নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
______ও'হে প্রজন্ম
একটা দেশপ্রেমিক হৃদয় চাই আমি,
যে হৃদয়ে আঁকা থাকবে
সন্ত্রাসমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশের ছবি।
আমি সেই তেজস্বী যুবক চাই,
যে যুবকের তেজস্বী ক্রোধে
একটাই স্পষ্ট শব্দ বেরুবে-
'বাংলার বুকে কোন দুর্নীতিবাজের হবে না ঠাঁই'।
কাঁপতে থাকবে সকল অনিয়ম লোভের রুগ্ন বুক,
কেঁপে উঠবে সন্ত্রাসের ভীরু অন্তর;
যে ক্রোধের আগুনে জ্বলেপুড়ে ভস্ম হবে দুর্নীতি।
যেখানেই অন্যায় অনিয়ম অবিচার-
সেখানেই প্রতিরোধ প্রতিশোধ,
দিতে হবে উপযুক্ত জবাব-
থাকবেনা সেই ক্রোধে সময় শোধরাবার।
হে তরুণ ও'হে প্রজন্ম তোমরা অনুধাবন করো-
অনুভাবিত হও প্রতিনিয়ত-
সমৃদ্ধ দেশের প্রতিচ্ছবি আঁকো হৃদয়ের মনিকোঠায়;
দুর্নীতির বিরুদ্ধে লড়তে হও এবার সংঘবদ্ধ।
তোমাদের প্রতিশ্রুতি-
তেজস্ক্রিয়তার কৃতিত্ব দেখবে অবাক ইতিহাস,
বিশ্বের চোখে এনে দিবে বিস্ময়;
জেগে উঠবে শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ।
_____________
__________দিশেহারা
আমি উম্মাদ আজ পথের ভুলে দিশেহারা,
বিষণ্ণ সময় কন্টক পথ সঙ্গী বিরহ যন্ত্রণা।
পথের টানে পথিক আমি সকাল সন্ধ্যা রাত্রির,
নই মন্থর ছুটি দুরন্ত সদা থাকে এই মন অস্থির।
ডাকি ঈশ্বর হইলো পর যাদের ভেবেছি আপন,
একা নির্জন পথ দুর্গম বক্রতায় জীবন যাপন।
কে'চায় বল আঁধারের কালো পূর্ণিমা কোন রাতে,
বেরসিক মেঘ হানা দেয় বেশ ঢেকে দেয় জ্যোৎস্নাকে।
নিঃস্ব এ'রাত ব্যস্ততায় চাঁদ ভরতে ভুবন আলোয়,
কেউ নেই মোর করে দিল দূর হারালাম আপন আলয়।
____________
______ভুল মানুষে বাঁধিলে মন
ভুলে ভুলে যায় রে জীবন-
ভুল মানুষে বাঁধিলে মন।
মিলবে না জীবনের হিসেব-
শেষ বেলায় কষিবে যখন।
বিষাদে ভরে'গো সময়-
মন মানুষ যদি দূরে রয়,
ঘুম হারিয়ে দুচোখ থেকে
নিত্যদিন জলের ধারা বয়।
ছলনায় বিশ্বাস হারিয়ে-
বলবে বিধি দাও গো মরণ।
শূন্যতায় ভরবে চারিধার-
থাকবেনা কেউ দুঃখ বুঝার,
আপন মানুষ হইলে পর-
থাকেনা কিছুই হারাবার।
থাকুক যতই ধনদৌলত-
প্রিয়া হারা'যে শূন্য ভুবন।
রূপ যৌবন থাকবে ক'দিন-
মনের মিলন রয় চিরদিন,
রূপের মোহ কাটবে যেদিন-
পৃথিবী লাগবে না রঙিন।
নয়ন বলে সাবধানি হও-
দেখে শুনে দিও'গো মন।
_________________________________
নিচের 'ভুল মানুষে বাঁধিলে মন' এটা গান বাঁধার চিন্তা ছিল, কিন্তু সুর এখনও পুরোপুরি হয়ে উঠেনি, তাই একসাথে রেখে দিলাম, পরে সুর ঠিক হলে কোনএকদিন জানিয়ে যাবো নাহয়। আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা শ্রদ্ধেয়, সেরকম কিছু লেখার চিন্তাভাবনা করছি। দেশপ্রেম আর প্রকৃতি নিয়ে লেখার তেমন সাহস করে উঠতে পারিনা, তাই মাঝেমধ্যে দুএকটি লিখে আর লেখা হযনা, তবে এবার ভাবছি চেষ্টা করবো সেরকম কিছু লেখার।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।
শুভকামনা জানবেন সবসময়।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৪
আরোগ্য বলেছেন: আপনার প্রথম কবিতার মত আমিও একটা কবিতা লিখেছি। শীঘ্রই পোস্ট করবো।
ব্লগে ব্যতিক্রমধর্মী কবিতা বেশ ভাল লাগলো। পরের দুটোও খুব ভাল লাগলো।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সাহসী ও উৎসাহিত করলেন ভাই প্রথম কবিতাটি প্রশংসায়, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন।
শুভকামনা জানবেন।
আপনার কবিতাটিও পোস্ট করে ফেলুন, প্রতীক্ষায় রইলাম।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
ইব্রাহীম আই কে বলেছেন: সবগুলো কবিতাই এক কথায় অসাধারণ হয়েছে। পোস্টে লাইক।
আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাইঃ
রূপ যৌবন থাকবে ক'দিন-
মনের মিলন রয় চিরদিন।
২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর করে উৎসাহিত করে যাওয়ায় কৃতজ্ঞতা জানবেন আমার, অনেক আনন্দিত হলাম আপনার মন্তব্য পড়ে, অনেক প্রেরণাদায়ক উৎসাহ। দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
নষ্টজীবন® বলেছেন: প্রথমটা বেশি ভালো লাগলো, মাঝেরটাও ছন্দে ছন্দে ভালো লিখেছেন, শেষেরটা গান হলেই ভালো হবে। সব মিলিয়ে ভালো লাগা পোস্টে।
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা এভাবে সুন্দরকরে উৎসাহদানে। প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়
৫| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চাঁদগাজী ভাই ঠিকি ধরেছেন, আপনার ভিন্নতায় মুগ্ধ আমি।
পরেরটি গানে সরূপ দেখবো। ভাল থাকবেন বন্ধুবর সবসময়।
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর সুপ্রিয় ভাইটির দেখা পেয়ে খুব আনন্দিত হলাম, আশাকরি ভালো আছেন ভাই।
প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে ভাই।
শুভকামনা জানবেন ভালোবাসা সবসময়
৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১০
আবদ্ধ বলেছেন: ভালো লাগার মত পোষ্ট...
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক প্রেরণাদায়ক উৎসাহ রেখে গেছেন, মন্তব্য রেখে যাওয়ায় কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২০
ল বলেছেন: সবগুলোই স্বীকৃত সুন্দর ++
ভালোলাগা জানিয়ে গেলাম।
সুর ও গানের অপেক্ষায়।
২৮ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করলেন ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
হ্যা ভাই নিচের গানটির সুর পরিপূর্ণ করতে পারলে গেয়ে শুনাবো অবশ্যই।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত করলেন সুপ্রিয় কথাসাহিত্যিক ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রতিটা কবিতা ই ভালো লেগেছে।
প্রথম কবিতাটা অসাধারণ। আপনার দীপ্ত উচ্চারণ আন্দোলিত হোক। শুভকামনা থাকবে সমসময়।
তবে একসাথে তিনচারটা লেখা না দিয়ে একটা দিলে ভালো হতো। ( এটা একান্তই আমার মত )
২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দের ও অনুপ্রেরণার মন্তব্য রেখে গেছেন ভাই, আপনার এমন প্রেরণাদায়ক মন্তব্য আমার নিজের প্রতি ভরসার নির্ভরতার বিশ্বাস আর দৃঢ় করে গেল ভাই। কৃতজ্ঞতা রাখছি সুপ্রিয়।
হ্যা তিনটি কবিতাই আলাদা আলাদা পোষ্ট করলেই ভালো হতো। আসলে আমি ভেবেছিলাম কবিতা গুলো ছোটেছোট তো তাই আলাদা পোস্ট করে পোস্ট বাড়িয়ে লাভকি, কিন্তু এখন মনে হচ্ছে আলাদা ভাবে পোস্ট করাই উচিত ছিল। এরপর থেকে আপনার কথা স্মরণ রাখবো ভাই।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৮
চাঁদগাজী বলেছেন:
প্রথম কবিতাটা আপনার অন্য ভাবনার এক নতুন দিক।