নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

মা ভক্তিঃ ‘মায়রে মাথায় নিয়া হাঁটতে মোর কোনো কষ্ট অয় না’। আমরা শিক্ষিত কুলাংগাররা কি পারবো এমন করতে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২১



বিভিন্ন ধর্মীয় কাহিনীতে আমরা শুনেছি পুণ্যের আশায় মাকে মাথায় নিয়ে বা গলায় ঝুলিয়ে অনেক সন্তান দীর্ঘ দিন ঘুরে বেড়িয়েছেন। ইসলাম ধর্মে হজরত বায়েজীদ (আ.) মায়ের মাথায় পানি ঢালতে সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। হজরত ওয়ায়েজ কুরনী মাকে গলায় ঝুলিয়ে বহন করেছেন দীর্ঘদিন। হিন্দু ধর্মে শ্রবণ কুমার অন্ধ মা-বাবাকে কাঁধে বহন করে গয়া-কাশির উদ্দেশে গিয়েছিলেন। কিন্তু এ যুগে এমন সন্তানের দেখা মেলা ভার। তারপরেও জিয়ানগরে অসুস্থ মাকে মাথায় বহন করে প্রায়ই ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন ধীরেন্দ্রনাথ মজুমদার নামের এক সন্তান। গতকাল উপজেলার পার্শ্ববর্তী মোরেলগঞ্জের চন্ডিপুর গ্রাম থেকে শতবর্ষী বৃদ্ধ মা উষা রানী মজুমদারকে (১১০) ঝুড়িতে নিয়ে মাথায় বহন করে ডাক্তারের কাছে আসেন ছেলে ধীরেন্দ্রনাথ মজুমদার। যোগাযোগ বিচ্ছিন্ন চন্ডিপুর থেকে প্রায় ১০ মাইল দুর্গম পথ পাড়ি দিয়ে প্রায়ই ডাক্তারের কাছে অসুস্থ মাকে নিয়ে আসেন ধীরেন্দ্রনাথ মজুমদার। অর্থনৈতিক সঙ্কটে খেয়ে-নাখেয়ে সংসার চলে তার। এ অবস্থায় মাকে চিকিত্সা করাতে তার খুব কষ্ট হচ্ছে বলে জানান তিনি। ধীরেন্দ্রনাথ মজুমদার বলেন, ‘সৃষ্টিকর্তার পরই তো মা। তাই মায়রে মাথায় নিয়া হাঁটতে মোর কোনো কষ্ট অয় না। টাহার অভাবে মায়রে ডাক্তার দেহাইতে ম্যালা কষ্ট অয়। হ্যারপরেও মায়রে মাথায় লইয়া হাঁটু সমান কাদা ভাইঙ্গা আইতে কোনো কষ্ট ঠেহে না।’ এ বিষয়ে জিয়ানগরের পল্লী চিকিত্সক মিজানুর রহমান জানান, প্রায়ই ধীরেন্দ্রনাথ মজুমদার তার অসুস্থ মাকে মাথায় বহন করে নিয়ে আসেন আমার কাছে। উষা রানী মজুমদারের সুচিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন, যা তার ছেলের বহন করা সম্ভব হচ্ছে না।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১

উড়নচন্ডী ডটকম বলেছেন: এই নিউজটা দেশের প্রতিটা জাতীয় দৈনিকের লিড নিউজ হওয়া উচিত।এমন একটা নিউজ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

স্যালুট ধীরেন্দ্রনাথ মজুমদার

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪১

খেয়া ঘাট বলেছেন: Chokh diye pani chole aslo bhai

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

সাহাদাত উদরাজী বলেছেন: এই তো বাংলা মায়ের সন্তান।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৭

নানাভাই বলেছেন: আবার আমারই লেখা পড়েন;
"আমি একজন মা। আমার দুধের দাবী ছাড়বো না। রোজ হাশরের ময়দানে তুই আমার দুধের দাম শোধ করবি।তোকে আমি মাফ করবো না!"
Click This Link

মা-বাবার খোঁজে ৩৫ বছর পর দেশে হল্যান্ডের নাগরিক ইমাম, আর মাকে শাস্তি দিতে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আরেক সন্তান
Click This Link

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন:





পোষ্ট দেখে আবারো উপলব্ধি করতে পারলাম, "মানুষ হতে পারিনি আজও। অর্ধশিক্ষিত কুলাঙ্গারই রয়ে গেলাম এখনো।"

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৫

ননদালীনাজ বলেছেন: স্যালুট দাদা ধীরেন্দ্রনাথ মজুমদার !
যাদের মা এখনো জীবিত- তারা বিষয়টা গভীরভাবে হ্রদয়ং্গম করার চেষ্টা করি- আমিন !

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৫

ইকরাম বাপ্পী বলেছেন: উড়নচন্ডীর সাথে একমত। জাতীয় দৈনিক গুলো এই সংবাদ লীড করতে পারত কিন্তু মনে হয় না কেউ করতে পারবে। আর যিনি আজকের দিনে এমন করেছেন আসলেই তাকে স্যালুট । আর নিজের কথা চিন্তা করে কতটাই অপরাধী মনে হয় নিজেকে। নিজের কোন কিছু জায়গায় না পেলেই মায়ের সাথে চোট পাট করি। আর তাতেও মা এতটুকু বিরক্তি করে না। তার পরেও চেষ্টা করি মা কে খুশি করতে না পারি যেন কষ্ট না দেই. . .

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

এস এইচ খান বলেছেন:
স্বপ্নবিলাসী আমি বলেছেন:


পোষ্ট দেখে আবারো উপলব্ধি করতে পারলাম, "মানুষ হতে পারিনি আজও। অর্ধশিক্ষিত কুলাঙ্গারই রয়ে গেলাম এখনো।"


== অসাধারণ বলেছেন স্বপ্নবিলাসী! স্যালুট ধীরেন্দ্রনাথ মজুমদারকে।

৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

ভাস্কর দে বলেছেন: ধন্য গর্ভধারীনি!!! স্যালুট এই সু-পুত্রকে।

১০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭

কোবিদ বলেছেন:
অনেক বখে যাওয়া কুলাংগাররা
স্মেহময়ী মাকে খুন করে নিজ হাতে।
ধিক ওদের

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাস্কর দে বলেছেন: ধন্য গর্ভধারীনি!!! স্যালুট এই সু-পুত্রকে।

..
মায়ের একধার দুধৈর দাম
কাটিয়া গায়ের চাম
পাপোষ বানাইলে ঋনের শোধ হবে না........

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৫

খাটাস বলেছেন: পোষ্ট দেখে আবারো উপলব্ধি করতে পারলাম, "মানুষ হতে পারিনি আজও। অর্ধশিক্ষিত কুলাঙ্গারই রয়ে গেলাম এখনো।"

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬

আপেক্ষিক বলেছেন: :( :( :(

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

নুমান" বলেছেন: আহ, ধন্য হে মা!!

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বটের ফল বলেছেন: আসুন সকলে মায়ের মমতাকে হৃদয় দিয়ে উপলব্ধি করি। তাহলেই আমাদের পক্ষে সম্ভব মাকে নূন্যতম সন্মান জানানো।

১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪

নাজিম-উদ-দৌলা বলেছেন:
এমন ছেলে পাওয়া মায়ের জন্য ভাগ্যের বিষয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.