নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

|| দিশেহারা ||

২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২১



আমি উম্মাদ আজ-
পথের ভুলে দিশেহারা,
বিষণ্ণ সময়, কন্টক পথ-
সঙ্গী বিরহ যন্ত্রণা।

পথের টানে পথিক আমি-
সকাল সন্ধ্যা রাত্রির,
নই মন্থর- ছুটি দুরন্ত-
সদা থাকে এই মন অস্থির।

ডাকি ঈশ্বর, হইলো পর-
যাদের ভেবেছি আপন,
একা নির্জন- পথ দুর্গম-
বক্রতায় জীবন যাপন।

কে'চায় বল আঁধারের কালো-
পূর্ণিমা কোন রাতে,
বেরসিক মেঘ হানা দেয় বেশ-
ঢেকে দেয় জ্যোৎস্নাকে।

নিঃস্ব এ'রাত ব্যস্ততায় চাঁদ-
ভরতে ভুবন আলোয়,
কেউ নেই মোর-করে দিল দূর-
হারালাম আপন আলয়।


______
রি-পোস্ট,
আগে কবিতাটি ভেতরে ছিলো আরো দুটি কবিতার সঙ্গে।
বেশকিছু দিন যাবত নতুন কোন লেখাই লেখতে পারতেছি না, মনই বসছে না কোন লেখায়! তাই ভাবলাম পুরনো হলেও প্রথম পাতায় এটা নতুনই, তাছাড়া ব্লগে পোস্ট না করলে কেমন যেন অস্থির লাগে আমার, ভালো লাগেনা, নিজেকে মনে হয় হারিয়ে ফেলেছি ব্লগ থেকে।

পারছি ছবি আপলোড করতে, খুব ভালো লাগছে চেষ্টায় সফল হয়ে। প্রথমে কয়েকবার চেষ্টা করেও পারিনি, পরে মন্তব্যের ঘরে দেখি ছবি আপলোড হয়েছে, সেখান থেকেই পেষ্ট করে পোস্টে যুক্ত করে দিলাম।

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

আরোগ্য বলেছেন: কবিতাটি পড়ে ভালো লাগলো।

২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার ভালো লাগা আমাকে জানিয়ে আনন্দিত ও উৎসাহিত করলেন ভাই, মন্তব্য রেখে প্রেরণাদানে কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা রইল ভাই আপনার জন্য।

২| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

বলেছেন: ভালো লাগলো।

২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগা জেনে উৎসাহিত হলাম কবিবর, ভালো লাগাটুকু আমাকে অনুপ্রাণিত করবে শ্রদ্ধেয়।
দোয়া রাখবেন।

শুভকামনা জানবেন সবসময়

৩| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: ভালো লাগলো কবিতাটি

২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত করলেন ভাই মন্তব্য রেখে গিয়ে, ভালো লাগাটুকু আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে সামনের দিনে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য

৪| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

মুক্তা নীল বলেছেন:
আমি উম্মাদ আজ-
পথের ভুলে দিশেহারা,

দিশেহারা হবেন কেন
প্রয়োজনে দিশেহারা অবস্থা করে ছাড়বো......
ভাই এত পাশে বোন আছে, চিন্তা কি?

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মানুষের যখন অতীত বর্তমান ভবিষ্যৎ এর সাথে নিজের চারপাশটা অন্ধকার মনে হয়, নিজেকে পৃথিবীর বুকে নিষ্প্রয়োজন মনে হতে থাকে, স্তব্ধ হয়ে যায় সকল চাওয়া পাওয়া ইচ্ছে, তখন মানুষ দিশেহারা না হয়ে পারেনা আপু।

যা হোক, আমার সকল দুঃখব্যথা কষ্ট সবই লেখা পর্যন্তই সীমাবদ্ধ, বেহায়া মনটা মাঝেমধ্যে পাগলামি করতে বড় বেশি ভালোবাসে।
তবে, আপনার এমন আন্তরিক ভরসায় পূর্ণ মন্তব্য পেয়ে সত্যি খুব আনন্দ আর নির্ভরতার ছোঁয়া পেলাম মনের ভেতর, লেখাটি ধন্য হলো আমার।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়

৫| ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নয়ন ভাই,

পোস্টটি পড়ে ভালো লাগলো। সম্ভবত আগের পোস্টটি আমার পড়া ছিল না । যে খানের নতুন নতুন লাগলো। ধন্যবাদ আপনাকে।
++

শুভকামনা ও ভালোবাসা জানবেন।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা সুপ্রিয়, আগের পোস্ট না পড়ারই কথা, কারণ এটা আরো দুটি কবিতার সঙ্গে ভিতরে ছিল।
আপনার কাছে ভালো লাগা জেনে অনেক আনন্দিত ও উৎসাহিত হলাম, প্রেরণা হয়ে থাকবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই।
দোয়া রাখবেন আমার জন্য।

শুভকামনা আপনার জন্য সবসময়

৬| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৫

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।

বেশকিছু দিন যাবত নতুন কোন লেখাই লেখতে পারতেছি না, মনই বসছে না কোন লেখায়! তাই ভাবলাম পুরনো হলেও প্রথম পাতায় এটা নতুনই, তাছাড়া ব্লগে পোস্ট না করলে কেমন যেন অস্থির লাগে আমার, ভালো লাগেনা, নিজেকে মনে হয় হারিয়ে ফেলেছি ব্লগ থেকে।

আমার মনের কথা বলে দিলেন।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:১০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, আমার সময়গুলো খুবই অস্থির হয়ে গেছে। আশাকরি সবই একসময় ঠিক হয়ে যাবে।
আপনার জন্যও শুভকামনা রইল, যেন অস্থিরতা দূর করে স্থিতিশীল করতে পারেন মনকে।


আমাকে এখন যেতে হবে ভাই, নাইট শিফটে ডিউটি আজ, তৈরি হতে হবে।
দোয়া রাখবেন সুপ্রিয় ভাই।

ভালোবাসা জানবেন সবসময়

৭| ২৫ শে মার্চ, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: দিশেহারা হলে চলবে?
শান্ত হোক। মনে সাহস রাখুন।

২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ ভাই, দিশেহারা হলে চলবে না, দোয়া রাখবেন ভাই।

শুভকামনা রইল ভাই আপনার জন্য

৮| ২৬ শে মার্চ, ২০১৯ সকাল ৮:২৯

নীলপরি বলেছেন: কবিতা খুব ভালো লাগলো । মন ছুঁয়ে গেলো ।
++++++

আর আপনি খুবই দৃঢ়চেতা মানুষ । সবসময় সবাইকে উৎসাহ দেন । আশাকরি নিজেই নিজেকে উৎসাহিত করতে পারবেন । তারপর নতুন পোষ্ট দেবেন ।

অনেক শুভকামনা

২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন আপু, আপনার মন্তব্য আমার হৃদয় ছোঁয়ে গেল। খুব আনন্দিত হলাম আপু আপনার মন্তব্য পেয়ে।


শুভকামনা জানবেন সবসময়

৯| ২৬ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সাবলীল লেখা, তবে দিশেহারা কেন? কবির কাজ আলোকবর্তিকার মতো পথ দেখানো। আশা করি, ঘুরে দাঁড়াবেন।

শুভেচ্ছা।

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আনন্দিত করলেন ভাই মন্তব্য রেখে গিয়ে, মাঝেমধ্যে মনোবল একেবারে শূন্যতে গিয়ে ঠেকে,
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা আপনার জন্য

১০| ২৬ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

আহমেদ জী এস বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন,



দিশেহারা হবার কিছু নেই। এখনও আকাশে চাঁদ ওঠে। বেরসিক মেঘও হানা দেয়। আপনও পর হয়ে যায় কিন্তু বাতাস কি বন্ধ হয়ে যায় তাতে!
এই বাতাস টেনেই তো বাঁচতে হয়, নইলে হারাতে হয় যে আপন আলয়......................

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্লগে আমাকে অনিয়মিত করে রেখেছে সময়ের অস্থিরতা, তবুও মাঝেমধ্যে ব্লগে এসে প্রিয় মানুষদের হৃদয় ছোঁয়া আন্তরিক মন্তব্য দেখে মনের ভেতর অনাবিল আনন্দের ঢেউ খেলে যায়। মন্তব্য পেয়ে কৃতজ্ঞতা রাখছি শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন সবসময়

১১| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫১

জাহিদ অনিক বলেছেন: আপন আলয়ে হারানো তো বেশ !

২৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ঠিকই বলেছেন কবি ভাই, তবে আলয় হারিয়ে গেলেই স্তব্ধ মনে হয় পৃথিবীর সবকিছু।
মন্তব্য পেয়ে আনন্দিত হলাম সুপ্রিয়।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময় হে প্রিয়

১২| ২৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

জুন বলেছেন: রিপোস্ট কোন ব্যপার না নাইম জাহাংগির। কবিতাটি অনেক সুন্দর শব্দময়। ব্লগে যে সরব আছেন সেটা জানান দেয়াই এখন আমাদের কাজ। ব্লগের অবস্থা দেখে আমারো মন খারাপ হয় সবার মত। তারপর ও সকল প্রতিকূলতাকে জয় করবো ইনশাআল্লাহ।

৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা আপু সেই আশায় প্রতীক্ষিত সময় পার করছি আমরা সবাই, ব্লগের স্বাভাবিক অবস্থা ফিরে আসুক দ্রুত সেই কামনা স্রষ্টায়।
আমরা যারা বাংলাদেশে থেকে ব্লগিংয়ের সাথে যুক্ত তাদের সাথে সামুর অগণিত পাঠকেরও মন খারাপ আমাদের এমন দূরাবস্থার জন্য। তবুও আমরা আশাবাদী ফিরবেই সামুর সোনালী দিন আবারও।

কবিতার প্রশংসা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে আপু, অনেক আনন্দিত হলাম।
দোয়া রাখবেন সুপ্রিয় আপু।

শুভকামনা জানবেন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.