নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তিতুমীর

”সব রাজাকারদের বিচার চাই”

কিলার অফ রাজাকার

আমি একা

কিলার অফ রাজাকার › বিস্তারিত পোস্টঃ

পিতামাতা খুনের ঘটনায় দায়ী কি ঐশী? না সমাজ ব্যবস্থা ও পারিবারিক ব্যবস্থা দায়ী? হায়রে দেশের শাসনব্যবস্থা!! তোকে ধিক্কার দিতেও আমার লজ্জা লাগে। ঐশীকে আগে নয়।

২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৩

মাদকাসক্ত ঐশী। ডিজে ড্যান্সার ঐশী। প্রেমময় ঐশী। হোটেল, বিভিন্ন পার্টিতে অবাধে যাতায়াতকারিনী ঐশী।

এখন নতুনভাবে যুক্ত হয়েছে পিতামাতার হত্যাকারী ঐশী।

কিন্তু ঐশীকে খুনি হিসেবে যতটা মিডিয়া বা চারপাশের লোকজন উপস্থাপনা করছে, তার অন্য অপরাধ বিষয়ের উৎস গুলো নিয়ে তেমন লেখালিখি হচ্ছে না কে?

আজ যদি ঐশী পশ্চাত্য সংস্কৃতি, মুম্বাই সংস্কৃতির প্রতি আসক্ত না হতো, তাহলে কি এই খুন হতো?

অনেক মিডিয়া বলছে, ঐশী হিন্দি সিরিয়ালের স্টাইলে এই খুন করেছে, তাহলে সেই কু হিন্দি সিরিয়াল নিষেদ্বের ব্যাপারে মিডিয়া ও আশেপাশের লোকজন মুখ বন্ধ রেখেছে কেন? বারবার একই ঘটনার পুনরাবৃত্তি চাওয়ার জন্য নিশ্চয়?

যে মদের কারনে, ডিজে ড্যান্সের কারণে, বয়ফ্রেন্ডদের সাথে আড্ডার কারণে ঐশী আজ নিজ পিতামাতাকে খুন করলো সেই সব কাজকে নিষিদ্বের বিষয়ে সবই চুপ কেন?

তাহলে মিডিয়া ও আশেপাশের লোকজন কি চাচ্ছে যে এই ধরণের ঘটনা বারবার ঘটতে থাকুক? যদি সেটাই হয় তাহলে ঐশীর বিচার করার কি দরকার আছে? ঐশী অপরাধী একাই হবে কেন? ঐশীর বিচার করে কি এইসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পারবে?

হায়রে দেশের শাসনব্যবস্থা!! তোকে ধিক্কার দিতেও আমার লজ্জা লাগে। তোকে এতো নিকৃষ্ট নিচে নিয়ে গেছে। যে দেশের নিয়মে একদিকে খুন হওয়ার কাঁচামাল সংগ্রহ করে দিবে দেদারসে আবার সেই খুনের বিচার করবে সে নিয়মকে আমি ঘৃনা করি। সেই শাসনপ্রনেতাদের বা নিয়মদাতাদের আমি পশু ভাবি। তারা মানুষ হতে পারে না। এরাই প্রকৃতপক্ষে খুনি, পশুর থেকে নিচ স্বভাবের। এরাই একটি দেশের শত্রু, জাতির শত্রু। এরাই যুব সমাজকে, পরিবারকে আজকে পাশবিক কার্য্যকলাপে লিপ্ত করিয়েছে। এদেরই আগে বিচার করা উচিত।

এশীকে নিয়ে লম্পঝম্প বন্ধ করে, তাদের দোসর আইনপ্রনেতাদের ও শাসনপ্রয়োগকারীদের আগে ফাসি কাষ্ঠে ঝুলানো হউক। তাদেরকে মুসলমান দেশ থেকে সর্বাগ্রে বের করে দেয়া হউক। মুসলমান দেশে এদের বসবাস করার অধিকার থাকতে পারে না।

যারা কিনা ইসলামী শাসন বাদ দিয়ে নিজে নিয়ম বানায় তাদের আগে শাস্তি দেয়া জরুরী। তাহলে ঐশীর মত মেয়ের আর উথান ঘটবে না। কেউ নিজ পিতামাতাকে তো দুরের কথা অন্যের গাছের পাতাও বিনা অনুমতিতে ছিড়ে ফেলবে না।

আজ শুধু ঐশীকে নিয়ে যারা লম্পঝম্ফ করছে তাদেরকে আমার ঘৃনা করতে খুব ইচ্ছা জাগছে। তারাও উচ্ছৃঙ্খল। তারাও উন্মাত। তারাও ঐশীর থেকে মারাত্ক অপরাধে অপরাধী।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০০

আছাদ মাসুম বলেছেন: একটা সাহসী লেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লজ্জা শরম থাকলে দেশ থেকে এসব নোংরামী সরানোর চেষ্টা আগে করবে কুলাংগাররা।

২| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৩

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: তারাও ঐশীর থেকে মারাত্ক অপরাধে অপরাধী। সহমত!

৩| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: ঐশী'র ১২ পৃষ্ঠার সুইসাইডাল নোট পড়ে আমার যা মনে হলো- ঐশী কে সবাই খারাপ বলছেন। কিন্তু আমার কাছে ঐশী কে খারাপ মনে হচ্ছে না। ঐশী একজন ধর্মভীরু মেয়ে। আল্লাহর উপর তার অনেক আস্থা ছিল। ঐশী'র বাবা মার, মেয়ের প্রতি ছিল এক আকাশ উদাসীনতা এবং অবহেলা। ছেলে-মেয়েদের যে পরিমান আদর ভালোবাসা প্রয়োজন বাবা-মার কাছ তা ঐশী জন্মের পর কখনও পায়নি। এই জন্য তার অনেক বন্ধুর প্রয়োজন হয়ে পড়েছিল। এর মধ্যে দুই একজন বন্ধু ছিল খারাপ। তাদের কাছ থেকেই ইয়াবা খাওয়া শিখে। ইয়াবা খাওয়া ছাড়া ঐশী'র বেশ কিছু ভালো দিক আছে। সে প্রচুর পড়া শোনা করতো। সত্যিকার অর্থে ঐশী একটা সহজ সরল মেয়ে। তবে হয়তো প্রেম ভালোবাসা করে বারবার ব্যর্থ হয়েছে।ঐশী একটা দুঃখী মেয়ে- ছোটবেলা থেকেই তার কোনো স্বপ্ন সত্যি হয়নি। দিনের পর দিন সে সুন্দর সময়ের জন্য অপেক্ষা করেছে। নিজের দুঃখ-কষ্টের কথা কাউকে কখনও বলতে পারেনি।
ঐশী অস্থির এবং চঞ্চল একটি মেয়ে, কিছুটা জিদ্দী। সে চেয়েছিল এক আকাশ আনন্দ নিয়ে বাবা মা এবং বন্ধুদের নিয়ে সুন্দর একটি জীবন।ঐশী অনেক অভিমানী- তীব্র জ্বর নিয়ে একা একা কষ্ট করেছে কিন্তু সে বাবা মাকে ডাকেনি, ঐশী চেয়েছিল বাবা-মা নিজ থেকে এসেই তার কপালে হাত রাখুক।
আমার ভাবতে ভালো লাগে- ঐশী তার বাবা মায়ের খুনী না। অন্য কোনো ঘটনা আছে। সেই ঘটনা ঐশী ছাড়া অন্য কেউ জানে না।

৪| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭

জহির উদদীন বলেছেন: এই ঘটনা থেকে পুলিশের কর্মকর্তা ও কর্মচারীদেরও তাদের হারাম খাওয়া থেকে বিরত থাকার শিক্ষা নেওয়া উচিত....
হারাম খাইলে এটা ছেলেমেয়েদের উপর এ্যাফেক্ট হয়.....
হারামে আরাম নাই.....

৫| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২১

লিঙ্কনহুসাইন বলেছেন: দেশের শাসন ব্যবস্থা বা হিন্দি সিরিয়ালের উপর সব দোষ চাপিয়ে দিলেই কি কাম সাড়া !! ঐশীর এই অবস্থার জন্য একমাত্র তার মা বাপই দায়ী ! আর তারা তাদের এই শাস্তি পেয়েছে , আপনার মেয়ে কি করে কই যায় এইগুলা যদি আপনি খেয়াল না রাখেন এবং শাসন না করেন আরেকজন এসে করবে না দেশের শাসন ব্যবস্থা এসে শাসন করে যাবে । ঐশীর নাকি মাসিক খরচ ছিল ১ লাখ টাকা !! ১ লাখ টাকা দিয়ে বাংলাদেশে ৪ টা ফেমেলি চলতে পারে । তার পরেও কেন তার মা বাপ তারে এতো টাকা দিতো একজন পুলিশ তার মেয়েকেই শাসন করতে পারেনা সেই পুলিশের বেচে থাকার কোন অধিকারই নাই । আর বাংলাদেশের একজন পুলিশ কয় টাকা বেতন পায় ! শুধু তার একটা মেয়েরই হাত খরচ মাসে ১ লাখ টাকা ! এই টাকা কই থেকে আসে ? আপনি ভালো হলেই না আপনার মেয়ে ভালো হবে ।
আর আপনার পিতা মাতা আপনাকে শাসনে রেখেছিল বলেই আপনি কোন অপরাধ করতে সাহস পাননা । দেশের শাসন ব্যবস্থা নয় , নিজের ঘরের শাসন ব্যবস্থার উপরেই নির্ভর করে সন্তানের ভালো মন্দ ।
আর আপনি ইসলামি শাসন ব্যবস্থা টেনে এনেছে , দেশে তো ইসলামি শাসন ব্যবস্থা নাই আপনি ভালো হলেন কি করে ? দেশে তো ১৬ কোটি মানুষ আর এই ১৬ কোটির মানুষের মধ্যে তো ১৫ কোটি মানুষই এই ইয়াবা , মদ ক্লাব নাচানাচি করেনা তারা এতো ভালো থাকলো কি করে ? দেশে তো ইসলামি আইন নাই !!!!!!!!!!

৬| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:২৬

প্রকৃতির প্রতিফলন বলেছেন: যারা বলে,
মাদ্রাসাগুলো সব জঙ্গির কারখানা।
(এর একমাত্র কারণ তারা আল্লাহর আইন বাস্তবায়নে রাস্তায় নেমেছিল।)

তাদের কাছে আমার প্রশ্ন-
ইংলিশ মিডিয়ামগুলো তো সব আধুনিক সেগুলো কিসের কারখানা?
ঐশী তো ঐ কারখানা-ই মাল তাই তো ঐ কারখানয় কি বাবা-মা কে খুন করতে শেখায়?

অধিকাংশ নাস্তিক গুলোই তো ঢাকা ভার্সিটির মাল তো ঐ কারখানা কি আল্লাহ্‌কে অস্বীকার করতে শেখায়?

৭| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭

তানজিব বলেছেন: সহমত

৮| ২০ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৯

চলতি নিয়ম বলেছেন: সব কিছুর মূলেই ওই অবৈধ ইনকাম। আর কিছু নয়।

এই ঘটনা টা নিয়ে সবাই একটু বেশীই মাতামাতি করছে, যে যার মত করে ব্যাখ্যা দিচ্ছে, কেউ কেউ আবার দিচ্ছে রগরগে বর্ণনা। কেউ ই আসল কারন খুজতে চায় না।


নিচে ভয়ঙ্কর আরো কিছু খবর শেয়ার করলাম জা নিয়ে এই ব্লগে বিন্দু মাত্র আলোচনা হয় নাই।

Aug 2, 2013
ছেলের হাতে পিতা খুন:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়জন্ডী ইউনিয়নের পাঁচপীড় ছালাই গ্রামে চা শ্রমিক বধূয়া খাড়াইকে (৫০) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার দায়ে তার ছেলে মঙ্গল কুড়িয়াকে আটক করেছে পুলিশ।

বুধবার, ৩১ জুলাই ২০১৩
ফুলবাড়ীয়ায় ছেলের হাতে পিতা খুন ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: গতকাল ফুলবাড়ীয়ায় পাহাড় অনন্তপুর গ্রামে ছেলের হাতে বাবা খুন হয়েছে।

জুন ১৯, ২০১৩
টাঙ্গাইলের বড় বাশালিয়ায় ছেলের হাতে পিতা খুন
: টাঙ্গাইলের বড় বাসালিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলের হাতে বাবা খুন হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে।


Jun 18, 2013

কালুখালীতে ছেলের হাতে পিতা খুন: গতকাল সোমবার রাজবাড়ী জেলাধীন কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে পুত্রের হাতে পিতা খুন হয়েছে। ঘটনার বিবরণে জনা যায় বিকাল ৩ ঘটিকার সময় আমির হোসেন (৫৫)কে তার ছেলে রাকিব ফকির (২৫) নিজ বাড়ীর রাস্তার পাশে খুন করেছে।

May 8, 2013
গঙ্গাচড়ায় ছেলের হাতে পিতা খুন:
রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক কলহের জের ধরে পুত্রের হাতে পিতার মৃত্যু হয়েছে।

Apr 23, 2013
মহাদেবপুরে ছেলের হাতে পিতা খুন:
গত রবিবার দুপুরে পিতা-পুত্রের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উত্পল ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথায় কোদাল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।




সবগুলাই গত ৪/৫ মাসের ঘটনা। সুতরাং ঠান্ডা মাথায় ভাবতে হবে সমস্যা কোথায়।

৯| ২০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

অরন্য জীবন বলেছেন: সব অপরাধেরই কারন অতিরিক্ত লোভ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.