নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃপ্ত আলো

অদৃপ্ত আলো › বিস্তারিত পোস্টঃ

মিষ্টি বউ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯


-এই... (ঘা ধাক্কা দিয়ে)
-কি??
-উঠোনা.
-হুম...আরেকটু পর।
-এখনই উঠ..
-যাও তো,কানের কাছে ঘ্যানঘ্যান করোনা। (রাগের স্ররে)
-কি আমি ঘ্যানঘ্যান করছি?ও এখন তো আমার কথা খারাপ লাগবেই,পুরনো হইয়ে গেছি তাই না?
-তুমি না সবকিছুতেই একটু বেশি বুঝ।
-এখন তো বলবাই...
তাকে থামিয়ে বললাম
-চুপ করতো। এই সাতসকালে ঝগড়া করার কোনো ইচ্ছে নাই।(অনেকটা ধমকের স্ররে)
সে চুপ করে উঠে চলে গেল।মনে হই কান্না করছে।ও পরিচয় দেওয়া হইনি,ও হচ্ছে আমার বউ ইভা।দেখতে মাশাল্লা চাঁদের লাহান।আর আমি অভি।১ বছর কিছু মাস হচ্ছে আমাদের বিয়ের।পারিবারিক ভাবেই বিয়েটা হই।মেয়েটা আমাকে অনেক ভালবাসে।আমি যে ভালবাসিনা তা না।আমিও ভালবাসি। তবে কেউ কখনো তা মুখে স্বীকার করিনি।
সকালে মেয়েটাকে মনে হই আজকে বেশিই বকে ফেললাম।হঠাৎ করে ঘুম ভাঙ্গলে আর রাগ সংযত করতে পারিনা।
সকালে নাস্তা করার সময় ইভা আমার সাথে কোনো কথা বলল না।আমিও কিছু না বলে খেয়ে অফিসে চলে গেলাম।দুপুরে ইভাকে কল দিলাম কিন্তু সে রিসিভ করল না।তাই চিন্তা করলাম তার রাগ ভাঙ্গাতে হবে।চিন্তা করলাম আজকেই সকল লজ্জা উপেক্ষা করে থাকে প্রপোজ করব।যে ভাবা সেই কাজ।তার প্রিয় ২১টা লাল গোলাপ নিয়ে বাসায় হাজির হলাম।বুয়া দরজা খুলে দিল।ঘরে ঢুকে সোজা বারান্দার দিকে পা বারালাম।কারণ তার মন খারাপ থাকলে সে বারান্দাই বসে আনমনা হয়ে বাইরে থাকিয়ে থাকে।প্রমেই থাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। সে কিছুটা ভয় পেয়ে যায়।তারপর এক ঝটকাই নিজেকে আমার থেকে মুক্ত করে নিল।আমি আবার পিছন থেকেজরিয়ে ধরে বললাম
-sry..
কোনো কিছু না বলে আবার নিজেকে আমার থেকে মুক্ত করে ঘরের দিকে হাটা দিল।আমি থাকে যাওয়ার সুযোগ না দিয়ে হাত ধরে ফেললাম।
-হাত ছাড়।(কম্পিত গলায়।সাথে চোখের পানি ও টলমল করছে।মনে হচ্ছে এখনই বন্যা বয়ে যাবে)আমি পিছন থেকে গোলাপ বের করে হাটুগেরে তার দিকে এগিয়ে দিলাম।
-ভালবাসি.. বড্ড বেশি ভালবাসি।এই অপরাধী কে ক্ষমা করে কি একটু ভালবাসা যাবে?
সে আমাকে দাড় করিয়ে খুব শক্ত ভাবে জড়িয়ে ধরল।কান্না মিশ্রিত কন্ঠে কানেকানে বলেলল
-আমিও তোমাই ভালবাসি। কথা দাও আর কখনো আমাকে দমক দিবা না?
-এই তোমার কান ধরে কথা দিলাম।
-এহহ..শয়তান তোমার কানধর।
-ওকে ওকে ধরলাম। আর কখনো এমন করব না।আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ।জীবনে আর বিয়া করতে পারবনি সন্ধেহ আছে।তারে কেমনে দমক দিব।
-কি বললা?? আরো বিয়ে করার শখ হইছে না।দাড়াও তোমার বিয়া করার শক মিটাচ্ছি।
.
ভালবাসার খুনশুটি গুলো চলতেই থাকবে।যা সকল দোষ ক্ষমার উর্ধে।
.
(এই প্রথম গল্প লিখলাম।তাই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশাকরি)


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৩

একলা চলো রে বলেছেন: টু মাচ ইম্যাচিউর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.