নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

বুঝবেনা সে বিষের জ্বালা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫



গাঁয়ের মেঠোপথে যেতে যেতে দেখেছি তোমায়,
এই হাতে ও'হাত রেখে কত-দিন বলতে আমায়!
'আমার সুখ বুঝি সবটুকু এই বুকে,
চাই'গো হাসতে আমি তোমার সুখে;
তোমার বাহুডোরে হবে মরণ- বাঁচি এই আশায়'।

গোধূলির রঙে সেজে ঘাসের উপর বসে দু-জন,
দেখছিলাম সূর্যাস্ত- ছিল চোখ-জুড়ে কত-স্বপন!
কতো মায়া মমতা আ-র ভালোবাসা-
ছিল আমার'ই জন্য! দিচ্ছিলে আশা-
বাঁধিবে ঘর-একসাথে বাঁচবে- মধুর হবে জীবন।

সারারাত উড়ু মনে- ছিল-না চোখে ঘুম দু'জনার,
ইচ্ছে সাধের স্বপ্ন বুনে রাঙিয়েছি রাতের আঁধার!
ফুলের স্পর্শে জাগিয়েছো-সেড়ে স্নান,
অপূর্ণ কামনায়-পুড়ে প্রভাত ছিল ম্লান;
সোহাগিনী হয়ে বলতে-তুমিই মোর ইচ্ছে বাঁচার।

কতদিন সঁপেছ-কাম-আগুনে নিজকে জ্বলাতে!
দারুণ যন্ত্রণা সয়েছি সে-সময় গুলো সামলাতে।
ইচ্ছার বিরুদ্ধে- অসাধ্য তবুও পেরেছি-
নিজকে নয়-ঝরে পড়া বজ্র ফিরিয়েছি!
তোমার সম্মান- হাসিমুখ চেয়েছিলাম দুনিয়াতে।

শ্রদ্ধা আর বিশ্বাস পূঁজি করেই তুমি-যৌবনারম্ভে
ঢেলেছ ছলনার বিষ- মধু ভেবে'ই নিয়েছি বক্ষে!
বুঝবেনা সে-বিষের জ্বালা কত কষ্টের!
যদি বুঝতে বন্ধু-হতে'না ঘরণী অন্যের!
আমি নই বিশ্বাসের হারে-তুমি পৌঁছলে গন্তব্যে।


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১২

এ.এইচ.নাবিল বলেছেন: বাহ সুন্দর হয়েছে।
আমার ব্লগে ঘুরে আসার আমন্ত্রণ রইল।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মন্তব্য পেয়ে আনন্দিত হলাম, প্রেরণা হয়ে থাকবে প্রশংসাটুকু। উৎসাহদানে কৃতজ্ঞতা জানবেন ভাই।
দোয়া রাখবেন।

শুভকামনা আপনার জন্য।
ফাল্গুনী শুভেচ্ছা রইল।

হ্যা ভাই, অবশ্যই ঘুরে আসবো আপনার ব্লগে।
অভিনন্দন আপনাকে

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর লিখছেন+++



ফাল্গুনী শুভেচ্ছা রইলো নয়ন ভাই। !:#P

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভেচ্ছা ও প্রশংসায় মুগ্ধ হয়েছি ভাই, অনেক উৎসাহ পেলাম।
দোয়া রাখবেন কবিবর।

ফাল্গুনী শুভেচ্ছা রইল সুপ্রিয় কবি ভাই।

৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
দারুন আবেগময়।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয়, প্রেরণা হয়ে থাকবে প্রশংসাটুকু।
দোয়া রাখবেন ভাই।

ফাল্গুনী শুভেচ্ছা রইল ভাই

৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

শুভ বসন্ত।।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় কবিবর এর প্রশংসা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।
দোয়া রাখবেন সুপ্রিয় কবিবর।

ফাল্গুনী শুভেচ্ছা রইল,
শুভ বসন্ত

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর সুপ্রিয় কবি আপুর উৎসাহদানে কৃতজ্ঞ হলাম, প্রেরণা হয়ে থাকবে প্রশংসাটুকু।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা আপনার জন্য সবসময়
ফাল্গুনী শুভেচ্ছা জানবেন
শুভ বসন্ত

৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

ওমেরা বলেছেন: স্মৃতি মূলক কবিতা ভাল লেগেছে। ধন্যবাদ ভাইয়া।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পরে আপুনির দেখা পেয়ে আনন্দিত হলাম, ভালো লাগাটুকু আমাকে উৎসাহিত করে গেল, প্রেরণা হয়ে থাকবে।

ফাল্গুনী শুভেচ্ছা জানবেন
শুভ বসন্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.