয় পোড়া হবে।

কবিতা দারুণ অর্থবহ।
++++++

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে অনেক অনেক কৃতজ্ঞতা রাখছি সুপ্রিয় মাইদুল ভাই, প্রশংসাটুকু আমাকে অনেক অনুপ্রেরণা দিবে সামনের দিনে। দোয়া রাখবেন ভাই।

ছবিটা আবারো এডিট করে এনে ঠিক করে নিবো ভাই, আন্তরিকতা মুগ্ধ করেছে আমাকে।

শুভকামনা জানবেন ভাই সবসময়

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৯

হাবিব বলেছেন: সুন্দর+++

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবি স্যারের মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হয়েছি, আমার জন্য অনেক প্রেরণার আপনার প্রশংসা, অনুপ্রাণিত হবো স্যার। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখি।

শুভকামনা জানবেন স্যার সবসময়

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫

আরাফআহনাফ বলেছেন: কবিতা সুন্দর লাগলো কিন্তু টাইপোগুলো ঠিক করে নিবেন .... এমন কবিতায় বড্ড বেমানান টাইপোগুলো।
৩ এ মাইদুল ভাই যা বললেন - শব্দটা হৃদয় পোড়া হবে এছাড়া
ক. আমার পোড়া দুই চোখে...... ...
খ. শেওলাহীন নির্জন..........
গ. হৃদয় পোড়া গন্ধ

ভালো থাকুন অজস্র।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কৃতজ্ঞ ভাই আপনার এমন আন্তরিক মন্তব্য পেয়ে, অনেক আনন্দিত হয়েছি ভাই, মুগ্ধতা দিয়ে গেলেন।

দোয়া রাখবেন ভাই।

ঠিক করে নিবো ভাই কিছুক্ষণের মধ্যেই।

শুভকামনা জানবেন ভাই সবসময়

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয় ভাই, প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখলাম।

শুভকামনা জানবেন ভাই সবসময়।

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৪

মানুষ বলেছেন: নিঃস্বঙ্গ শয্যার মম একমাত্র সাথি
হে মোর বালিশ! সেই যুবাদল বিশাদে কাটায় যারা রাতি
বধুহীন নিদ্রাহীন অশান্তির ঘরে;
তোমারে সৃজিল প্রভূ তাহাদের তরে;
যাতে তারা সহজেই সব কষ্ট যেতে পারে ভূলি'
এবং করিতে পারে তব সাথে হর্ষে কোলাকূলি!!!!

কিসের বা কষ্ট তাহে, কিসের বিষাদ
যদিও এ ওষ্ঠ মম না পারিল নিতে কোন সূন্দরীর অধরের স্বাদ
নাহি তাতে খেদ মোর, তাহা লাগি এতটুকু দুঃখ না করি;
আমার তো আছো তুমি সুকোমল, স্ব্যাস্থবতি, বালিশসুন্দরী!

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা ..... অসম্ভব সুন্দর ও খাঁটি কথা বলে গেছেন ভাই, মুগ্ধতা জানবেন মন্তব্যে রেখে যাওয়া কাব্য কথায়।




আহ! কি নিদারুণ কাব্য কথায় গেয়েছেন প্রিয় বালিশের গুণগান!
বড়ই মুগ্ধ আপনার কাব্য কথায়- হেঁসে কুটি কুটি কথার শৈলীতে
সত্যিই বলেছেন প্রিয় সঙ্গী তো কেবল বালিশ আর ওই আসমান।

শুভকামনা রইলো ভাই আপনার জন্য, ভালোবাসা সবসময়।

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪০

আরাফআহনাফ বলেছেন: কবি,
টাইপোগুলো ঠিক করেছেন কিনা দেখতে এসে দেখলাম সব ঠিকঠাক শুধু শেষে আপনার নামের পাশেই টাইপোটা রয়ে গেছে !

আবারো শুভ কামনা ।

১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আন্তরিকতার পরিচয় দিয়ে কৃতজ্ঞ করলেন ভাই, আপনার আন্তরিক সহযোগিতা শ্রদ্ধার সাথে গ্রহণ করে নিয়েছি। খুবই আনন্দিত হয়েছি আপনার এমন খোঁজখবর নেওয়ায়, অন্তরের বাসিন্দা হয়ে রইবেন ভাই আমার আগামী জুড়ে।

তখন এডিট করে শেষে দেখি এইটুকু রয়েই গেছে, ভাবছিলাম ছবিটা এডিট করে একবারেই ঠিক করে নেবো, এখন ঠিক করে নিয়েছি ভাই।

শুভকামনা আপনার জন্য, ভালোবাসা জানবেন সবসময়।

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০

নীলপরি বলেছেন: খুব সুন্দর কবিতা । কথাগুলো মর্মভেদী ।

শুভকামনা
++++++

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন আপু, খুবই আনন্দিত আপনার মন্তব্য পেয়ে।
প্রেরণা হয়ে থাকবেন আপু আগামী জুড়ে।

শুভকামনা জানবেন সবসময়,

শুভ সন্ধ্যা

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৬

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি ভাই, প্রেরণা হয়ে থাকবেন।

শুভকামনা জানবেন সবসময়

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৯

সোহানী বলেছেন: তোমার আবৃত্তি সত্যিই ভিন্নমাত্রা আনে।

কবিতায় অবশ্যই ভালোলাগা।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবৃতি করিনি কোথাও কোনদিন তাই একরকম ভয় আর সংশয় আমাকে লজ্জায় রাখে সবসময়, আপনার এমন প্রশংসায় অনেক ভয় সংশয় কেটে গেল, অনেক প্রেরণা পেলাম আপু, সাহসও। উৎসাহদানে সত্যি অনেক কৃতজ্ঞতা আমার।

দোয়া রাখবেন আপু,

কবিতা ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি, অনুপ্রাণিত হবো সামনের দিনে।

শুভকামনা জানবেন সবসময়।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার লেখায় কেমন একটা বিষণ্ণতা থাকে; মন আদ্র হয় !
আবৃত্তি সত্যি ই অন্য মাত্রা এনেছে।

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম আপু, আবৃতিতে অনেকটা ভয় কেটে গেল আমার।

প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা আমার।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয় প্রিয় আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.