![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসুন জেনে নেই, অভিজিৎ রায়ের মৃত্যুর জন্যে সমগ্র মুসলিম জাহান দায়ী। যেমন দায়ী আইসিস আর তালেবানের কর্মকাণ্ডের জন্য। জেনে নেই মুসলমানরা সারাদিন খালি কুপাকুপিতে ব্যস্ত থাকে। তাদের খেয়েদেয়ে আর কোন কাজ নেই। আবাল-বৃদ্ধ-বনিতা সব। আর বাংলাদেশের মুসলমানরা সবাই বাই ডিফল্ট রাজাকার, পাকিস্তানি ডাউনলোডেড মাল।
জেনে নেই বামপন্থী বা উদারপন্থী (!) দেশগুলোতে মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীরা বেশ ভাল আছে। চীনের উইঘুর মুসলমান, বুলগেরিয়ার মুসলমান, সার্বিয়ান মুসলমান, চেচনিয়া, বসনিয়া, ইজরায়েল এ মুসলমান আর খ্রিস্টান, ফ্রান্স এ মুসলমান আর ইহুদী, মিয়ানমারের রুহিঙ্গা মুসলমান, ভারতের মুসলমান আর খ্রিস্টান, এস্টোরিয়ার সংখ্যালঘু সব ধর্মাবলম্বীরা সবাই ভাল আছে। স্বাধীনভাবে জীবন যাপন করছে। তাদেরকে কেউ হত্যা করেনা, জোর করে রোজা ভাঙ্গিয়ে দেয়না, মসজিদ ভাঙ্গেনা, সিনাগগ ভাঙ্গেনা, চার্চ ভাঙ্গেনা, মিয়ানমারে মুসলমানদের ধরে ধরে জীবন্ত মশাল বানানো হয়না। ইউকে আর ইউরোপে হালাল আর ইহুদিদের কশের খাবার ব্যান না করার দাবীতে আন্দোলন করতে হয়না।
জেনে রাখুন, সব দোষ মুসলমানদের। একমাত্র মুসলমানরাই বাক স্বাধীনতাবিরোধী। তাদের খোদা কিংবা প্রাণপ্রিয় রাসুল (সা: ) নিয়ে সীমা লংঘন করে কিছু লিখলে, ব্যংগচিত্র আকলে, কুপাকুপি করতে হয়না, কেউ আবেগের বশে গালি দিয়ে বসলেই হলো। এসব গালিগালাজ 'ইসলামের 'ই শিক্ষা!
জেনে নিন শিবসেনা, উলফা, ক্লু ক্লাক্স ক্লান, তামিল টাইগার বা সর্বহারা এরা সব আসলে ছুপা মুসলমান। সেইভ করে, ভিন্ন ধরনের কাপড় আর ডায়লগ দিয়ে আসলে 'মুসলমান ' জংগী। ছি: মুসলমান, তোমরা এতো খারাপ!
আর যাদের অমুসলিম বন্ধু আছে, যারা অমুসলিমদের নিয়ে ভাল আছে, যারা উগ্রবাদ বিরোধী, কুপাকুপি বিরোধী, যারা জাকাত দেয়, চ্যারিটি দেয়, অন্যের বিপদে এগিয়ে আসে এবং কোরআন - সুন্নাহর আলোকে জীবন যাপন, তারা ঠিক আসল মুসলমান না। হয় এদের কোন অস্তিত্বই নেই নয়তো এনারা মডারেট মাইন্ডের জনতা। এরা কোন ভাবেই মুসলমান হতে পারেনা।
আশা করি সবার কাছে ব্যাপারটা কাদার মত ক্লিয়ার করতে পেরেছি।
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
প্রাকৃত বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: জটিল দিলেন ভাই, কিন্তু তথাকথিত চুশীলরা তাদের বুদ্ধি বেশ্যাবৃত্তি করেই যাবে...
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
প্রাকৃত বলেছেন: ১০০% সহমত।
৩| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১০
জুলহাস খান বলেছেন: কাদের শুনাচ্ছেন কাদের বলছেন। এদের কাছে মুসলমানদের গ্রহণযোগ্যতা নেই।
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৮
প্রাকৃত বলেছেন: ভাই লিখেছি এই আশায় যে, অন্তত যদি একজনেরও বোধোদয় হয়। অভিজ্ঞতা থেকে দেখেছি যাদের অন্তত একটুও নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, তারা নিজেদের ভুল বোঝাতে পারে।
৪| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:২৬
আংশিক ভগ্নাংশ জামান বলেছেন: ভালো লিখেছেন ভাইয়া।
শুভকামনা রইলো আপনার জন্যে।
০২ রা মার্চ, ২০১৫ ভোর ৬:১৭
প্রাকৃত বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪০
নবাব চৌধুরী বলেছেন: কিছু সংখ্যক মডারেট আবালের কারনেই আমাদের এই বাংলাদেশে গোঠা জাতী আজ বিভক্ত হয়ে আছে,সকল দোষ ওরা চাপিয়ে দিচ্ছে মুসলিমদের উপর।
০২ রা মার্চ, ২০১৫ ভোর ৬:১৯
প্রাকৃত বলেছেন: ১০০% সহমত
৬| ০১ লা মার্চ, ২০১৫ রাত ১০:৪৪
আহসানের ব্লগ বলেছেন:
০২ রা মার্চ, ২০১৫ ভোর ৬:১৮
প্রাকৃত বলেছেন: হোয়াটস আপ ব্রো?
৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২১
রেডিও রুমন বলেছেন: সময় উপযোগী কথা। তবে বিরুধী মতামত দেওয়ার মতো কেই যেন নেই। নেই কি কেউ। আসলে আছে তারা ঘুমের ভান ধরে গুমিয়ে আছে। এই ঘুম ভংগে না।
০২ রা মার্চ, ২০১৫ ভোর ৬:২১
প্রাকৃত বলেছেন: কে জানে ভাই? আমি তো আশা করছিলাম অন্তত একজন এসে কিছু একটা বলবে
৮| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৩:২৩
আসাদ শাহীন বলেছেন: সব দোষ মুসলিম দের। আর বাকি সবাই সাধু। মুসলিমদের খোচাইতে গেলে তো আর তারা বসে থকবে না। ইসলামের অবমানো না হলে অবশ্যই কোন মুসলিম তা মেনে নিবে না। অপনি অন্য ধর্মের হতে পারেন, কিন্তু সব মুসলিমদের নিয়ে কটাক্ষ করে কথা বলতে পারেন না। যারা ইসলামের নামে হানা হানি মারামারি করে, বা ধর্ম ব্যাবসা করে তারা নাম ধারী মুসুলমান। গুটি কয়েকের জন্য তো আর সবাইকে খারাপ বলতে পারেন না।
০২ রা মার্চ, ২০১৫ ভোর ৬:২৩
প্রাকৃত বলেছেন: কথাগুলো কাকে বললেন?
৯| ০২ রা মার্চ, ২০১৫ ভোর ৫:৩০
সারশু বলেছেন: আজকাল নিজেকে নাস্তিক প্রমান করাটা এক রকম ফ্যাশান হয়ে গেছে...
০২ রা মার্চ, ২০১৫ ভোর ৬:২৪
প্রাকৃত বলেছেন: নাস্তিক কি আমাকে বললেন ভাই?
১০| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ৮:১১
ফাতিমা খন্দকার বলেছেন: মিয়ানমারের
রুহিঙ্গা মুসলমান, ভারতের মুসলমান..... সবাই ভাল আছে।
আপনি মনে হয় অনেকদিন ঘুমান নাই।
মিথ্যা কথা বলবেন কিন্তু একটু দেখেশুনে বলবেন
নাহলে আবার... আপনার জন্য অন্য কাউকে এই রকম মিছা কথা কওয়া লাগবে
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৪
প্রাকৃত বলেছেন: মিথ্যা কোনটা বললাম?
১১| ০২ রা মার্চ, ২০১৫ সকাল ১১:২৩
আলোকিত আধারে বলেছেন: ভালো লিখেছেন, ধন্যবাদ ।
০২ রা মার্চ, ২০১৫ রাত ৯:০৫
প্রাকৃত বলেছেন: ধন্যবাদ ভাই
১২| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১০:৪৯
শোয়েব আহমেদ বলেছেন: i do know how feel as once i was like.
now i am a believer and try to pray 5 times a day .
and i know what you will think about me
first i was never like you, not like you
then obviously i have lack of knowledge.
and if these thinking matches than i was like you.
knowledge is never a page or word it is everywhere even in the words that doesn't make any sense.
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৪
প্রাকৃত বলেছেন: ভাই,জেনে খুশি হলাম যে, আপনি নামাজ পড়ছেন এবং সত্যের পথে আছেন। আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন।
আপনি সহ আরো কয়েকজন এখানে আমাকে ইসলাম বিদ্বেষী ভাবছেন.। দয়া করে পোস্টটি আবার পড়ে দেখার অনুরোধ রইলো। ধন্যবাদ।
১৩| ০৩ রা মার্চ, ২০১৫ রাত ২:০৭
ওয়ালী আশরাফ বলেছেন: এক্কেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। ধন্যবাদ।
০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৫
প্রাকৃত বলেছেন: ধ্যন্যবাদ ভাই।
১৪| ২২ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৫০
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ভালো লিখেছেন ভাই। কেমন আছেন আপনি?
১৫| ২২ শে মে, ২০১৭ রাত ২:০৫
সচেতনহ্যাপী বলেছেন: হালের ঊদ্ভাসিত চাঁদগাজীর কথাওও
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
পরিশোধিত সক্রেটিস বলেছেন: ভালো বলেছেন