![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা কথা বলছে তুমি কি শুনতে পাচ্ছো..
ব্যাপক সমস্যায় পরছি, আমার এক কলিগ শার্ট বানানোর জন্য অনেক্ষানি কাপড় গিফ্টু করেছে,
কাপড়টা দেয়ার সময় বলেছে ৪/৫টা শার্ট হবে। তাই আমরা ৪ কলিগ শার্ট বানাবো কিন্তু কতটুকু করে নিব কিছুই অন্ধাজ করতে পারছিনা
কাপড়টা সমান ৪ভাগও করতে পারছিনা কারন ৫টা শার্টও হতে পারে
আবার ৫টাও করতে পারছিনা যদি ছোট হয়ে যায়
কেউ নিজের ভাগের এক ইঞ্চি কাপড়ও ছাড় দিতে রাজি না
পিলিজ হেল্পু করেন
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৮
নাজমুল নয়ন বলেছেন: ওকে থ্যাংকু
২| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০০
রুদ্রপ্রতাপ বলেছেন: আমি জানতাম আড়াই গজ, তবে শিওর না।
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:২৯
নাজমুল নয়ন বলেছেন: অকি ভাই কনফুজ কইরা ফালাইছেন
৩| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০৫
ইয়াংেমন বলেছেন: ৫৬" হলে ১ ৩/৪ (পৌনে দুই) গজ, আর ৪৮" হলে ২গজ লাগবে
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৩২
নাজমুল নয়ন বলেছেন: ভাই টিক কইরা..
আপনারা দেহি একেক জন একেক রকম কইতাছেন
ঠিকনা হইলে কিন্তু পুইড়া দাত মাজা লাগবো
৪| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০৬
নিঃসঙ্গ নীল নিসর্গ বলেছেন: এত চিন্তার কি আছে? সবাই মিলে এক দর্জির কাছে গেলেই তো ল্যাঠা চুকে যায়।
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১৪
নাজমুল নয়ন বলেছেন: যদি কাপড় চুরি করে রেখে দেয়?
৫| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:০৯
এফ এম-৯৭ বলেছেন: থিসিস কইরা লোই...
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১০
নাজমুল নয়ন বলেছেন: অপেক্কা করচি
৬| ২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:১১
ফাহিম আহমদ বলেছেন: এত প্যাচাল না করিয়া খলিফার কাছে চলে যান
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:১২
নাজমুল নয়ন বলেছেন: একানে কুনু খলিপা নাই!?
৭| ২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:০৫
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: দাদা আপনি তো দেখছি মহা বিপদে...
এক কাম করেন ---একটা উকিল নিযুক্ত করেন।
২৪ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫১
নাজমুল নয়ন বলেছেন: রুটি ভাগ করার মত অইবনাত?
৮| ২৪ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:১২
হেডস্যার বলেছেন:
ভালো। এইখাই পর্যন্ত আইয়া পড়ছস ?
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৯
ফাহীম দেওয়ান বলেছেন: যদি কাপড়তা আড়ে ৫৬" হয় তবে ১ ১/২ (দেড়) গজ নিলেই হবে