নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ও\'সখি তোর পদ্ম চোখের

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯



ও সখি তোর পদ্ম চোখের-
মায়ায় প্রেমে পড়ি।।
টকটকে লাল বাঁকা ঠোঁটে,
হাস্য উজ্জ্বল মিষ্টি মুখে-
তুই যেনো গো পরী।
ও সখি তুই বাসলে ভালো
রাখবো মনের ঘরে,
ধরলে কভু ছাড়বো'না হাত
যাই যদি গো মরে।
সোহাগ প্রেমে করবো আদর,
সুখ পাবি তুই বুকের ভিতর-
এই ওয়াদা করি।
ও সখি তোর পদ্ম চোখের
মায়ায় প্রেমে পড়ি।।

সখি গো তোর ভরা যৌবন
অঙ্গে রসের ঢেউ।
আষাঢ় মাসের ভরা গাঙে,
হংস ব্যস্ত ডুব সাঁতারে-
দেয়না বাঁধা কেউ।
গাঙের পানি যায় শুকিয়ে
তেমনি নারীর যৌবন,
থাকবো পাশে বিশ্বাসে তোর
শুকিয়ে গেলে মৌবন।
বুঝবো'রে তোর কষ্ট ব্যথা,
রসিক হয়ে বলবো কথা-
রাখবো বুকে ধরি।
ও সখি তোর পদ্ম চোখের
মায়ায় প্রেমে পড়ি।।

আর থাকিস না দূরে ও'সখি
সময় যায় যে বয়ে।
বাঁধ মানেনা আষাঢ়ের ঢল,
রসের স্বাদ কয়দিনের বল-
লাভ'কি জ্বালা সয়ে!
ও সখি তুই হোসনে পাষান
দে'না একবার সুযোগ,
সুখ আবেশে ভাসবে ও'মন
করবেই আমার খোঁজ।
বসিয়ে তোকে মেঘের ডানায়,
ঘুরবো দুইজন তারায় তারায়,
ভাসিয়ে প্রেমের তরী।
ও সখি তোর পদ্ম চোখের
মায়ায় প্রেমে পড়ি।।


(ছবিটি গুগল সার্চ করে পেয়েছি, কয়েকটি ওয়েব সাইটে ছবিটি দেখলাম, তাই সাইট মনে রাখিনি। সামান্য এডিট করেছি, সেজন্য কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন নিজগুণে।)

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০০

নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন ।

শুভকামনা রইলো

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দ পেলাম লেখার প্রশংসা পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন আপু। মন্তব্য রেখে উৎসাহিত করায় কৃতজ্ঞ রইলাম।

শুভকামনা আপনার জন্যও সবসময় আপু।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য ও প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হলাম সুপ্রিয়, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০১

ঠাকুরমাহমুদ বলেছেন: প্রেমে পড়া শুনলেই মনে হয় কেউ রাস্তায় হুমড়ি খেয়ে পড়েছে !!!
আপনার ছবি বাাছাই আপনার রুচি ও পছন্দের তারিফ করতে হয় ।।

১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, প্রেমে পড়া আর চৈত্রের পিচকরা রাস্তায় খালি গায়ে পড়ে আর উঠতে না পারা সমান।

ছবিটা কি খুবই খারাপ দিয়ে ফেল্লুম কিনা ঠিক বুঝতে পারতেছি না। আমি কেবল কথাগুলোর সাথে মানানসই কোন ছবি খুঁজছিলাম, ছবিটি আমার কাছে অনেকটাই মানানসই মনে হলো, তাই দিয়েছি।
মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ ভাই।

শুভকামনা জানবেন

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:২৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: বাহ! বাহ! ছন্দে, কথায় - মুগ্ধ।
অনেকদিন পরে পড়লাম আপনার কবিতা।

১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক মন্তব্য রেখে গেছেন ভাই, উৎসাহিত করবে আমাকে নতুন লেখা লেখতে। দোয়া রাখবেন ভাই।

আমি নিজেই বড্ড অনিয়মিত ব্লগে অনেকদিন যাবৎ, আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম ভাই।
শুভ সকাল

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০২

নষ্টজীবন® বলেছেন: অনেক ভালোবাসা জমে উঠেছে দেখি মনের ভিতর! ভালো লাগলো ছন্দময় কবিতা। কেমন যেন মনে হচ্ছে গান করতে পারলে সুন্দর একটা ভালোবাসার গান হয়ে যেত।

১৯ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম ভাইজান, প্রেরণা হয়ে থাকবেন।
হ্যা গান করার ইচ্ছা থেকেই শুরু করেছিলাম, কিন্তু এখনও সুর হয়ে ওঠেনি।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন,
শুভ সকাল

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

হাবিব বলেছেন:





প্রেমের টানে ঘর ছেড়ে যায় দূর বনে
এতো মায়া দিলো তারে কোন জনে??

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
প্রিয় কবির মন্তব্য পেয়ে আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।



সেতো ঈশ্বর জানে, সে কেবল ঈশ্বর'ই জানে,
কখন প্রেম ধরা দিবে কেবা কারে ভালোবাসে;
অামি অধম সাধ্য কি তাহা বুঝি-বার কিভাবে!
অন্তরে ঈশ্বরের বাস প্রিয়তম সেথাই অন্তরালে।

শুভকামনা জানবেন সবসময়

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

জুনায়েদ বি রাহমান বলেছেন: অনেক অনেক শুভকামনা। শুভ সন্ধ্যারাত।

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে আনন্দিত হয়েছি ভাই, শুভকামনা নিরন্তর
ভালোবাসা জানবেন সবসময়

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগছে। :)

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি ভাই, অনেক প্রেরণা পেলাম।
উতসাহদানে কৃতজ্ঞতা রইল।

শুভকামনা জানবেন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.