নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন

থামেনি ভাবনা গুলো, এলোমেলো; যন্ত্রনা নেই, স্বস্তি নেই, শান্ত ভাবনারা সব। ছুটছে ছুটছে ছুটছে- বিরামহীন.

নুরুল আমিন খোকন › বিস্তারিত পোস্টঃ

এটাইত ভালবাসা

১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭



- কি কর বাবু?
- বৃষ্টি দেখি।
- বৃষ্টি হওয়ার আগে কি হয় জানো?
- হুম জানি।
- কি হয়?
- আকাশে রংধনুর খেলা হয়।
- এটা কেমন?
- খুব সুন্দর।
- হুম। উপলব্ধি করা যায়।
- তুমি কি কর সোনা?
- অনুভব করি।
- কি অনুভব?
- তুমি যা দেখ তাই।
- এতে লাভ?
- তোমার উচ্ছাসিত দেখায় রংধনুর সৌন্দর্যে আরো বেশি রাঙিয়ে তুলে সম্মহিত তুমিকে। আর এই দেখার মাঝেই আমার মধ্যে প্রশান্তির খেলা চলমান হয়ে যায়। এতেই বা কম কিসে?
- তোমার চলমান প্রশান্তির মাঝেই তো আমার নোনা জল আর উদ্ভাসিত আনন্দের বহমান। তাইতো ধরনীর সুন্দরতম ব্যাপার গুলো আগ্রহ ভরে অবলোকন করি। যেন তুমি অমানিশা নামক দুঃখের বোঝা থেকে রেহাই পাও আর সুখ সাগরে স্নান করে বেড়াও।
- আমার জন্য ক্ষণে ক্ষণে এত কষ্ট করা? কেন?
- হা হা হা। বোকা। আমার জন্য কি হ্যাঁ? তুমি মানেইত আমি, আর আমি মানেইত তুমি। দুই জনেইত একি পৃষ্ঠার সুখের কবিতা। এটাইত ভালবাসা। যাকে ছাড়া কখনো ভালবাসা বা ভাল থাকা সম্ভব না। যেখানে কিনা স্বার্থ জিনিসটা থাকবে বিলুপ্ত।
- কি কর বাবু?
- বৃষ্টি দেখি।
- বৃষ্টি হওয়ার আগে কি হয় জানো?
- হুম জানি।
- কি হয়?
- আকাশে রংধনুর খেলা হয়।
- এটা কেমন?
- খুব সুন্দর।
- হুম। উপলব্ধি করা যায়।
- তুমি কি কর সোনা?
- অনুভব করি।
- কি অনুভব?
- তুমি যা দেখ তাই।
- এতে লাভ?
- তোমার উচ্ছাসিত দেখায় রংধনুর সৌন্দর্যে আরো বেশি রাঙিয়ে তুলে সম্মহিত তুমিকে। আর এই দেখার মাঝেই আমার মধ্যে প্রশান্তির খেলা চলমান হয়ে যায়। এতেই বা কম কিসে?
- তোমার চলমান প্রশান্তির মাঝেই তো আমার নোনা জল আর উদ্ভাসিত আনন্দের বহমান। তাইতো ধরনীর সুন্দরতম ব্যাপার গুলো আগ্রহ ভরে অবলোকন করি। যেন তুমি অমানিশা নামক দুঃখের বোঝা থেকে রেহাই পাও আর সুখ সাগরে স্নান করে বেড়াও।
- আমার জন্য ক্ষণে ক্ষণে এত কষ্ট করা? কেন?
- হা হা হা। বোকা। আমার জন্য কি হ্যাঁ? তুমি মানেইত আমি, আর আমি মানেইত তুমি। দুই জনেইত একি পৃষ্ঠার সুখের কবিতা। এটাইত ভালবাসা। যাকে ছাড়া কখনো ভালবাসা বা ভাল থাকা সম্ভব না। যেখানে কিনা স্বার্থ জিনিসটা থাকবে বিলুপ্ত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

২| ১৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:২২

তারেক_মাহমুদ বলেছেন: একই লেখা দুইবার পেষ্ট করেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.