নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
কেমন আছো- মা'গো তোমায় কত-দিন দেখিনা!
তোমায় ছেড়ে দূর প্রবাসে দিন আমার কাটে'না।।
সময় কাটে অস্থিরতায়,
কাজের ফাঁকে মা'গো তোমায়- মনে পড়ে খুব।
জানলে ও'মা তোমার খবর জোড়ায় আমার বুক।।
দুঃখের আগুন যায়'গো নিভে-
দেখলে তোমার মুখ-
সকল কষ্ট ভুলে মনে- পাই যেন'গো সুখ।।
শুনলে তোমার মুখের কথা,
থাকেনা হারানোর ব্যথা;
না দেখিলে মনের ভিতর বাড়ে'গো উৎসুক।
তোমার ছেলের দুঃখ মা'গো
কে আর বুঝলো কবে!
স্বার্থে গেল ভালোবাসা- হারাইলাম সব ভ'বে।।
কষ্টে ভরা ব্যর্থ জীবন,
তুমি-হীন দেখিনা সু-জন;
সুখ বুঝিনা কোথাও ও'মা- খুঁজি তোমার কূল।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, এখন আমার প্রায়ই মার কাছে থাকতে মন চায়, অনুভব করছি মা আমার বেহেশতের চেয়েও অনেক বড় কিছু।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: চোখ ভিজে এলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্যে উৎসাহ প্রেরণা রেখে যাওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন আমার,
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন ভাই সবসময়
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩০
হাবিব বলেছেন: অসাধারণ কন্ঠ। খুব ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা নয়ন ভাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় কবির কাছে এমন প্রেরণাদায়ক মন্তব্য পেয়ে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম। প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন শ্রদ্ধেয় কবিবর।
মোবাইল স্ক্রিনে সমস্যা থাকায় প্রতিমন্তব্য দিকে দেরি হয়ে গেছে ভাই।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৪
জাহিদ অনিক বলেছেন: লিরিক, সুর গান-- ভালো লেগেছে নাঈম ভাই। আপনার গানগুলো খুব সহজ আবার ভালো লাগে
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম প্রিয় কবি ভাইয়ের কাছে এমন প্রেরণাদায়ক প্রশংসা পেয়ে।
দোয়া রাইখেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়।
©somewhere in net ltd.
১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
চাঁদগাজী বলেছেন:
সবকিছু থেকে আগলে রাখেন মা