নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
আমি যদি যাই মরে- জানবে না তুমি,
পড়বে না মনে আমায়- মুছে যাবে স্মৃতি।।
হবে না আর শেষ দেখা,
বুকে রবে সেই ব্যথা!
বুঝবে না কোনভাবে- কতো ভালোবাসি।
প্রেম হয়ে এসে ছিলে- জীবনের পহেলায়,
বসিয়ে ছিলাম তোমায়- হৃদয়ের মনিকোঠায়।।
ছলনা'য় ভেঙে'ছো মন,
ভাবো'নি প্রয়োজন!
মিথ্যে দোষী করে- সেজে'ছো অভিমানী।
মিথ্যে হলে তুমি- মিছে'ই ভালোবাসা,
ভেঙে দিলে স্বপন- হারিয়ে গেল আশা।।
চৈত্র খরা এ'বুকে,
তুমি থেকো মহাসুখে।
ভাসে না আমার চোখে- কোন'ই সুখের ছবি।
কথা ও সুর - নাঈম জাহাঙ্গীর নয়ন
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই মরণের কথা স্মরণ হলে স্বাভাবিকভাবেই সবার মন খারাপ হয়, আর সেই মরণ কালে যদি প্রিয় মানুষটিকে একনজর দেখারও আশা না থাকে তাহলে কষ্টটা যেন আরও বেড়েই যায়!
মন্তব্য পেয়ে ভালো লাগলো ভাই, দোয়া রাইখেন।
শুভকামনা জানবেন, ভালোবাসা সবসময়
২| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তারচে আপনি বেঁচে থাকুন, আর আমাদেরকে মাঝে মাঝে উপহার দিন ভিন্ন স্বাদের চমৎকার সব কবিতা।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর বলেছেন শ্রদ্ধেয় কবিবর, অনেক প্রেরণাময় প্রশংসা, অনুপ্রাণিত হবো প্রিয় কবি।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়
৩| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৬
হাবিব বলেছেন: অসাধারণ কন্ঠস্বর.......
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক উৎসাহিত করলেন প্রিয় কবিবর, অনেক আনন্দিত হলাম গানটি শুনেছেন জেনে।
প্রেরণা হয়ে থাকবেন, দোয়া রাখবেন সুপ্রিয়।
শুভকামনা জানবেন সবসময়
৪| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
জন্ম যখন নিয়েছেন মরণ তখন অবধারিত।
তাই মরণ নিয়ে হায় হুতাশ করে আর কি হবে।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঠিক বলেছেন ভাই, মরণ নিয়ে আফসোসের কিছু নেই, তবে প্রিয়জনের সাথে শেষ দেখা না হওয়ার একটা আফসোস থেকেই যায়।
মন্তব্য রেখে যাওয়ার জন্য কৃতজ্ঞ রইলাম ভাই।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন সবসময়
৫| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
ল বলেছেন: দরদি গলা ---- ভালোলাগা
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
সামুই একদিন কাঁদতে থাকবে।
২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা কি যে বলেন শ্রদ্ধেয়! সামু কেন কাঁদবে! সামু আপন মহিমায় চলবে সগৌরবে বাংলার জয়গান করে।
একটু সময় নষ্ট করে মন্তব্য রেখে গেছেন দেখে আনন্দিত হলাম,
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।
শুভকামনা জানবেন সবসময়
৭| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ছোট্ট করে রেখে যাওয়া প্রশংসায় লুকিয়ে থাকে আমার অনেক প্রেরণা, অনেক আনন্দ।
দোয়া রাখবেন প্রিয় কবি।
শুভকামনা জানবেন সবসময়।
৮| ২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭
মুক্তা নীল বলেছেন: গান ও এডিটিং দুটোই সুন্দর হয়েছে। আমার ভালো লেগেছে।
আর মরে যাওয়ার গান কেনো?
২২ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দের ও অনুপ্রেরণার আপনার মন্তব্য, প্রেরণা হয়ে থাকবেন।
উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন ভাই।
আসলে হুট করে কবে মরে যাবো সে জানবেই না, জানবেনা হয়তো অনেকেই, তবে তাকে শেষ দেখাটাও হবে না আর, সেকথাই বলে রাখলাম আপাতত গানের মাঝে।
শুভকামনা জানবেন
৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৫
খায়রুল আহসান বলেছেন: কবিতা, গান আর গানের চিত্রায়ন- সবই ভাল লেগেছে। খালি গলায় হলেও গানটি শুনতে ভাল লেগেছে চমৎকার কন্ঠের কারণে। তবে, উচ্চারণে কিছু ত্রুটি আছে।
খুবই বিষাদাত্মক গান। শুনতে শুনতে শ্রোতাদের মন উদাস হয়ে যাবার কথা।
কবিতায় ও গানে প্লাস + +।
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় শ্রদ্ধেয় কবিবর এর আগমন ও প্রেরণাদায়ক উদার মন্তব্য আমাকে অনেক অনুপ্রেরণা দিয়ে গেল, আনন্দিত হলাম অনেক।
আপনার প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে এমন প্রত্যাশা রাখলাম।
আসলে গানটি সেদিনই লিখে শেষ করেছিলাম, আর রাতের শিফটে ডিউটি করার সময় ব্রেক টাইম পেয়ে গেলাম তিন ঘন্টা, ভাবলাম গানটি গেয়েই রাখি, কিন্তু গানের কথাগুলো পুরোপুরি মুখস্থ হয়ে ওঠেনি তখনও, তাই কয়েকটি জায়গায় আটকে গিয়েছিল।
গানটি আপনি শুনেছেন জেনে অনেক আনন্দিত হয়েছি কবিবর।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ও ভালোবাসা সবসময়
১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৮
নীলপরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন । মর্মস্পর্শী কথাগুলো ।
+++++
শুভকামনা
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক ভালো লাগলো গানের কথাগুলো আপনার ভালো লেগেছে জেনে। প্লাসগুলো আমাকে অনেক অনুপ্রেরণা দিবে সামনের দিনে।
দোয়া রাখবেন আপু।
শুভকামনা আপনার জন্যও সবসময় রাখি।
১১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৬
নষ্টজীবন® বলেছেন: খুব সুন্দর গান, ভালো গেয়েছেন।
শুভকামনা আপনার জন্য
২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে অনেক প্রেরণা পেলাম ভাই, শুনেছেন জেনে আনন্দিত হয়েছি।
দোয়া রাখবেন।
শুভকামনা আপনার জন্যও সবসময়
১২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কবিতায় ও গানে প্লাস + +।
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই আপনার মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন, প্লাসগুলো আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
শুভ সন্ধ্যা
১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
নষ্টজীবন® বলেছেন: হ্যা দোয়া তো অবশ্যই আছে আপনার জন্য,
গানটি আমার এতই ভালো লাগলো যে কয়েকবার শুনেও আবারও শুনতে মন চাইছে, সত্যি খুব সুন্দর গড়েছেন গানটি, গেয়েছেনও সুন্দর।
শুভ সন্ধ্যা
২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আবারও এসে সুন্দর প্রেরণাময় প্রশংসা রেখে অনেক উৎসাহিত করলেন ভাই, কৃতজ্ঞতা জানবেন আন্তরিক উৎসাহদানে।
আমার সামান্য লেখাটি কারো প্রিয়তে জায়গা পাবে তা ভাবিনি, সত্যি আপনার এমন উৎসাহদানে কৃতজ্ঞ রইলাম,
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়।
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬
রাজীব নুর বলেছেন: আমি যদি যাই মরে শিরোনামটাই তো মন খারাপ করে দিল।