![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাড়াটা সকাল অঝোরে বৃষ্টি হয়ে গেছে
পথঘাট ভেজা, গাছের পাতায় জমে আছে জল
প্রকৃতির সাথে কি অদ্ভুত মিল আজ
বৃষ্টির পর এখোনো চোখ ভেজা , গড়িয়ে পড়ছে জল
সে চলে গেছ অনেক্ষণ, সেই বৃষ্টি থামার আগেই
আকাশের মতো মনটাও তাই মেঘলা
কিন্তু আকাশের বুকের ওই রঙিন রেখাটা কেন যে নেই সেখানে
কেন যে কোন আশার আলো দেখা যাচ্ছে না
সে একবার পিছনে ফিরেছিল, বর্ষায় ঝাপসা জানালায় চেয়েছিল
তার চোখেও কি ছিল জল? ঝাপসা হওয়া চশমায় তা বুঝাযায়নি
তাও একটা দুখের রেখা ফুটে উঠেছিল, গলাটা একটু কেপেছিল
যখন বলছিল ফিরবেনা আর কোনদিন।
©somewhere in net ltd.