নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

ভাবতে পারো বিশ্বস্ত

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৪



হাস্য-উজ্জল মুখটি তোমার
দেখতে ভারী লাজুক,
কি আর বলি তোমায় দেখে
ধরছে প্রেমের অসুখ।

রাতের শেষে রোদ হয়ে তুমি
ভরা'ও শীতের সকাল,
একটু দেখায় পৌষের দিনেও
উষ্ণতায় ভরে বিকাল।

তোমার মাঝে সুখ বুঝে মন
কাঙ্খিত চোখ সদা,
হাসিখুশি ভরা মিষ্টি ও'মুখ
দেখতে চাই সর্বদা।

চলার পথে দেখলে একবার
কতইনা লাগে ভালো,
বিষন্ন তুমিহীন দিনক্ষণ মন
হারায় পৃথিবী আলো।

শত কষ্টে'ও পাই তৃপ্তির স্বাদ
দেখি যদি চাঁদমুখ,
বুঝি না প্রেম ডুবি শূন্যতায়
বিরহটা পোড়ায় খুব।

থমকে দাঁড়ায় সময়গুলো
না-কি থামে এই মন ?
বুঝি না তার কিছুই আমি
এ'যে মানসিক নির্যাতন।

নাম ঠিকানা হয়নি জানা
কোথায় তোমার বাড়ি,
অনেক লাগে ভালো তোমায়
তাই তো ভালবাসি।

মনের যতো ইচ্ছে দেবো-
মন মন্দিরে ঠাঁই,
আর কিছুনা চাইবো বন্ধু
তোমায় যদি পা'ই।

এক বালিশে রাখবো মাথা
নিশি কিংবা দিনে,
বলবো যতো মনের কথা
মিশবো প্রাণে প্রাণে।

মনের শান্তি-তৃপ্তির কাছে
সব সুখ'ই যে তুচ্ছ;
তোমার মাঝেই তৃপ্তি যতো
আমার সুখ সর্বোচ্চ।

হিয়ার মাঝেই থাকবে তুমি
নাইবা দিলে দেখা;
ভালোবাসো নাইবা বাসো-
দিওনা অবহেলা।

তুমি যে আমার ইচ্ছে সাধে
হৃদয়ের সুখ সমস্ত,
থাকবে এ-মনে-শ্বাসপ্রশ্বাসে
ভাবতে পারো বিশ্বস্ত।


(ছবিটা গুগল সার্চ করে পাওয়া, ভালো লাগলো তাই সিলেক্ট করে ফেললাম, সামান্য এডিট করেছি সেজন্য দুঃখিত আমি)

মন্তব্য ৪৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৪

চিত্রাভ বলেছেন: ভালো লাগলো ।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা

২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮

সূচরিতা সেন বলেছেন: ভালো লাগা রেখে গেলাম দাদা।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি, অনেক প্রেরণাদায়ক উৎসাহ।
দোয়া রাখবেন দিদি।

শুভকামনা জানবেন সবসময়

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম সুপ্রিয় কবির মন্তব্য পেয়ে, অনুপ্রাণিত হবো সামনের দিনে।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় কবিবর।

শুভকামনা জানবেন সবসময়

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫০

নষ্টজীবন® বলেছেন: চমৎকার একটা ছড়া, ভালোবাসা আর ভালোবাসা কেবলই
ভালো লাগলো

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা আর উৎসাহ পেলাম ভাই,
দোয়া রাখবেন

শুভকামনা জানবেন সবসময়

৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৯

শিখা রহমান বলেছেন: বাহ!! ছন্দে ছন্দে ভালোলাগার, ভালোবাসার মিষ্টি কবিতা।

কবিতা ভালো লেগেছে। শুভকামনা কবি।

বিঃ দ্রঃ দ্বিতীয় লাইনে "বারী"র স্থানে "ভারী" হবে কি?

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু ভারী হবে মনে হচ্ছে, তাই ঠিক করে নিয়েছি। আপনার আন্তরিক মন্তব্য আমাকে আনন্দিত ও কৃতজ্ঞ করেছে।
দোয়া রাখবেন আপু

শুভকামনা আপনার জন্য

৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


কবিতার ১ম দিকের কথাগুলো আমার মনের সাথে মিলে গেছে; একটা কিশোরী ছিলো, তাকে দেখলে নিজের কাছে ভালো লাগতো!

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একজন ছোটখাটো লেখকের জন্য এ অনেক প্রেরণার , অনেক আনন্দের বিষয়।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন সবসময়

৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২

জনৈক অচম ভুত বলেছেন: প্রেমানুভূতির সুন্দর প্রকাশ।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেরণা হয়ে থাকবেন ভাই, মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য

৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: বারী হবে? না ভারী ? অথবা ভীষণ শব্দটা ব্যবহার করতে পারেন।

সব মিলিয়ে সুন্দর।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই ভারী হওয়াই উচিৎ । কৃতজ্ঞ আপনাদের প্রতি। প্রেরণা হয়ে থাকবেন
দোয়া রাখবেন ভাই,

শুভকামনা জানবেন সবসময়

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: জানিনা কবির মনে এ যাতনা এখন আছে কিনা । সুখানুভূতির যাতনাতে মুগ্ধতা রেখে গেলাম।

শুভকামনা ও ভালোবাসা রইলো।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেম তো হারায় না ভাই, প্রেমেই তো জীবন , আমার মাঝেও আছে ভাই তবে সীমাবদ্ধ


মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

১০| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

আকতার আর হোসাইন বলেছেন: বেশ ভালো লাগলো।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম ভাই মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬

নজসু বলেছেন:





লেখা ও ছবি দুটোই চমৎকার।

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম ভাই, উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১২| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

হাবিব বলেছেন: খুব সুন্দর কবিতা। ভালো লাগলো

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রিয় কবির কাছে প্রশংসা পেয়ে অনেক আনন্দিত হয়েছি, এ আমার জন্য অনেক প্রেরণার।
দোয়া রাখবেন সুপ্রিয় কবি ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৩| ২৫ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

নূর ইমাম শেখ বাবু বলেছেন: বেশ সুন্দর!

২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির মন্তব্য পেয়ে আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয়।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

১৪| ২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

সনেট কবি বলেছেন: সুন্দর+

২৫ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির আগমন ও প্রশংসা পেয়ে সত্যি অনেক আনন্দিত হয়েছি, প্রেরণা হয়ে থাকবেন।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে এমন প্রত্যাশা রাখি সবসময়।

শুভকামনা জানবেন সবসময়

১৫| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

মোঃসালাহ্উদ্দিন বলেছেন: অনন্য।।শুভকামনা।।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দ ও প্রেরণা পেলাম ভাই, মন্তব্যে উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৬| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর লিখেছেন ।
+++++++
শুভকামনা

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম আপু আপনার প্রশংসা পেয়ে, এ আমার জন্য অনেক প্রেরণার।

দোয়া রাখবেন আপু

শুভকামনা আপনার জন্য সবসময়

১৭| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৫

মুক্তা নীল বলেছেন: চমৎকার লেগেছে কবিতা। আপনারা ভালোলাগা টুকু তাঁর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাক। ছন্দে ছন্দে বিশ্বাস আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে নিদারুন ভাবে।
কবিতায় ভালো লাগা রইলো।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে প্রশংসা রেখে গেছেন, যা আমার জন্য অনেক প্রেরণার ও উৎসাহের। সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য কৃতজ্ঞতা আমার। অনেক অনেক আনন্দিত হয়েছি আপনার মন্তব্য পড়ে।
দোয়া রাখবেন ভাই,

শুভকামনা আপনার জন্য সবসময়

১৮| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

মুক্তা নীল বলেছেন: আমি আপনার আপু হই, ভাই না।

২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দুঃখিত আপু বুঝতে পারিনি, মনের দু টানা ভেঙে দেয়ার জন্য কৃতজ্ঞ রইলাম আপু।

শুভ হোক আপনার মুহূর্ত গুলো

১৯| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

কাওসার চৌধুরী বলেছেন:



ছড়ার ঢংয়ে চমৎকার প্রেমের কাব্য। ভাল লাগলো, নয়ন ভাই। +++++

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় কথাসাহিত্যিক ভাইয়ের মন্তব্য পেয়ে, আপনার প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার অনেক উৎসাহের। অনুপ্রাণিত হবো সামনের দিনে।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে আমার প্রত্যাশা।

শুভকামনা জানবেন সবসময়

২০| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:৩৪

বলেছেন: প্রেমময় হোক জীবন --- কাটুক মানসিক নির্যাতন --



দারুণ আবেগি কবিতায় মুগ্ধতা। ++

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণা পেলাম ভাই আপনার মন্তব্য পেয়ে, প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

২১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৫

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল কবিতার সহজ সরল কথাগুলি ।
কবিতায় উঠে এসেছে হৃদয় নিংরানো অনেক অনেক কথা ।

বুঝাই যাচ্ছে সত্য প্রেমের পরিমাপ পেয়েছে প্রকাশ প্রেমে পরার গভীরতা দিয়ে
এর সুক্ষতার মুল্যায়নটাও করা যায় প্রেমের জগতের কন্টকময় যাত্রাপথে
আপনার পথচলার বিবিধ প্রকারের জ্বালাময় নির্যাতনের উপরে ।

তবে কথা হল এই প্রেম কে ধরে রাখতে কিংবা একে চিরস্থায়ী করতে চাইবেন কিনা
তা একান্তই নির্ভর করবে আপনি কতটুকু খোলা মন নিয়ে এগুবেন
এবং নীজকে কিভাবে তার প্রতি বিষ্বস্ত করে তুলবেন ।

তবে এটা ঠিক, প্রেম সব সময় অতিপ্রাকৃত ও আশ্চর্যজনকই হয় বটে
তারপরেও সবসময়ই তাতে থাকে শুধু বিনয়েরই ভাব
এটা কখনো হয়না কুসংস্করাচ্ছন্ন কিংবা হারায়না আঁধারের বিবরে ।

আপনার প্রেম আলোকিত হোক এ কামনাই থাকল ।

নিরন্তর শুভেচ্ছা রইল

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রথমেই আপনাকে পাওয়ার আনন্দ প্রকাশ করছি শ্রদ্ধেয় প্রিয়, আপনার মন্তব্য পাওয়া মানেই নিজের লেখা সম্পর্কে বিশদ পরিচয় পাওয়া, এ সব লেখকের জন্য দারুণ পাওয়া।

আপনি লেখাটি মূল বিষয় বস্তুর অতলে ঢুকে গেছেন শ্রদ্ধেয়, লেখার পিছনের কথাগুলো আপনার মন্তব্যে উঠে এসেছে।
হ্যা ভাই, ইদানিং একটা মেয়ের সবকিছুই কেমন যেন ভালো লাগে আমার, তাকে দেখলেই মনের ভিতর অন্যরকম এক ভালো লাগা বয়ে যায়, নিজের মনকে বহুবার জিজ্ঞাসা করেও উত্তর একটাই পেয়েছি, হ্যা ভালোবাসি তাকে, অনেক ভালোবাসি আমি, তারজন্য যেকোনো প্রতিকূলতার মুখোমুখি হতেও প্রস্তুত আমার মন। কিন্তু কখনোই তাকে বলতে বা কোনভাবেই বুঝাতে পারিনা, হয়তো বুঝতেও দেবো না আর কখনও। তাকে ভেবেই নিজের মনের কথাগুলো সাজাতে চেয়েছি, সবগুলোই সত্য কথা, একদম মনের কথা।

না শ্রদ্ধেয় প্রিয়, আমি আর এগুবো না সেদিকে, অনেক ভালোবাসা মনের ঘরে পড়ে থাকে অচেতন, আমার এই ভালোবাসাও অচেতনই পড়ে রইবে মনের ঘরে যতনে।

দোয়া রাখবেন শ্রদ্ধেয়, লেখাটি ভালো লেগেছে এই আমার সার্থকতা, প্রাপ্তি।

শুভকামনা জানবেন, শ্রদ্ধা আর ভালোবাসা সবসময় আপনার জন্য।

২২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০৭

এফ.কে আশিক বলেছেন: বেশ লিখেছেন কবি
পড়ে ভালো লাগলো।

২৬ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিত হয়েছি ভাই, প্রেরণা হয়ে থাকবেন। মন্তব্যে উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.