নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com
ঘর হারিয়ে বেঘোর আমি,
মন হারিয়ে মৃত;
তৃষ্ণার্ত আজ মরুর বুকে-
কেমনে রই জীবিত!
সৌরভ ছড়িয়ে যাবো
নই'তো গোলাপ ফুল,
পথ হারানো পথিক চোখে
স্মৃতির জ্বালা- ভুল।
নেশার টানে ভুলিয়ে রাখি
সুখের সেদিন-গুলি,
যেদিন-গুলো মনের মাঠে
উড়ায় স্মৃতির ধূলি।
আর কতদিন নেশার ঘোরে-
মনটাকে পোড়াবো,
কাষ্ঠ হয়ে পুড়বো নিজকে-
সূর্য হয়ে জ্বলবো!
এইতো জীবন নেশার বোতল
নিত্য সঙ্গী করে,
সবাইকে বিদায় জানিয়ে
একদিন যাবো মরে।।
(বুঝতে পারলাম না ছবি কেন আপলোড করতে পারছি না!)
আজ ছবি আপলোড করতে পারছি, তাই ছবি যুক্ত করে দিলাম।
২২ শে মার্চ, ২০১৯ রাত ৩:২৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতার প্রশংসা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে শ্রদ্ধেয় কবিবর।
দোয়া রাখবেন ভাই।
যাক ছবি আপলোড়ের বিষয়ে জেনে, কৃতজ্ঞতা রাখছি।
শুভকামনা জানবেন ভাই সবসময়
২| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৩:৩০
আকতার আর হোসাইন বলেছেন: বাহ, সুন্দর কবিতা। মুগ্ধ হলাম। পুলকিত হলাম।
ছবি যোগ করতে পারেননি যেনো খারাপ লাগলো ভীষণ।
২২ শে মার্চ, ২০১৯ ভোর ৪:০০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এমন আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা রাখছি ভাই, অনেক আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।
শুভকামনা জানবেন ভাই
৩| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:০৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: চমৎকার উপস্থাপন। শুভেচ্ছা।
২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় ভাইয়ের মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন ভাই। উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন ভাই।
প্রতিমন্তব্য দিতে দেরি করে ফেললাম তাই দুঃখী আমি, কষ্ট নিবেন না প্লিজ।
শুভকামনা জানবেন ভাই সবসময়।
৪| ২২ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২৩
শায়মা বলেছেন: একদিন তো সবাই মরে যাবো ভাইয়া!
ছবি যোগ করা যাবেনা ।
সামুর নতুন রুল!
২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুপ্রিয় আপুর আগমনে ধন্য আমার ব্লগবাড়ি, মন্তব্য রেখে উৎসাহদানে কৃতজ্ঞতা আমার।
দোয়া রাখবেন আপু।
হ্যা আপু, একদিন সবাইকে বিদায় নিতে হবে দুনিয়া থেকে, তবু্ও কারো কারো বিদায় কেমন যেন.....
ছবি যোগ করতে না পারলে কেমন যেন খালি খালি দেখায পোস্ট!!
প্রতিমন্তব্য দিতে দেরি করে ফেললাম তাই দুঃখী আমি, কষ্ট নিবেন না প্লিজ।
শুভকামনা আপনার জন্য সবসময়
৫| ২২ শে মার্চ, ২০১৯ দুপুর ১:১৩
রাজীব নুর বলেছেন: একমাত্র বইয়ের নেশা ছাড়া অন্য সব নেশা খারাপ।
২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই আপনার কথাই ঠিক, সব নেশাই মানুষের জীবন কেনোনা কোনভাবে ক্ষয় করে দেয়।
আপনার মন্তব্য পেয়ে অনেক আনন্দিত হলাম প্রিয় ভাই।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।
প্রতিমন্তব্য দিতে দেরি করে ফেললাম তাই দুঃখী আমি, কষ্ট নিবেন না প্লিজ।
শুভকামনা জানবেন ভাই সবসময়
৬| ২৩ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৩
মাহমুদুর রহমান বলেছেন: অনেক দিন পর আপনার একটি কবিতা পেলাম।
ভালো লাগলো খুব।
২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন ভাই আন্তরিক মন্তব্য রেখে গিয়ে, আপনাদের এমন আন্তরিক ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে, কাছে টানে সবসময়। কিন্তু আমার সময়গুলো কেমন যেন অস্থির হয়ে গেছে ভাই! অনেক দিন যাবত আমি নতুন কোন কবিতা লিখতে পারছি না! কোন লেখাতেই মনোযোগ নেই, কি সব আজেবাজে চিন্তা মাথার ভেতর জমে ওঠে। কোন কাজেই এখন আর ভালো লাগেনা। দোয়া রাখবেন ভাই।
প্রতিমন্তব্য দিতে দেরি করে ফেললাম তাই দুঃখী আমি, কষ্ট নিবেন না প্লিজ।
শুভকামনা রইল ভাই আপনার জন্য
©somewhere in net ltd.
১| ২২ শে মার্চ, ২০১৯ রাত ৩:১৯
ল বলেছেন: জীবনের নেশার বোতল খুলে সুরা পান করুন আজীবন।
কবিতায় মুগ্ধতা।
ছবি আপলোড অপশন সাময়িক বন্ধ আছে সামুর নিরাপত্তার কারণে।
সাময়িক অসুবিধা কেটে গেলে সব ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ নিরন্তর।
কবিতা দিবসের ভালোবাসা।