নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

কোকোর টাকার ভাগ পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা টাকার ভাগ নিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফেরদৌস আহমেদ খান। সিঙ্গাপুর থেকে ফিরিয়ে আনা এ টাকার ১০ শতাংশ তাকে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



বুধবার দুপুরে দুদকের একটি বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করে জানায়, গত বৃহস্পতিবার একটি অ্যাকাউন্ট পে-চেকের মাধ্যমে ১ কোটি ৩০ লাখ টাকা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে দেয়া হয়েছে। গত নভেম্বরে সিঙ্গাপুর থেকে ফিরেয়ে আনা কোকোর পাচার করা ১৩ কোটি টাকার ১০ ভাগ তাকে দেয়া হয়েছে।



সিঙ্গাপুর থেকে টাকা ফিরিয়ে আনতে সহায়তা করায় সম্মাননা হিসেবে এ টাকা তাকে দেয়া হয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন, ‘সরকারের অনুমোদনেই এই টাকা দেয়া হয়েছে।’



দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের কাছ থেকেও ফেরদৌস আহমেদ খান ৩০ শতাংশ টাকা দাবি করেছিলেন। এ বিষয়ে গোলাম রহমান বলেন, ‘আমার কাছেও তিনি (ফেরদৌস আহমেদ) ৩০ পার্সেন্ট কমিশন চেয়েছিলেন। কিন্তু আমি দিতে অস্বীকৃতি জানাই। এনিয়ে তার সঙ্গে আমার অনেক দেন-দরবার হয়েছিল।’

http://www.nowbdnews.com/2013/07/31/203610.htm

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

অন্য কথা বলেছেন: বানরের পিঠা ভাগের মতো।

২| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

এম এম কামাল ৭৭ বলেছেন: বড়ই লজ্জা জনক খবর এটা। রাষ্টের টাকার ভাগ-বাটয়ারা।

৩| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

ঢাকাবাসী বলেছেন: এই রাস্ট্রে জরিমানাগুলো করার জন্য কতৃপক্ষ বেশ আগ্রহী। যেমন পরিবেশ অধিদপ্তর ডিসিসি বিএসটিআই ইত্যাদি এরা জরিমানা করার জন্য খুব উৎসাহী, লাখো টাকা কোটি কোটি টাকা জরিমানা করছে কিন্তু টাকাটা কোথায় যায় কেউ জানেনা। শোনা যায় ওটা নাকি আপটু বহুৎ উপর তাক যায়। সুতরাং যত পার জরিমানা কর, যে জন্য জরিমানা করা হল সেই অপকর্ম চালিয়ে যাও অসুবিধা নাই। আসলের দরকার নেই সুদ চাই।

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

নানাভাই বলেছেন: আসলের দরকার নেই সুদ চাই।

৪| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:২২

সরকার৮৪ বলেছেন: ফেরত আনা টাকা কোকোর নয়,

দুদক চেয়ারম্যান বলার ৪ দিন পর ব্যাংকে জমা হয়েছে টাকা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.