নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com/nana.bhai.5209

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। https://www.facebook.com/nana.bhai.5209

নানাভাই › বিস্তারিত পোস্টঃ

বেগম খালেদা জিয়ার বাড়িতে খাবার ও পানি সরবরাহ বন্ধ

১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৫



বেগম খালেদা জিয়ার বাসায় খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে সরকার। তার গুলশানের ৭৯ নম্বর সড়কের ‘ফিরোজা’ নামক ভাড়া বাসার পানির লাইনও কেটে দেয়া হয়েছে। পুলিশ কাউকে বাসায় ঢুকতেও দিচ্ছে না। বেগম জিয়ার ভাইয়ের স্ত্রী গতকাল দুপুরে খাবার নিয়ে এসে দুই ঘণ্টা গেটে দাঁড়িয়ে থেকে ফিরে গেছেন। পুলিশের এক কথা ‘উপরের নির্দেশ’ কাউকে ঢুকতে দেয়া যাবে না। বিরোধীদলীয় নেতা সারাদিন কিছুই খাননি জানানোর পরও পুলিশের মন গলেনি। ‘উপরের নির্দেশ ভিতরে যেতে দেয়া যাবে না’ অবস্থানে অনঢ় তারা।

তিন বারের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অভুক্ত রাখার অমানবিক সিদ্ধান্ত হতবাক দেশের মানুষ। এ খবর ছড়িয়ে পড়ায় সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে। বেগম খালেদা জিয়ার খবর জানার জন্য গোটা দেশের মানুষ উদগ্রীব। টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষের মধ্যে অস্থিরতা খালেদা জিয়ার খবর কি? তার বাসায় পানি বন্ধ করা হলো কেন? কারো সঙ্গে দেখা হলেই জানতে চান খালেদা জিয়ার খবর কি? তাকে কি খেতে দেয়া হয়নি? একজন মানুষকে উপোষ রাখা কি কোনো গণতান্ত্রিক সরকারের কাজ? তাকে কি গৃহবন্দী করা হচ্ছে? ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ উৎসুক মানুষের এ প্রশ্নের উত্তর কেউ দিতে পারেনি। ‘বেগম জিয়ার বাসায় কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। বাড়ির পানির লাইন বন্ধ করে দেয়া হয়েছে। ছোটভাই শামীম ইস্কান্দারের স্ত্রী খাবার নিয়ে এসে দুই ঘণ্টা গেটের সামনে দাঁড়িয়ে থেকে চলে গেছেন। খাবার ভিতরে নিয়ে যেতে দেয়া হয়নি। খালেদা জিয়ার বসবাসরত বাসা (গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়ি ‘ফিরোজা’) র‌্যাব-ডিবি-দাঙ্গা পুলিশ ঘিরে রেখেছে।’ এ খবর টেলিভিশনে প্রচার হওয়ার পর খালেদা জিয়াকে নিয়ে সারাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ-উৎকণ্ঠা। সবাই খালেদা জিয়ার খবর জানার জন্য অস্থির হয়ে পড়েন। পুলিশ কাউকে দাঁড়াতে না দিলেও বেগম খালেদা জিয়ার বাড়ির আশপাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শত শত মানুষ দাঁড়িয়ে থেকে খবর জানার চেষ্টা করেন। দিল্লীর খুঁটির জোরের কারণে আওয়ামী লীগ সরকার এ অমানবিক সাহস দেখাচ্ছে বলেও কেউ কেউ মন্তব্য করেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যা থেকে। বিএনপির প্রেসিডিয়ামের তিন প্রবীণ সদস্যকে গ্রেফতারের পর দলের চেয়ারপার্সনের গুলশানের অফিস ও তাঁর বাড়ি ঘিরে রাখে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর জানান, নাশকতা ঘটাতে পারেন সে অভিযোগে সাবেক তিন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। অতপর রাত ১টার সময় বেগম জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বেগম জিয়ার বাসা থেকে বের হয়ে এলে তাদের গ্রেফতার করা হয়। টেলিভিশনে সচিত্র এ খবর দেখে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যা এবং রাতে বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য, দ্বিতীয় সারির নেতা, যুব নেতার বাসায় পুলিশ প্রহরা এবং কারো কারো বাড়ি তল্লাশি করার খবর মিডিয়ায় আসায় উত্তেজনা আরো বেড়ে যায়। বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে গ্রেফতার আতঙ্কের পাশাপাশি উৎকণ্ঠাও বাড়তে থাকে। সারাদেশে এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। গতকাল দুপুরে আওয়ামী লীগের দায়িত্বশীল কয়েকজন নেতার কঠোর বক্তব্য মিডিয়ায় প্রচারের পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়। সবাই খোঁজ নেয়ার চেষ্টা করেন বেগম খালেদা জিয়ার বাসার খরব কি। পুলিশ জানায় নিরাপত্তাজনিত কারণে বিরোধীদলীয় নেতার বাসায় পুলিশের প্রহরা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু মানুষ আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর এ কেতাবী কথায় আশ্বস্ত হতে পারেনি। তারা নেত্রীর খবর জানার জন্য উদগ্রীব হয়ে উঠেন। গ্রেফতারের ভয়ে আত্মগোপনে থাকায় বিএনপির সিনিয়র ও মাধ্যসারির নেতাদেরও পাওয়া যাচ্ছিল না। এ জন্য রাজধানী ঢাকা এবং ঢাকার আশপাশের অনেকেই নেত্রীর খবর জানার চেষ্টায় গুলশানের কার্যালয়ে যান। সেখানেও বিপুল পরিমাণ পুলিশ প্রহরায় থাকায় চেয়ারপার্সনের কার্যালয়ে কেউ ঢুকতে পারেননি। তারা ছুটে যান নেত্রীর ৭৯ নম্বর রোডের বাসায়। যারা বাসার নম্বর জানেন না তারাও এর ওর কাছে ঠিকানা নিয়ে ছুটে যান। কিন্তু পুলিশ দূর থেকে তাদের তাড়িয়ে দেয়। কার্যত ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা ছাড়া খালেদা জিয়ার বাসায় কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। সকাল থেকে না খেয়ে রয়েছেন জেনে বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা দুপুরে খাবার নিয়ে যান। তিনি দায়িত্বরত পুলিশকে জানান বিএনপি চেয়ারপার্সন সকাল থেকে না খেয়ে রয়েছেন। তাকে খাবার দিতে হবে। তার অনেক অনুনয় বিনয়েও পুলিশের মন গলেনি। পুলিশ কোনো ভাবেই খালেদা জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমাকে বাসায় প্রবেশ করতে দেননি। পুলিশের এক কথা ‘উপরের নির্দেশ রয়েছে’ কাউকে ভিতরে যেতে দেয়া হবে না। দুই ঘণ্টা অবস্থান করে বিকাল সাড়ে তিনটার দিকে কানিজ ফাতেমা খাবার নিয়ে ফিরে যান। বিকালে দলের একাধিক ভাইস চেয়ারম্যান এবং কয়েকজন নেতা বেগম জিয়ার বসাভবনের সড়কের আশপাশে যান। পরিস্থিতি ‘চরম’ দেখে তারা ঘণ্টার পর ঘণ্টা অবস্থান করে চলে যান। গ্রেফতারের আশঙ্কায় কেউ বাসার সামনে যাওয়ার সাহস দেখাননি।

পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা যায় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার স্বার্থে পুলিশ-র‌্যাব-এর পাহারা বসানো হয়েছে। পুলিশের অতিরিক্ত অবস্থানের কারণে গণমাধ্যম ও মিডিয়ার ব্যাপক সংখ্যক কর্মী বিরোধীদলীয় নেতার বাসার সামনে পালাক্রমে অবস্থান করছে। এদিকে গুলশানের ৮৬ সড়কের ৬ নম্বর চেয়ারপার্সনের কার্যালয় পুলিশ ও আইনশৃক্সখলা বাহিনী ঘিরে রেখেছে। মিডিয়া কর্মীরা জানতে চান নিরাপত্তার সঙ্গে বাসার পানির লাইন বন্ধ করে দেয়া, কাউকে ঢুকতে না দেয়া এবং খাবার নিয়ে বাসায় প্রবেশ করতে না দেয়ার সম্পর্ক কি। সংবাদকর্মীদের এ সব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা। তাদের বক্তব্য ‘উপরের নির্দেশ পালন করছে’ আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী। খালেদা জিয়ার বাসায় পানির লাইন বন্ধ ও খাবার সরবরাহ বন্ধ করে দেয়ার পর সারাদেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে গেছে। সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের গালিগালাজ করছে। টান টান উত্তেজনায় সাধারণ মানুষ। সারাদেশে পুলিশের ধরপাকড়ের মধ্যেও হরতাল সমর্থকরা রাজপথের কর্মসূচি পালনে প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় থেকেও বিরোধীদলীয় নেতা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, এদেশ থেকে গণতন্ত্রকে চিরতরে নির্বাসনে দেয়ার ষড়যন্ত্র চলছে। একতরফা নির্বাচন করে একদলীয় সরকার ব্যবস্থা পুনরায় চালু করার গোপন চক্রান্ত স্পষ্ট হয়ে উঠেছে। স্বৈরাচারী শক্তির এ চক্রান্ত রুখতে হবে যে কোনো মূল্যে। গণতন্ত্র দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি দলমত নির্বিশেষে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ অবস্থায় পরিস্থিতি বিশ্লেষণ করে প্রখ্যাত চিন্তাবিদ ফরহাদ মজহার বলেছেন, শেখ হাসিনা কোনো সংলাপ বা দুইপক্ষের সম্মতির ভিত্তিতে সংকটের নিরসন ঘটুক সেটা কখনই চাননি। পরিস্থিতি আরও অস্থির, সহিংস ও রক্তপাতে পিচ্ছিল হবার সম্ভাবনা প্রচুর। ১৮ দলীয় জোট এই ধরনের পরিস্থিতি কতোটা এড়াতে সক্ষম হবে বলা মুশকিল। কিন্তু ক্ষমতাসীনরা দায় চাপাবে তাদের ওপর। দল হিসাবে বিএনপি বা আঠারো দলীয় জোটের সাংগঠনিক ক্ষমতা বা নেতৃত্বের শক্তি এখন গুরুত্বপূর্ণ বা বিচার্য নয়। বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে বাংলাদেশী জাতীয়তাবাদী রাজনীতি মোটেও কম শক্তিশালী নয়। দিল্লীর আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী এই ধারা আদর্শিক ও সাংগঠনিক এই উভয় দিক থেকেই দুর্বল হলেও বাংলাদেশের রাজনীতিতে দিল্লীর পক্ষপাত এখন দিনের আলোর মতো স্পষ্ট, প্রকাশ হয়ে পড়ায় সাধারণ মানুষ এই আন্দোলন-সংগ্রামকে দিল্লীর আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে লড়াই হিসাবে বুঝবে। এটা ঠিক দিল্লীর আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াবার ক্ষেত্রে বিএনপির ওপর জনগণের ভরসা কম। তবে এ ক্ষেত্রে খালেদা জিয়ার ওপর জনগণের আস্থা রয়েছে। তাঁর দিল্লী¬ সফরের মধ্যে দিল্লীকে তুষ্ট করবার চিহ্ন দেখে জনগণ বিক্ষুব্ধ হলেও তারা মনে করে আঠারো দলীয় জোটের সম্মিলিত অবস্থান দিল্লীর আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে একটা ঢাল হবে।http://www.amadershomoybd.com/content/2013/11/10/middle0444.htm

মন্তব্য ৩৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৯

বেঈমান আমি. বলেছেন: তুই অনলাইনে কি করিস?নিজে গিয়ে খানা সাপ্লাই দে।আফসোস খালেদার লাইগা তোদের মতো কুলাংগাররে পালছে।

২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:২৯

বেঈমান আমি. বলেছেন: তুই অনলাইনে কি করিস?নিজে গিয়ে খানা সাপ্লাই দে।আফসোস খালেদার লাইগা তোদের মতো কুলাংগাররে পালছে।

৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৬

হাতীর ডিম বলেছেন: সন্ধ্যায় দেখলাম চাষী নজরুল ইসলাম গেল। আর কাউরে ঢুকতে দিতেছে না। বাশের কেল্লার সামু ভার্সন নাকি এইটা? মিথ্যা প্রচারণা কার থেকে শিখছ মামু? গোলাপীর জন্য ফালুরে নিয়া যাও মামু। মেডাম বাসায় একলা। ;)

৪| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫১

স্বপ্নবাজ শয়ন বলেছেন: নানাভাই আপনি কি বলদ না ছাগল?

৫| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:০৩

পথহারা নাবিক বলেছেন: ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!ছাগু!!

৬| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:১০

এ্যানড্রোমিডা বলেছেন: যদি ব্যাপারটা সত্যি হয়ে থাকে তবে বলতে হবে ঠিকই আছে, সরকারের এটা গুড এফোর্ট। যখনই যে বিরোধী নেতা থাকবে তখন অহেতুক হরতাল ডাকলে তাকে এমন ট্টিটমেন্টই দেয়া উচিত। খালেদা একটু বুঝুক একজন সাধারণ মানুষ ওর ডাকা হরতালে কেমন কষ্টে থাকে..

৭| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৫

নানাভাই বলেছেন: ছাগল কি গায়ে লিখা থাকে?
খবরটা কোথায় ছাপা হইছে তার রেফারেন্সও দিছি।

৮| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৬

ননদালীনাজ বলেছেন: কমেন্টে দেখি ভাদা রাজাকারদের ল্যাদানি শুরু হয়া গ্যাছে গো নানা !!

৯| ১০ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:৪৩

তালপাতারসেপাই বলেছেন: খালেদার বাড়িতে খাবার কি হোটেল থেইকা আইত? আর বাড়ির সামনে এত পানি কেন?
ভুয়ামী বন!

ফখরুলের অভিযোগই সত্য হলোঃ বিএনপির শীর্ষ নেতাদের খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা!


"ঠাকুর ঘরে কে রে?
আমি কলা খহাই না।"
ফখরুলও কি তাহলে ষড়যন্ত্রে জড়িত? তা নাহলে কেনই বা ৩ নেতা ধরা খাওয়ায় সথে সাথে সুর পাল্টে বিষয়টিকে ধামা চাপা দিবেন?

মির্জা ফখরুলই কি বিএনপির মির্জাফর?
সময়ই তা বলে দিবে।
সুষ্ঠ তদন্তের দাবী জানাই।

এইডা পড়েন!

১০| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৫

জগ বলেছেন:
ব্রেকিং নিউজ !!
--------------- ---------
এক ভয়ংকর জেল হত্যার পরিকল্পনা নেয়া হয়েছে। জেলখানার বন্দীদের দিয়ে বিরোধী দলের শীর্ষ নেতাদের হত্যা করার মাস্টার প্লান করা হয়েছে।

সবাই সতর্ক থাকবেন, সবাই সতর্ক থাকবেন। দেশনেত্রী বেগম জিয়াকে হত্যা করার জন্য একটি বিশেষ টীম মোতায়েন করা হয়েছে। এই টিম টি সরাসরি প্রধানমন্ত্রীর বিশেষ গ্রুপের সাথে যোগাযোগ রাখছে। এই টিমটি পরিচালনা করছেন একজন উচ্চপদস্ত ভারতীয় জেনারেল । এর ধারাবাহিক অংশ হিসাবে পানি, গ্যাস, টেলিফোন বন্ধ করা হয়েছে। পরিস্থিতি আর জটিল করে, বাইরে থেকে পানি দেয়া হবে। এই পানির সাথে বিশেষ মাত্রার বিষ মেশানো হচ্ছে। যা গাঁয়ে লাগলে কিছু হই না, কিন্ত মানুষের শরীরে প্রবেশ করলে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হতে থাকে। এবং মানুষ নানা রকম শারীরিক জটিলতায় মারা যায়।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা কে কেন্দ্র করে কয়েকটি চ্যানেল অগ্রিম অনুষ্ঠান রেকর্ড করে রেখেছে। যখন দেখবেন বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন বন্ধ করে দেয়া হয়েছে, তখনই মূল কর্মকাণ্ড শুরু হবে। সতর্ক সতর্ক সতর্ক সতর্ক

১১| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৬

জগ বলেছেন:
ব্রেকিং নিউজ !!
--------------- ---------
এক ভয়ংকর জেল হত্যার পরিকল্পনা নেয়া হয়েছে। জেলখানার বন্দীদের দিয়ে বিরোধী দলের শীর্ষ নেতাদের হত্যা করার মাস্টার প্লান করা হয়েছে।

সবাই সতর্ক থাকবেন, সবাই সতর্ক থাকবেন। দেশনেত্রী বেগম জিয়াকে হত্যা করার জন্য একটি বিশেষ টীম মোতায়েন করা হয়েছে। এই টিম টি সরাসরি প্রধানমন্ত্রীর বিশেষ গ্রুপের সাথে যোগাযোগ রাখছে। এই টিমটি পরিচালনা করছেন একজন উচ্চপদস্ত ভারতীয় জেনারেল । এর ধারাবাহিক অংশ হিসাবে পানি, গ্যাস, টেলিফোন বন্ধ করা হয়েছে। পরিস্থিতি আর জটিল করে, বাইরে থেকে পানি দেয়া হবে। এই পানির সাথে বিশেষ মাত্রার বিষ মেশানো হচ্ছে। যা গাঁয়ে লাগলে কিছু হই না, কিন্ত মানুষের শরীরে প্রবেশ করলে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হতে থাকে। এবং মানুষ নানা রকম শারীরিক জটিলতায় মারা যায়।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা কে কেন্দ্র করে কয়েকটি চ্যানেল অগ্রিম অনুষ্ঠান রেকর্ড করে রেখেছে। যখন দেখবেন বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন বন্ধ করে দেয়া হয়েছে, তখনই মূল কর্মকাণ্ড শুরু হবে। সতর্ক সতর্ক সতর্ক সতর্ক

১২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৬

জগ বলেছেন:
ব্রেকিং নিউজ !!
--------------- ---------
এক ভয়ংকর জেল হত্যার পরিকল্পনা নেয়া হয়েছে। জেলখানার বন্দীদের দিয়ে বিরোধী দলের শীর্ষ নেতাদের হত্যা করার মাস্টার প্লান করা হয়েছে।

সবাই সতর্ক থাকবেন, সবাই সতর্ক থাকবেন। দেশনেত্রী বেগম জিয়াকে হত্যা করার জন্য একটি বিশেষ টীম মোতায়েন করা হয়েছে। এই টিম টি সরাসরি প্রধানমন্ত্রীর বিশেষ গ্রুপের সাথে যোগাযোগ রাখছে। এই টিমটি পরিচালনা করছেন একজন উচ্চপদস্ত ভারতীয় জেনারেল । এর ধারাবাহিক অংশ হিসাবে পানি, গ্যাস, টেলিফোন বন্ধ করা হয়েছে। পরিস্থিতি আর জটিল করে, বাইরে থেকে পানি দেয়া হবে। এই পানির সাথে বিশেষ মাত্রার বিষ মেশানো হচ্ছে। যা গাঁয়ে লাগলে কিছু হই না, কিন্ত মানুষের শরীরে প্রবেশ করলে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হতে থাকে। এবং মানুষ নানা রকম শারীরিক জটিলতায় মারা যায়।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা কে কেন্দ্র করে কয়েকটি চ্যানেল অগ্রিম অনুষ্ঠান রেকর্ড করে রেখেছে। যখন দেখবেন বিদ্যুৎ, ইন্টারনেট, টেলিফোন বন্ধ করে দেয়া হয়েছে, তখনই মূল কর্মকাণ্ড শুরু হবে। সতর্ক সতর্ক সতর্ক সতর্ক

১৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৫

সেফানুয়েল বলেছেন: ছাগল কি আর গাছে ধরে? দিলো একটা ব্রেকিং!

১৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮

স্বপ্নসমুদ্র বলেছেন: তাইরে না খাওয়াইয়াই মারা উচিত। গরিবের পেটে লাথ্থি মারে আর নিজে বালের হরতাল ডাইকা ঘরে বইসা থাকে। ঘরেই থাক।

১৫| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

রাতুল রেজা বলেছেন: কিছু কইলাম না, শ্লার যত্তসব আগাছা জন্মাইছে দেশে

১৬| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯

অগ্নির বলেছেন: ক্যান উনার বাড়িতে কি রান্নাঘর নাই ? নিজে নিজে রাইন্ধা খাইতে পারেনা ?

১৭| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০০

জানা বলেছেন:

@নানাভাই,

আপনার দেয়া লিঙ্কটি সঠিক নয়/কাজ করছে না। এখনই সংশোধন করুন।

@ অন্যান্য ব্লগার, পোস্টটিতে যৌক্তিক আলোচনা করুন। এদেশের প্রধাণ বিরোধী নেতা সারাদিন অনাহারে আছেন। এমন কি পানি থেকেও বঞ্চিত আছেন। কি সর্বনাশ! B:-/

এই সংবাদের সততা এবং সত্যতা যাচাই করুন। পরষ্পর মর্যাদা রক্ষা করে বিতর্ক/আলোচনা করুন। আমাদের সকলের সহনশীলতাই বর্তমান পরিস্থিতি সামলানোর একমাত্র উপায়। আমরা কেউই যা খুশি তাই বলতে বা করতে পারিনা। আমাদের মনে রাখতে হবে, মিথ্যচারের মৃত্যু অনির্বার্য। সময় কাউকে ভোলেনা।

পোস্টটি থাকুক।

১৮| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

সুমন জেবা বলেছেন: খবরেরও খবর থাকে ..
এটা কি ওই রকম ১টা কিছু ??

১৯| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

হেডস্যার বলেছেন:
আহারে কি অমানবিক কান্ড... :(( :(( :(( :((



;) :P

২০| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২১

জানা বলেছেন:

১৩ নম্বর মন্তব্যে জনাব 'জগ' ভাই, আপনার মন্তব্যটিও খুব গুরুত্বপূর্ণ খবর হতে পারে। এর সত্যতা প্রমাণের জন্য এখুনি তথ্যসুত্র উল্লেখ করুন যা আপনার এবং আমাদের সকলের জন্যই অত্যন্ত জরুরী এবং মঙ্গলজনক। আপনার মন্তব্যের ওজন(!) বিবেচনা করে আমরা অপেক্ষা করছি বিশ্বাসযোগ্য তথ্যসুত্রের নতুবা ব্লগ কমিউনিটি আপনাকে মনে রাখার দরকার মনে করবে না।

২১| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৫

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: স্বপ্নসমুদ্র , এ্যানড্রোমিডা - এর সাথে একমত। ;) ;)

২২| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

সোহেল রনি বলেছেন: এই সংক্রান্ত একটা খবরের লিংক শেয়ার করলাম।

নানাভাই এর পোষ্ট পড়ে মনে হচ্ছে ইমোশনাল ব্যাপারটা গুরুত্ব পেয়েছে যার সত্যতা সম্পর্কে সন্দিহান হবার অবকাশ আছে।

সবাইকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে, ব্লগ কিন্ত গুজব ছড়ানোর কোন মাধ্যম নয়।

ক্লিকান

২৩| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তিন বারের প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে অভুক্ত রাখার অমানবিক সিদ্ধান্ত হতবাক দেশের মানুষ।


মিডিয়া কর্মীরা জানতে চান নিরাপত্তার সঙ্গে বাসার পানির লাইন বন্ধ করে দেয়া, কাউকে ঢুকতে না দেয়া এবং খাবার নিয়ে বাসায় প্রবেশ করতে না দেয়ার সম্পর্ক কি। সংবাদকর্মীদের এ সব প্রশ্নের সদুত্তর দিতে পারেননি দায়িত্বরত পুলিশ সদস্যরা। তাদের বক্তব্য ‘উপরের নির্দেশ পালন করছে’ আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী


একি অবস্থা!!!!

স্বৈরাচারের পরিণতি কি কখনো সূখের হয়েছে???????


কত দিন? কত মাস? কত জন?

ব্যক্তির মৃত্যুতে কি কোন আদর্শ মরেছে?


কি কোন স্বৈরাচার কোনদিন ন্যায়কে বুঝতে চায় নি। তাতে ন্যায় পরাজিত হয়না বরং স্ভৈরাচারই ঘৃণিত হয়, ধ্বংস হয়।

দেশ মুক্তিপাক সকল ভিনদেশী, স্ব-দেশী কুচক্র আর ষড়যন্ত্র থেকে।

২৪| ১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

অপরাজিত একজন বলেছেন: দুঃখজনক!!

৩ বার এর নির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে এরকম অমানবিক আচরন কাম্য নয়। আপনার পোষ্টে দেওয়া বিবরন যদি সত্য হয়ে থাকে অন্ধ আওয়ামিলীগ সাপোর্টার ছাড়া দেশের বাকি সব মানুষের সমর্থন খালেদাজিয়ার দিকে চলে যাবে।

আমার মনে হয়না আওয়ামিলীগের মত একটা দল জেনে শুনে এই কাজ করবে।

২৫| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

অপরাজিত একজন বলেছেন: লেখকের দেওয়া লিঙ্কটি কাজ করছেনা -- এখান থেকে নিউজটি সংগ্রহ করা হয়েছে

২৬| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪০

হেডস্যার বলেছেন:
হাস্যকর একটা খবর দেখি কারো কারো কাছে ব্যাপক গুরুত্বপুর্ন হইয়া উঠছে..... :D

২৭| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

বশর সিদ্দিকী বলেছেন: আম্লিগ সব সময়ই আম্লিগ। তারা কোন মানুষ না। তারা আম্লিগ। এই ধরনের একটা খবরে তাদের উল্লাস প্রকাশ পাচ্ছে। যখন হাসিনা আর তার পরিবারের উপর অকথ্য নির্যাতন করা হবে এর প্রতিশোধ হিসাবে তখন দেখা যাবে এদের আহাজারি। এরা আসলেই বাংলাদেশি না। এরা অমানুষ এবং অমানুষদের সন্তান। এরা আম্লিগ।

২৮| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: @হেডস্যার দয়া করে বলবেন কি কিভাবে এটা হাস্যকর নিউজ?

আমাদের সময়ের মতো পত্রিকার অনলাইন ভার্সেনর Cover Story লিংক দেবার পরও আপনার এ ধরনের মন্তব্য কি বালখিল্যতা নয়???

আপনার সপক্ষে এই নিউজের মূল্যহীনতা প্রমাণ করুন।

২৯| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৮

মাহমুদ তূর্য বলেছেন: হেডস্যার বলেছেন:
হাস্যকর একটা খবর দেখি কারো কারো কাছে ব্যাপক গুরুত্বপুর্ন হইয়া উঠছে.....

৩০| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

হেডস্যার বলেছেন:
জ্বী না বিদ্রোহী ভাই, বালখিল্যতা নয়।
প্রথম কথা হইলো এই নিউজ কোথায় কে ছাপছে সেইটা আমি এখনো খুজে পাই নাই।

(রাস্তা ঘাটে হাটে বাজারে বাসে লঞ্চে ২/৩ টাকায় বিক্রি করা আর আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, নয়াদিগন্ত, আমার দেশ এগুলা কোন পত্রিকা না। )

আর দুই নাম্বার হইলো পানি আর খাবার বন্ধ করে দিলে তো ১০/১২ দিনের বেশি বাচার কথা না, তাই না?
আচ্ছা দেখি ১০/১২ দিন পরে খালেদা জিয়ার লাশ বের করে আনা হয় কি না। যদি হয় তাহলে নাকে খত দিয়া আপনাদের কাছে মাফ চাইবো।

আর যদি না হয় তাহলে কি হবে সেটা ও বলে যাবেন প্লিজ।

৩১| ১০ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: @হেডস্যার বলছেন..
(রাস্তা ঘাটে হাটে বাজারে বাসে লঞ্চে ২/৩ টাকায় বিক্রি করা আর আমাদের সময়, বাংলাদেশ প্রতিদিন, নয়াদিগন্ত, আমার দেশ এগুলা কোন পত্রিকা না। )

সারছে!! তবেতো ভাই আপনি একসেপশনাল। আপনার সঙ্গে কথা বলাই ভুল।

কারণ আপনি এভারেজের অনেক অনেক অনেক উপ্রে।

ওখানে দুই শ্রেণীর লোক থাকে। অতি আতেল অথবা পাগল। আমি আপনাকে কোনটাই বলতে চাই না।

সকল পত্রিকা-টিভি নিউজে তার বাড়ী ঘেরাও করে রাখা সব দেকেও যদি আপনি বলেন -আমি এখনো খুজে পাইনাই....
তখন পাবলিকই ধারনা করে নেবে-আপনার বোধ বিশ্বাস আর প্রকাশ কোন ধরনের।



আবার দেখূন যখন দেখল তাদের প।লানে রিভঅর্স ফল হচ্ছে- উল্টো... খালেদা জিয়ার প্রতি সহানুভূতি বাড়ছে- তারা দ্রুতই সরিয়ে নিল পুলিশ..

Click This Link

৩২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৬

হেডস্যার বলেছেন:
ভাইরে আর কত প্যাচাইবেন?

বেগম খালেদা জিয়ার বাড়িতে খাবার ও পানি সরবরাহ বন্ধ
এই সংক্রান্ত কোন নিউজ কোন পত্রিকায় ছাপাইছে কি না জানতে চাই, দেখতে ও চাই।

৩৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫২

প্রভাষ প্রদৌত বলেছেন: আরে ভুয়াখবর ..............বেজি এখন ক্ষমতার লোভে অন্ধ হয়ে উল্টা পাল্টা খবর ছড়াচ্ছে .............সাংবাদিকরা এই খবরের কোন সত্যতা খুঁজে পায় নি..........


খবার সরবরাহ বন্ধ করলে তো আরেকটা হরতাল আসত ..সেটা কই ????????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.