নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
ময়না পাখিটি আমাকে ছেড়ে-
আমার সীমানা ছাড়িয়ে চলে গেছে বহুদূর...
তা প্রায় ষোলো বছর পার হতে কিছুদিন বাকি;
তার পর থেকেই রাতের সাথে আমার সখ্যতা!
মাঝেমধ্যেই ঘুমভেঙে যায় মাঝরাতে-
প্রিয়া হারা মনটাতে অনুভূত হয় ভীষণ শূন্যতা,
হুহু করে কেঁদে ওঠে আমার অন্তর মন;
সেই রাতে আর ঘুমুতে'ই পারিনা।
বিছানা ছেড়ে নীরবে বেরিয়ে আসি বারান্দায়,
কখনওবা বসে থাকি মুক্ত ছাঁদে,
অন্ধকার কিংবা জ্যোৎস্না রাতের আকাশ দেখি।
আজ বারান্দায় বসেছি চেয়ার পেতে,
ভাবছি হারানো ময়না টিয়া বুলবুলির কথা।
দূরের চাঁদটির সাথে একাই বলছি কতইনা কথা!
অজান্তেই বেরিয়ে আসছে যেন-
হৃদয় ঘরে জমে থাকা দুঃখ বেদনা ভরা কষ্ট,
আর কিছু সুখ মিশানো ফেলে আসা দিনের স্মৃতিকথা;
এক এক করে আমি সবই বলে যাই-
চাঁদটি শুধু শুনে যায় মুগ্ধ শ্রোতা হয়ে, বলেনা কিছুই।
আজ, ময়না পাখিটার কথা খুব মনে পড়ছে...!
জানিনা পাখিটি কেমন আছে, কি করছে এখন,
শীতের মাঝরাত, ঘুমিয়েই থাকবে, গভীর ঘুমে।
মনের কোণে যদি হয় তো ঠাঁই আমার নাম,
হয়তো এখন ভেঙে'ই গেছে ঘুম তারও;
ময়নার সাথে যে মনটা'র ছিল ভীষণ যোগসাধন,
নিশ্চয় লেপ মুড়িয়ে ভাবছে আমার'ই কথা...!
ফেলে যাওয়া স্মৃতিকথা ভাবতে ভাবতে-
হয়তো গড়িয়ে পড়ছে ফোটা দুই অশ্রু গাল বেয়ে।
তাই বুঝি আজ মনটা আমার হয়েছে এত উদাসী,
হারিয়ে গেছে চোখের ঘুম, মনের সব ক্রান্তি...!
নাহ! কিছুই ভাবতে পারছিনা আর...
মাথা'টা কেমন যেন যন্ত্রণা করছে খুব...!
স্তব্ধ মন ওই অর্ধ বাঁকা চাঁদটির দিকে তাকিয়ে...।
সত্যিই কি সে আমাকে এখনও ভাবে...?
দেখেছিলাম ওই চোখের দিকে তাকিয়ে সেদিন-
আগের মতোই গভীর মুগ্ধতা লেগে আছে তাতে!
চোখদুটি যেন আমাকে দেখেই বলতে চেয়েছিল-
ময়না পাখিটি যে আজও ভালোবাসে আমায়!
ঠিকই ভাবে এখনও মনে মনে-
সোহাগিনী হয়ে দেয় সোহাগ অতি গোপনে...।
এই তো কিছুদিন আগের কথা...!
চঞ্চলা হরিনীর মতই একসঙ্গে হেঁটেছে কিছুক্ষণ,
কত কথাই'তো বললো চোখে রেখেই চোখদুটো!
এখনও আমাকে মনে হলে চোখ ভাসে তার শ্রাবণে!
মুখোমুখি দাঁড়িয়ে ছিলাম দুইজনে অনেকক্ষণ,
অনেক কথা বলে গেল হাসি-মুখে....!
মুগ্ধ শ্রোতা হয়েই শুনেছি, দেখছিলাম মুগ্ধতায়-
আষাঢ়ের ভারী আকাশ হয়ে উঠছিল দুচোখ,
ঘন কালো মেঘেরা হয়েছিল জমাটবদ্ধ-
এখনওই হয়তো ঝরবে বৃষ্টি হয়ে...!
হ্যা, ঠিকই পড়েছিলাম ওই মনের কাব্য-
প্রিয়া মোরে ভালোবাসে এখনো আগের'ই মত...।
অবাধ্য চোখদুটো কোনো কথাই শুনছে না আর,
ভীষণ জোড়ালো বায়না আজ কাঁদবে বলে...!
কিন্তু! আমি আর কাঁদব না।
কাঁদতে চাই না আর কোন মিথ্যে মায়ার ছলে,
আমি আর ভাববো না তাকে, খুঁজব না কখনো;
কাঁদবো না আর কখনোই তাকে হারানোর কষ্টে,
ফাঁসতে চাই না আর কারো মায়া জালে...।
আমার মতো থাকবো আমি, নিজেকেই কেবল ভাববো;
দেখবো রাতের চন্দ্র তারা, একাকীত্ব ভুলে হাসবো।
_______
পরনো'কে একটু ঘষে নিয়েছি মাত্র, ছবিটি গুগল থেকে পাওয়া ও কৃতজ্ঞতা শিল্পীর তুলিতে, এডিট করেছি লেখাটুকুই মাত্র।
মূল- ২১ জানুয়ারি ২০১৭'ইং,
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয় কবির মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন সুপ্রিয়,
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে প্রত্যাশা।
শুভকামনা রইলো আপনার জন্য
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:১২
ঠাকুরমাহমুদ বলেছেন: শত দুঃখ কষ্টে হেসে পথ চলাই আমাদের জীবনের পথ চলা, পথ চলতেই হবে, থেমে থাকা যাবে না ।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দারুণ বলেছেন ভাই, কোন দ্বিমত নেই আপনার রেখে যাওয়া কথাগুলোয়, অনেক ভালো লাগলো মন্তব্য।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:৪৫
ল বলেছেন: ওরে নয়ন ভায়া, এত দারুণ ও নাতিদীর্ঘ কবিতায় মুগ্ধতা।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে আনন্দিতই হয়েছি ভাই, প্রেরণা হয়ে থাকবে প্রশংসাটুকু।
মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
কবিতা, নাকি জীবনের কাহিনী?
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা শ্রদ্ধেয় কথাগুলো ব্যর্থ জীবনের একরাতের গল্প, বিষণ্ণ সময় গুলোর বর্ণনা মাত্র।
দোয়া রাইখেন এই বোকা ছেলেটির জন্য।
শুভকামনা জানবেন সবসময়
৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন ভাই, অনেক উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন ভাই সবসময়
৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২২
হাবিব বলেছেন: সুন্দর কথামালা
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় কবির প্রশংসা আমার জন্য অনেক প্রেরণার, অনেক উৎসাহের।
দোয়া রাখবেন প্রিয় কবি।
শুভকামনা আপনার জন্য সবসময়
©somewhere in net ltd.
১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৯
সনেট কবি বলেছেন: অনিন্দ সুন্দর কথা মালা।