নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
মরে গেলেই হয়তো একদিন সবই যাবে চুকে...!
তোমার দেয়া অহেলা, প্রেম-নামে মিথ্যে ছলনা,
সামান্য ভালোবাসা, নিষ্ঠুর পৃথিবীর সব নির্মমতা;
সবকিছু একদিন ঠিকই ফুরিয়ে যাবে।
নিঃশেষ হয়ে যাবো এই পৃথিবীপৃষ্ঠ থেকে,
কিছুই আর থাকবেনা অবশিষ্ট আমার।
রাখবেনা মনে, তুমিও ভুলে যাবে আমাকে...!
ভুলে যাবে আমি ছিলাম কোনোদিন-
ভালোবাসা হয়ে এসেছিলাম তোমার জীবনে।
সেদিন হয়তো তৃপ্তির শ্বাস ছেড়ে বলবে-
একটা ঝামেলার তো হলো বিদায়....!
অবাক নই'গো আমি তাতে।
আমার ভালোবাসা তোমার কাছে ছিল ঝামেলার!
বুঝতে পারিনি- আমি ছিলাম না তোমার যোগ্য,
গরীবের যে ভালোবাসতে নেই, বুঝিইনি...!
বুঝিনি, মুখে ছিলো তোমার মিষ্টি হাসি,
আর অন্তরে ছিলো ভিন্ন, ভেবেছো- অসহ্য!
ভেবেছো কিভাবে এ'ঝামেলা থেকে পাবে মুক্তি।
বলেছি- তুমি ছাড়া হবে মোর পৃথিবী অন্ধকার।
ঠোটের কোণায় হাসি রেখে ভেবেছো-
জীবনটাকে এই বুঝি করে দিতে চায় ছারখার!
অন্তরে লুকিয়ে রাখা কথা বুঝতে পারিনি,
তোমার মনের ভাবনা বুঝতে পারিনি কখনোই;
মুখ আর ঠোটের হাসিতে হেরে গেছি বারবার!
তোমার মিথ্যে ছলনায় গেছি ডুবে-
হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবেসেছি
অন্তর থেকে চেয়েছি তোমাকে করতে আপন,
অবুঝের মতো চেয়েছি সুখের ঘর বাঁধতে দু'জনে;
পারিনি বাঁধতে সেই ভালোবাসার ঘর।
আমি হেরে গেছি-
নয়তো হারিয়ে দিয়েছি তোমাকে ভালোবাসায়,
আমি ব্যর্থ হয়েছি মনের অতৃপ্ত বাসনায়...!
তোমাকে পোড়াতে পারিনি কামনার আগুনে।
বাঁধা ছিল হৃদয়ের, বিবেক সাঁই দেয়-নি!
আমার কামনা-বাসনা ইচ্ছা স্বপ্ন-
তোমার কাছে রেখেছিলাম আমানত হিসেবে,
তুমি সেই আমানত ধরে রাখতে পার-নি,
আমার সাথে করেছো বেঈমানী...।
প্রতারণা করেছো আমার বিশ্বাস নিয়ে,
আমার ভালোবাসাকে তুমি করেছো তুচ্ছ;
তাই বুঝি আজ বিবেকের ধ্বংসনে-
তিল তিল করে এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে....!
কেন ভুল করলাম তোমাকে বিশ্বাস করে..?
কেন তোমাকে ভাবতে পারলাম না শুধুই পুষ্প!
আজও নয়নে ভর করে শ্রাবণ,
মনের ভুবন ভাসিয়ে চলেছে ভরি বরিখন্তিয়া;
ভালোবেসে এ'হৃদয় করে নিবে বরণ,
দরশনে তোমার- তৃপ্ত হতে চায় অতৃপ্ত-নয়ন!
অনুভবে বাড়ে বিরহের জ্বালা দারুণ,
স্মরিয়া তোমাকে যেন ফাটি যাওত মোর ছাতিয়া।
জমুক মেঘ আকাশে, ভাসুকনা এই হৃদয় শ্রাবণে,
ঝরুক বৃষ্টি যতো'ই মনের জমিনে, বুঝবেনা কেউ,
জানি হয়তো তুমিও কখনওই জানবে না তা।
তুমি তো দেখবে না, কখনওই আর বুঝবেনা
ফাটিতে চাহে এ বুক আজও তোমারে স্মরিয়া!
মরেই তো যাবো কোনোএক দিন।
ভাবি-না হয়ে যাবো নিঃশেষ প্রেমের ভুবন থেকে;
জীবনের অমোঘ নিয়মে একদিন -
হবেই আমার মৃত্যুর পথে-যাত্রা।
ভুলেই থেকো তুমি, ভুলে যাক নিষ্ঠুর পৃথিবী;
শেষ হবে না কভু আমার এই ভালোবাসা,
ভেবো না এই প্রেমের হবে মরণ....!
তবে হ্যা, মিটবে না কভু তোমাকে পাওয়ার তৃষ্ণা।
শুধু জেনে রেখো, মানো চাই-বা না মানো-
তোমাকে ঘিরেই থাকবে আমার অতৃপ্ত-আত্মা।
_____
১০-২-২০১৭ইং
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত হলাম সুপ্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয়। উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন।
দোয়া রাখবেন কবিবর।
শুভকামনা জানবেন সবসময়
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২১
হাবিব বলেছেন: তোমার দেয়া অবহেলা ,
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: বুঝেছি স্যার, এখনই ঠিক করে নিচ্ছি। আন্তরিকতায় কৃতজ্ঞ করলেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর।
ভালোবাসা জানবেন সবসময়
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৪
সনেট কবি বলেছেন: অফুরন্ত প্রেম। সুন্দর হয়েছে++++।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয় কবিবর এর কাছে প্রশংসিত হয়ে, অনেক প্রেরণা রেখে গেছেন শ্রদ্ধেয়।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা জানবেন, শ্রদ্ধা ভালোবাসা সবসময়
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসংখ ভালো লাগল ভাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম প্রিয় ভাই, অনেক প্রেরণা রেখে গেছেন মন্তব্যে। উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন সবসময়
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩৯
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন শ্রদ্ধেয় প্রিয় ভাই, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয়। উৎসাহিত করে কৃতজ্ঞ করলেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য সবসময়
৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
তারেক ফাহিম বলেছেন: আত্মহত্যার ছায়া ফুঁটে উঠলো কবিতায়।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ধন্যবাদ ভাই, পড়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা রাখছি।
দারুণ পর্যালোচনা করেছেন ভাই, আত্ম হত্যা আমি ঘৃণা করি ভাই, তবে মানসিক আত্মহত্যা বলতেই পারেন।
শুভকামনা আপনার জন্য সবসময়
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৪
শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো ++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর প্রিয় কবি ভাইয়ের দেখা পেলাম! কেমন আছেন ভাই?
প্রশংসা ও প্লাস পেয়ে অনেক আনন্দিত হলাম প্রিয় ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা আপনার জন্য, ভালোবাসা জানবেন সবসময়
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
শাহরিয়ার কবীর বলেছেন: আমি আপনাদের দোয়াতে ভালো আছি ....
আশা করি, আপনিও ভালো আছেন নয়ন ভাই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি ভাই আপনাদের দোয়া আল্লাহর রহমতে।
আপনার সুখসমৃদ্ধি কামনায় সবসময়
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৪২
ল বলেছেন: দারুণ কবিতা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় কবির কাছে প্রশংসিত হয়ে, প্রেরণা হয়ে থাকবেন। উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন আমার।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
শুভকামনা আপনার জন্যও সবসময় রাখি মনে।
১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর ন মনমুগ্ধকর ! ++
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয়র প্রশংসা আমাকে উৎসাহিত করবে সামনের দিনে, উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন আমার।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকবে এই প্রত্যাশা।
শুভকামনা আপনার জন্যও সবসময় রাখি আমার মনে
১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আহারে...
প্রেমিকদের কি এত অভিমান করতে হয়?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রেমিকদের কাছে থাকার মতো যা থাকে ওই 'সহানুভূতি আর অভিমান'টুকুই! সবকিছু দূরে ঠেলে দেয় আর এই দুটো বক্ষে নিয়ে ঘুরতে চায় সবসময়।
আপনার সহানুভূতি দেখে মুগ্ধ হলাম। দোয়া রাখবেন ভাই। পিছনের পোস্টে মন্তব্য রেখে গিয়ে উৎসাহিত করে যাওয়ার জন্য কৃতজ্ঞ আমার মন।
শুভকামনা আপনার জন্য সবসময়।
©somewhere in net ltd.
১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০
হাবিব বলেছেন: বাহ, দারুণ কবিতা