| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় মিম,
জানি আমার নামের চিঠি দেখে তোমার মনে ঘৃণায় ভরে উঠবে । আজ অন্তত্য ঘৃণার চোখেই চিঠিটা পড় । আমি তোমার কাছে খারাপ , নাহয় খারাপই থাকলাম । আমি তোমাকে আমার কাছে ফিরে আসার জন্য বলছি না এমন কি মাফ করার জন্য না । আমি আমার মনের কথা গুলো তোমাকে না বলে থাকতে পার ছিলাম না , যদিও বা এখন তোমার কাছে সবটা মিথ্যা । আমি তোমাকে বিশ্বাস কারার কথা বলছিনা ।
জান আমি তোমার সাথে মিশবার আগে ভালবাসা কি সেটার কিছুই বুসতাম না যেটা বুঝতাম সেটা আধুনিক যুগের গফ ফ্যাশন । আমি ছোট থেকেই চঞ্চল প্রকৃতির আর জেদ বেশি । যেটা করব বলে ঠিক করে রাখি সেটা করেই ছাড়ি । জানাত ছোট থেকে আমি চ্যালেঞ্জ কাজ করতে পছন্দ করতাম যার জন্য আজ তুমি আমার থেকে দুরে
আমি যখন তোময় প্রথম দেখি সেদিন আমি আমার বন্ধুদের সাথে ক্যাফে আড্ডা দিচ্ছিলাম । আমার বন্ধুদের সবার গফ ছিল কিন্তু আমার ছিল না তাই তারা আমাকে নিয়ে হাসি তামাশা করছিল । তখন তাদের ব্যাবহারে মনের মাঝে এক প্রকার জিদ চাপে তাই তাদের সাথে চ্যালেঞ্জ ধরে ছিলঅম তোমাকে দেখিয়ে যে একে আমার গফ বানাবো আবার কিছুদিন পরে ব্রেকআপ করব
তোমার সাথে যখন প্রথম কথা হয় তখন কার মূহর্ত আজও আমি অনুভব করতে পারি । তোমার সাথে যখন মিশতাম তখন আমার মনে এক অজনা অনুভতি কাজ করলেও জেদ এর জন্য দূরে সরে যেত আসরে যেত না জোর করে দিতাম
তোমাকে যেদিন প্রথম প্রপোজ করলাম সেদিন চ্যালেঞ্জ এর জন্য করলেও মনের মাঝে এক সুপ্ত অনুভুতিও ছিল । তোমার সাথে যখন ঘুরতাম তখন সময় যে কিভাবে চলে যেত টেরই পেতাম না
তোমার সাথে কাটতে আর মিথ্যা অনভূতি ভাগাভগি করতে করতে কখন কি করে তোমাকে আমার মনের চাবি দিয়েছিলাম টেরিই পায়নি । তোমার কেয়ার আর ভালবাসা কিভাবে যে আমাকে ভালবাসতে বাধ্য করল
তোয় যখন মনের গভির থেকে ভালবাসতে শুরু করলাম তখনই তোমাই সব সত্যি কথা বলতে চেয়েছিলাম কিন্তু এক অজানা ভয়ে , তোমাকে হারিয়ে ফেলার ভয় কাজ করেছিল । জানিনা তোমার মনে আছে কিনা তোমাই সব সময় একটা কথা বলতে চইতাম কিন্তু বলতে পারতাম না , এমন করে বারবার বলতে চইতাম কিন্তু হারিয়ে ফেলার ভয়ে বলতে পারতাম না কিন্তু দেখ আজ আমি তোমাই ঐই এক কারণেই হারিয়ে ফেলেছি
তুমি কার কাছে থেকে আমার চ্যালেঞ্জ এর খবর পেয়েছিলে জানিনা কিন্তু যখন খবর পেয়েছিলে তখন তুমি আমার পৃথিবী যাকে নিয়ে দুচোখ ভরে বাচার স্বপ্ন দেখেছিলাম । কিন্তু এক ঝড়েই কেমন ওলটপালট হয়ে গেল দেখ
হয়ত বিশ্বাস হচ্ছে না আমার কথা , তোমাকে আমি বিশ্বাস করার জন্য বলছিনা আমি আমার মনের সুপ্ত কথাগুলো তোমায় বলছি
তুমি আমাই ঘৃণা করলেও কোন এক অশ্রুশিক্ত চোখ তোমাকে দেখার জন্য , তোমাকে আবার আগের মত পাবার জন্য চেয়ে আছে
জানি মাফ তুমি আমাই করতে পারবেনা , আমি তোমার কাছে বিশ্বাস ঘাতক কিন্তু এ বিশ্বাস ঘাতকেরও একটা মন আছে যার মালিক একমাত্র তুমি
তুমি চলে যেয়ে আমাকে আমার চ্যালেঞ্জ জিতে দিয়েছ সত্যি কি আজ আমি জয়ি হতে পেরেছি
ইতি
বিশ্বাস ঘাতক আবির

©somewhere in net ltd.