নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
তুমি কি বলতে পারো....
রাত কেন হয়ে ওঠে এতো দীর্ঘ...!
কেনইবা চোখ থেকে হারিয়ে যায় ঘুম...!
হৃদয় আসমানে কেন এত মেঘের জমায়েত...!
কেনইবা চারিদিক ভরে ওঠে আঁধার নিকষ কালো...?
নীরব নিঝুম রাত্রির বুকে সময়গুলো বড্ড শান্ত-
নিথর জড়সড় মনের উঠোন জুড়ে-
শৃঙ্খল হীন ভাবনারা আজ বড্ড এলোমেলো;
সুর নেই গানে কোনো, কবিতায় ফিরে না আর ছন্দ,
বড়ই অস্থির যেন আজ ভেতর- বাহির....
একবুক ব্যথা নিয়ে নির্বাসিত আমার প্রেম- কবিত্ব।
জীবন আর বাস্তবতার চেয়ে নেই বড়ো কবিতা কোনো,
দুটো'র সাথে'ই যে হয়েছে আমার বড্ড চেনাজানা...!
দেখেছি বাস্তবতার ঢেউ হতে পারে কতটা হিংস্র,
ভাসিয়ে নিলো কত যতনে গড়া স্বপ্ন ত'রী...!
নিমিষেই ডুবল হিমালয় সম কত প্রেম!
ভেসে গেল কতদিন শ্রাবণ বর্ষায়...
ঝরে গেল আমার জীবন থেকে কতশত নির্ঘুম রাত্রি...!
প্রেমের খরস্রোত কেঁড়ে'ই নিল জীবনের দুকূল,
চোখদুটোয় বয়ে গেল কতইনা লোনা জলের স্রোত...!
বুঝেছি- কষ্টের'ই একছত্র অধিপতি কবিতায়,
মিথ্যে- ছলনা বিনে কিছু নেই যে ভালোবাসায়...!
তবুও জীবন খোঁজে প্রেম, ভালো সে বাসবেই!
বাইবে তরী- ফেলতে নোঙর- হবে মৃত্যুর পথ-যাত্রী;
উত্তাল সাগরের ঢেউ তারে পারবেনা দমাতে কিছুতেই।
এইতো জীবন!- সময়ের রঙ- ঠিক যেন কবিতার মতো-
থাকবে'ই গড়মিল- জ্বলেপুড়ে হাসবে-উঁড়বে স্বপ্নডানায়!
সাগরের গভীরে ডুবে'ও মিটে না তৃষ্ণা- নিভে না দহন-
এই বুঝি প্রেম! এই কি তবে হায় ভালোবাসার ধরণ...!
মিটে না সাধ- তৃষ্ণার নেই পূর্ণতা- নিত্য দেয় সুখের মরণ!
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই হাজির দেখে।
শুভ সকাল
২| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৪
নজসু বলেছেন:
প্রিয় হাবিব স্যারের জন্য
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা হঠাৎ হাবিব স্যারকে আবার জড়ালেন কেন!!! তাও আবার কান্নাকাটি করা বাচ্চাকাচ্চার ছবি দিয়ে!!
হাবিব স্যার কিন্তু সবসময় প্রাণবন্ত, স্বপ্নবিলাসী মানুষ,
যাক, আমিও সমবেদনা জানাইলাম নির্ভয়ে, বাদবাকি উপরালা জানেন।
শুভকামনা
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
চাঁদগাজী বলেছেন:
প্রেম মানুষকে জীবনের বেশ উপরের লেভেলে নিয়ে যায়।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কথাটা তো অনেক গুণী বলে গেছেন শ্রদ্ধেয়! অনেক নির্ভরতারও। আল্লাহ ভালোবাসা মানুষগুলোর ভাগ্যে আপনার কথার সত্যতা দিয়ে দিক, এই কামনা।
কিন্তু ....! আমার বেলায় কেন যে উল্টো হচ্ছে বুঝছিনা ঠিক, আমি কেবলই স্লিপ করে নিচের দিকে পড়ে যাচ্ছি! কোন দিকেই উজ্জ্বলতা দেখিনা আমার, সবদিকেই কেবল ঘুটঘুটে অন্ধকার আমার!
যা হোক, আপনার মন্তব্য পেয়ে সকাল সকাল অনেকটা খুশিতে ভরে গেল মনটা, মন্তব্যের কথায় শ্রদ্ধা রাখি,
আপনার সুস্থতা কামনায় সবসময়
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
নজসু বলেছেন:
কবিতায় একরাশ ভালো লাগা।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই ভালো লাগা জেনে, প্রেরণা হয়ে থাকবেন।
মন্তব্যে উৎসাহদানে কৃতজ্ঞতা রইল আমার।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৫| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দিলেন আরেক কাপ গরম কফির সজীবতা !! শুভ সকাল।
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ সকাল ভাই,
অনেক আনন্দিত হয়েছি আপনার কাছে এমন প্রেরণা ভরা প্রশংসা পেয়ে, অনেক উৎসাহিত করবে আপনার সজীব মন্তব্য।
নির্ঘুম রজনীর শেষে সত্যি পুরো রাতের ঘুমের স্বাদ পেলাম ভাই।
দোয়া রাখবেন
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
৬| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০
হাবিব বলেছেন: প্রিয় সুজন ভাইয়ের জন্য:
প্রেম ছাড়া কি জীবন বাঁচে
মেঘ জমবে দূর আকাশে
মেঘে মেঘে বড়বে আকাশ
তবু তাতে জল না আছে!
বিরহ গাঁথা কাব্য হলে
সত্যিকারের প্রেম বুঝবে
প্রিয় মানুষ কাছে এলে
এমন সুখ আর কোথা খুঁজবে??
খুব খুব ভালো লাগলো কবিতা++
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির আগমন আমাকে অানন্দিত করে গেল, প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা রাখলাম।
খুব সুন্দর কাব্য রেখে গেছেন ভাই, আশাকরি সুজন ভাইয়ের যারা প্রেমে হিংসে করে তারা বুঝবে যে, প্রেম সবসময় প্রেমই থাকে প্রেমিক হৃদয়ে, ভালোবাসা কখনোই হয় না পুরনো।
শুভকামনা শ্রদ্ধেয় প্রিয় কবির জন্য।
৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২
ইসিয়াক বলেছেন: খুব সুন্দর
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই মন্তব্য পেয়ে, প্রশংসা পেয়ে প্রেরণা পেলাম অনেক, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
উৎসাহদানে কৃতজ্ঞতা রইল আমার।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য,
শুভ সকাল
৮| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩২
আরোহী আশা বলেছেন: ভালো লাগলো
১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন।
মন্তব্যে উৎসাহদানে কৃতজ্ঞতা রইল।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন
শুভ সকাল
৯| ১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: দারুন আবেগময় কবিতা।
১৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে রেখে উৎসাহিত করে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময় প্রিয় ভাই
১০| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
ল বলেছেন: আবেগময়তা পরিপূর্ণ।
ভালোলাগা ++
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন ভাই, আনন্দিত হলাম, উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন
১১| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫২
জাহিদ অনিক বলেছেন:
আহা প্রেম
তবু প্রেম------------------
কবিতায় ভালো লাগা নয়ন ভাই
কেমন আছেন ?
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর সুপ্রিয় কবির দেখা পেলাম, কেমন আছেন আপনি কবি? সুস্থ সবল সুখময় হোক আপনার মুহূর্ত গুলো এমনটাই কামনা সবসময়। হ্যা কবি ভাই এখন অনেকটাই ভালো আছি, আগষ্টে ঢাকার কর্মস্থলে যোগদানের পর থেকে তেমন একটা ভালো সময় পার করিনি। ঢাকায় এখন আর তেমন ভালো লাগে না আমার, মনই টিকছে না, তবুও থাকতেই হচ্ছে পোষ্টিং না হওয়া পর্যন্ত। দোয়া রাখবেন ভাই।
কবিতার প্রশংসা পেয়ে আনন্দিত হয়েছি, অনেক প্রেরণা পেলাম প্রিয় কবির কাছে ভালো লাগা জেনে।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়।
©somewhere in net ltd.
১| ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩
নজসু বলেছেন:
হাজির।