![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিন্দু সম্প্রদায়ের কথিত উল্টো রথযাত্রার সুবিধার্থে ধর্মব্যবসায়ী জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতাল কর্মসূচি ২ ঘণ্টা শিথিল করা হয়েছে।
ধর্মব্যবসায়ী জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল এক বিজ্ঞপ্তিতে ২ ঘণ্টা হরতাল শিথিল করার ঘোষণা দেয়। উল্লেখ্য, বুধবার একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ধর্মব্যবসায়ী জামায়াতের মইজ্জা রাজাকারকে ফাঁসির দণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এ রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে ধর্মব্যবসায়ী জামায়াত।
পাঠক এরা কি আসলে মুসলিম অথবা মুসলমান উনাদের কেউ। কেননা মহান আল্লাহ পাক উনার দ্বারা মনোনিত সম্মানিত মাস রমজানে রোজার দিনে হরতাল দিতে একবারও অন্তর কাঁপেনা অথচ হিন্দুদের সুবিধার্থে হরতাল ঠিকই কমিয়ে নেয়া হয়।
আসলে ধর্মব্যবসায়ী জামাত কখনই মুসলমান ছিল না। এখনও এদের কেউ মুসলমান নয় বা মুসলিম জাতির কোনও সম্পৃক্ততা এদের সাথে নেই। থাকতে পারে না। এরা কাফির, ধর্মব্যবসায়ী। এদের থেকে যারাই সাবধান হবে, তারাই বাঁচাতে পারবে মুল্যবান ঈমান।
২| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮
রাজীব দে সরকার বলেছেন: জামায়াতে ইসলামী তো হিন্দু-প্রাণ একটি দল!
হিন্দুদের কল্যাণ ভাবনায় ওদের দিন চলে যায়!!!
৩| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২১
সাধারণ মুসলমান বলেছেন: জামাত ভন্ড। আল্লাহ হেদায়েত দিক।
৪| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কঠিন অবস্থা !
৫| ১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০২
আলাদীন বলেছেন: জামাত - BAL একই গাছের দু'টি ফল। একজন ধর্ম আরেকজন মুক্তিযুদ্ধের চেতনা ব্যাবসায়ী।
৬| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০১
ছািব্বর বলেছেন: আসলে ধর্মব্যবসায়ী জামাত কখনই মুসলমান ছিল না। এখনও এদের কেউ মুসলমান নয় বা মুসলিম জাতির কোনও সম্পৃক্ততা এদের সাথে নেই। থাকতে পারে না। এরা কাফির, ধর্মব্যবসায়ী। এদের থেকে যারাই সাবধান হবে, তারাই বাঁচাতে পারবে মুল্যবান ঈমান।
৭| ১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
তথাকথিত মূর্খ বলেছেন: আপনি লিখেছেন "হিন্দু সম্প্রদায়ের কথিত উল্টো রথযাত্রা".......
আপনার ব্যবহৃত "কথিত" শব্দটির প্রতি আমার ঘোরতর আপত্তি আছে ।আপনি দয়া করে "কথিত" শব্দটি মুছে দিবেন আশা করি । ধন্যবাদ ।
৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৬
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: এরই নাম রাজনীতি ...............
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪
অশান্ত পৃথিবী বলেছেন: উনা কথাটার অর্থ কি ?