নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com \'স্বপ্ননীড়\'।।

নাঈম জাহাঙ্গীর নয়ন

সু-স্বাগতম। আপনার আগমনে ধন্য আমি। মানুষ আমি, আমাকে মানুষই ভাববেন, আমি তাই হতে চাই njnoyon.com

নাঈম জাহাঙ্গীর নয়ন › বিস্তারিত পোস্টঃ

সেদিন করো ক্ষমা

১২ ই মে, ২০১৯ সকাল ১০:৩৭



যেদিন মরে যাবো সেদিন অ-নে-ক কাঁদবে তুমি,
কান্নাভেজা সে'মুখ দেখতে পারবোনা শুধু আমি!
তোমার আগেই অনেক স্বজন শুনবে মরণ খবর,
কষ্টে সেদিন সবার চোখে'ই বইবে দুঃখের নহর।

শেষ দেখাটা দেখে-ই ঢাকবে আমার নিথর দে-হ,
কতটা প্রিয় তোমার ও'মুখ জানবেনা আর কে-হ!
তোমার আগেই কেউবা দিবে বুজে চোখের পাতা,
সাধ থাকিলেও সেদিন তোমায় হবেনা আর দেখা!

কিভাবে হা-য় অনন্ত-কাল থাকবো সেই ক-ব-রে-
শেষ-দেখা না-দেখলে দুঃখ থাকবে এ-ই অন্তরে!
কাঁদবো সেদিন দেখবেনা কেউ-চক্ষু বুজে র-বো;
শুনবেনা কেউ আত্ম-চিৎকার-দুঃখ কারে ক'বো।

কখনও কেউ বুঝতে চায়নি আমার ভালোবাসা!
ঘো-র দুরত্ব সুখ থেকে যার-মিছেই সকল আশা!
অনেক আগে স্বপ্ন দেখার ইচ্ছে যত সব হারিয়ে-
শূন্য-কভু স্বজন ধারে লাভ খুঁজি'নি সুখ মাড়িয়ে।

বুকফাটা কোন কান্নার সু-র আসবে ভেসে কানে,
দেখতে-ছুঁতে পারবোনা তবে-ভাসবে হৃদয় বানে।
সেইদিনের স-ব ব্যথার পাহাড় থাকবে বুকে জমা,
করবোনা আর আবদার কভু-সেদিন করো ক্ষমা।


মন্তব্য ৩৫ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৯ সকাল ১১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা

১২ ই মে, ২০১৯ সকাল ১১:৪৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: দীর্ঘ সময় পর ব্লগে পোস্ট করেও সুপ্রিয় কবি আপুর থেকে উৎসাহ পেয়ে আনন্দিত হলাম। প্রেরণা হয়ে থাকবে আপনার প্রশংসাটুকু।দোয়া রাখবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়।

২| ১২ ই মে, ২০১৯ দুপুর ১২:০৬

নজসু বলেছেন:




কিন্তু প্রিয় মৃত্যুর পর নাকি অনুভব করা যায়।

কবিতা অসাধারণ হয়েছে।

১২ ই মে, ২০১৯ দুপুর ১২:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা, সম্ভবত অনুভব করা যায় নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত, কারণ মানব শরীরের কিছু অংশ নাকি বেশ কিছুক্ষণ জীবিত অবস্থায়ই থাকে। তবে, কেউনা কেউ চোখের পাতায় হাত বুলিয়ে বুজে দেয়, তখন কানে শুনতে পারলেও দেখার ক্ষমতা থাকবেনা হয়তো।

কবিতার প্রশংসা আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে সুপ্রিয় ভাই, প্রেরণা হয়ে থাকবেন।
শুভকামনা জানবেন সবসময়

৩| ১২ ই মে, ২০১৯ দুপুর ২:২৫

ওমেরা বলেছেন: মরে গেলে কাঁদবে সবাই বেঁচে থাকতে কেউ পাত্তা দিতে চায় না ।

ভালো লাগল ধন্যবাদ ভাইয়া।

১২ ই মে, ২০১৯ দুপুর ২:৪৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: একদম ঠিক বলে গেছেন আপু, আপনার মন্তব্য মুগ্ধতা দিয়ে গেল। ভালো লাগাটুকু প্রেরণা হয়ে থাকবে আপু।

শুভকামনা জানবেন সবসময়

৪| ১২ ই মে, ২০১৯ দুপুর ২:৪৯

হাবিব বলেছেন: কবি ভাই, সুর দিয়ে গেয়ে শুনাবেন আশা করি............

১২ ই মে, ২০১৯ দুপুর ২:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন শ্রদ্ধেয় প্রিয় কবিবর আন্তরিক উৎসাহদানে, আসলে এটা গান হিসেবে ভাবিইনি, তাছাড়া এতবড় গান সুর করাটাও আমার জন্য অনেক কঠিন হবে। প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন শ্রদ্ধেয়।

শুভকামনা জানবেন সবসময়

৫| ১২ ই মে, ২০১৯ বিকাল ৩:৩২

মুক্তা নীল বলেছেন: নয়ন ভাই
অনেকদিন পর ব্লগে এলেন। এতদিন পর এলেন তাও আবার মরে যাওয়া কষ্টের কান্নার কবিতা নিয়ে। এত ভাই একদম ঠিক হলো না। বোন হয়ে এটা কি মানা যায়?
যাই হোক, ভালো থাকবেন ,শুভকামনা রইল ।

১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আসলেই এতদিন পর ব্লগে এসেই এমন লেখা একেবারেই বেমানান, মন্তব্যে আন্তরিকতা পেয়ে অনেক আনন্দিত। বোনদের জন্য আসলেই খুব কষ্টকর ভাইদের বিষণ্ণতা।

দোয়া রাখবেন আপু,

শুভকামনা জানবেন সবসময়

৬| ১২ ই মে, ২০১৯ বিকাল ৪:০৪

সাহিনুর বলেছেন: কষ্টময় অনেক লেখাগুলো..খুবই সুন্দর হয়েছে ।

১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত করলেন ভাই মন্তব্য রেখে গিয়ে, প্রশংসাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

৭| ১২ ই মে, ২০১৯ বিকাল ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


এই ধারায় আপনি অনেক লিখেছেন, এবার জীবন নিয়ে লিখুন, বিমর্ষতা কেমন ভালো লাগে না।

১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: গুরুত্বপূর্ণ ও যৌক্তিক পরামর্শদানে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন আমার।

হ্যা শ্রদ্ধেয় প্রিয়, আমিও ভাবি অন্যরকম ভাবধারায় ফিরে আসতে, কিন্তু কেন যেন হয়ে ওঠছে না!
দোয়া রাখবেন শ্রদ্ধেয়, আমি আপনার পরামর্শ মতো চেষ্টাশীল থাকবো।

আপনার সুস্থতা কামনায় সবসময়

৮| ১২ ই মে, ২০১৯ রাত ৯:০০

কানিজ রিনা বলেছেন: চরন ফেলিও ধীরে ধীরে প্রিয় মোর
সমাধীপাড়ে ------ নজরুল।
মৃত্যু চিন্তা মানুষকে পবিত্রতা আনয়ন করে।
সব মানুষ যদি ভাবত যেথা হতে এসেছি
সেথায় ফিরে যেতে হবে তাহলে মানুষ
ভুল করার আগে চিন্তা করত।
প্রতিটা দুঃখ আল্লাহ্ প্রদ্বত্ব আমি তাই
মনে করি। সুন্দর কবিতা ধন্যবাদ।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন আপু, কৃতজ্ঞতা রাখছি এমন মহৎ মন্তব্য রেখে যাওয়ার জন্য।
প্রশংসাটুকু আশীর্বাদ হয়ে থাকুক।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়

৯| ১২ ই মে, ২০১৯ রাত ৯:২৯

বলেছেন: কানিজ রিনা বলেছেন: চরন ফেলিও ধীরে ধীরে প্রিয় মোর
সমাধীপাড়ে ------ নজরুল।
মৃত্যু চিন্তা মানুষকে পবিত্রতা আনয়ন করে --- এসো আজ পাপের পথ ছেড়ে শুদ্ধ হই।।

ভালোলাগা ++

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:৫২

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক আনন্দিত হলাম শ্রদ্ধেয় প্রিয় কবিবর আপনার মন্তব্য পেয়ে, ভালো লাগাটুকু আমাকে অনুপ্রাণিত করবে সামনের দিনে।দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন সবসময়

১০| ১২ ই মে, ২০১৯ রাত ১০:২২

নীলপরি বলেছেন: মন ভেজানো কবিতা । খুব ভালো লিখেছেন ।

++++

শুভকামনা

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার মন্তব্য সবসময় আমাকে অনুপ্রাণিত করে আপু, আজও আমায় উৎসাহিত করে গেল।
দোয়া রাখবেন আপু।

শুভকামনা জানবেন সবসময়

১১| ১২ ই মে, ২০১৯ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত হলাম সুপ্রিয় ভাই আপনার মন্তব্য পেয়ে, প্রেরণা হয়ে থাকবেন ভাই।
দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন ভাই সবসময়

১২| ১২ ই মে, ২০১৯ রাত ১১:৩৭

মাহমুদুর রহমান বলেছেন: ভাবছি কি নিয়ে কবরে যাবো।এতো গুনাহ করেছি করছি আল্লাহ যদি ক্ষমা করেন তবেই ক্ষমা না হলে নিস্তার নেই।আল্লাহ্‌ কাছে দোয়া করি তিনি যেন পূর্ণ মুমিন বান্দা করে কবরে নেন আমাকে।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমিন, আল্লাহ আপনার মনোবাসনা পূর্ণ করুক।
সুন্দর মন্তব্য রেখেছেন ভাই, কৃতজ্ঞতা রাখছি।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা জানবেন সবসময়

১৩| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নয়ন ভাই,

অনেকদিন পর ব্লগে দেখলাম। আশাকরি কুশলে আছেন। যথারীতি পুরনো দিনের কষ্টের কথামালা। কবিতা ভালো হয়েছে কিন্তু অন্তর টাকে যে বড্ড টলিয়ে দিল।

শুভকামনা জানবেন।

১৩ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক আনন্দিত ও অনুপ্রাণিত করবে শ্রদ্ধেয় আপনার এমন আন্তরিক কথামালা, আল্লাহ আমাকে আপনাদের এমন আন্তরিক ভালোবাসা ধরে রাখার তৌফিক যেন দেয়। দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন শ্রদ্ধেয় প্রিয় ভাই

১৪| ১৩ ই মে, ২০১৯ সকাল ১০:৪৭

কাশফিয়া মাহমুদ বলেছেন: আসলেই ব্যাপারটা অনেক ভয়ংকর। যাকে এতো ভালোবাসি তাকে মৃত্যূর আগে একবার দেখতে না পেলে বুকভরা কষ্ট নিয়ে মরতে হবে!

১৩ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা ভাই সেটা অনন্ত কষ্টের।
সুন্দর মন্তব্য রেখে যাওয়ার জন্য কৃতজ্ঞতা রাখছি ভাই। প্রেরণা হয়ে থাকবেন।
দোয়া রাখবেন ভাই।

শুভকামনা আপনার জন্য সবসময়

১৫| ১৪ ই মে, ২০১৯ সকাল ৯:০৬

জুন বলেছেন: এইসব কবিতা পড়লে কেমন যেন ভয় ভয় লাগে নইম জাহাংগীর নয়ন। তারপরো ভালোলাগা রইলো ।

১৭ ই মে, ২০১৯ রাত ৮:১৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধেয় প্রিয় আপুর ভালো লাগা আমাকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে সামনের দিনে।
দোয়া রাখবেন আপু।


শুভকামনা জানবেন সবসময়
শুভ সন্ধ্যা

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: কবিতায় হৃদয়ের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। মৃত্যুর কথা কবিতাটিতে এক অন্য মাত্রা যোগ করেছে, হৃদয়গ্রাহী করে তুলেছে।
কানিজ রিনা এর মন্তব্যটি (৮ নং) ভাল লেগেছে।
কবিতায় প্লাস + +

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শ্রদ্ধা আর ভালোবাসা জানিয়ে
প্রতিত্তোরে দীর্ঘ সময় ব্যয় করে যে অজানা কষ্ট দিয়েছি তার জন্য ক্ষমা চাইছি প্রিয় কবির কাছে।

আপনার মন্তব্য সবসময় অনেক প্রেরণা আর উৎসাহিত করে গিয়েছে আমাকে, সেজন্য কৃতজ্ঞতা রাখি সবসময়। দোয়া রাখবেন শ্রদ্ধেয় প্রিয়।

শুভকামনা জানবেন সবসময়

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩১

মুক্তা নীল বলেছেন:
সহজ-সরল ভাই আমার কোথায় ছিলেন?

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ঢাকায় এসে দুই বছর হলো আমার নতুন লেখা নেই, অনলাইন থেকেই দূরে ছিলাম, মাঝে মধ্যে ফেসবুকে ঢুকা হলেও লিখতে পারিনি কিছুই। ব্লগে আসা হতোনা সময়ের অভাবেই।

এতদিন পরে ব্লগে এসেও এমন আদর স্নেহ ভালোবাসা পেয়ে বহুত আনন্দিত আমার মন।
দোয়া রাখবেন আপু
শুভকামনাজানবেন সবসময়

১৮| ০৯ ই জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর কোন দিন আপনি আসবেন না এখানে ভাবতেই কষ্ট লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.