নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতার সাথে বেঁধেছি ঘর, সাথি কেউ হবে?

নার্গিস জামান

যদি ভালো না লাগে তো দিওনা মন

নার্গিস জামান › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম নেই - ৩

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯






আরও মায়ার একঘেয়েমি আসে কুড়াতে অনুভব
প্রেমিকার সংক্রামক আন্দোলনের সলতে একদিনেই অশক্ত হয়ে গেলো ।
থাকে ঘৃণা সারারাত
সঠিক ঘুমের প্রজাপতিটা ভালবেসে একবার
খুব করে ক্রূড় মেরে রয় ।
গন্ধমুখর মোড়কে ফণীমনসার বনেদী লোকালয়ে
আহত হবে বাতাস,
কৌরব পেলব ডানা মেলে
উন্মাতালে
একটা খুন করে দিয়ে গেছে।


সবার পারদে আকঁড়ে আজো
অপূর্ব যে শিশুর
হেঁটে খেলা ছিলো;
কোন মাননীয় সাঁতারুর
মাতাল সমুদ্রে
নেমে
যাই ফুরিয়ে ।

উৎসর্গঃ শ্রদ্ধেয় জনাব পদাতিক চৌধুরী, আমার পোস্টে প্রথম কমেন্টকারী।

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবার পারদে আকঁড়ে আজো
অপূর্ব যে শিশুর
হেঁটে খেলা ছিলো;

.......................................................
কেন শিরোনাম হবে না,
হতে পারে , " আয়নায় আমার মুখ "

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)
আসলে যে যেভাবে শিরোনাম ভাবতে চায়, এজন্য ওটা উন্মুক্ত করে রাখা :)

২| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতায় যেন ভাবনার প্রজাপতি ডানা মেলেছে।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৪

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার প্রথম পোস্টে বলেছিলাম - আপনি একটা ঝলমলে আভাস দিয়ে দিলেন।
ভুল বলিনি। কবিতায় ভালো লাগা।

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৫

নার্গিস জামান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

৪| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি এই ছবিটার দুই কবিতা লিখছিলাম ২০১৮ তে

September 24, 2018 ·
©কাজী ফাতেমা ছবি
#আয়না কাব্য
মনের আয়না দাও গুঁড়িয়ে
মন ভাঙ্গা ঐ ছবি
জ্বলে উঠো যখন তখন
যেনো পূবের রবি।

দাঁতে করো খিটিমিটি
চোখ রাঙিয়ে হাসো
আচ্ছা-বলো তুমি কী আর
আমায় ভালোবাসো?

বিতৃষ্ণার ছাই মনের চুলায়
জ্বলছে দিবানিশি
তুমি যেনো হাতের কাছে
আমার বিষের শিশি।

কও না কথা-চুপটি থাকো
বুঝি না মন তোমার
আমায় বুঝি করো ঘৃণা
তুমি বেশুমার?

এমন কেনো হলো বলো
আকাশ পাতাল অন্তর
ও প্রভু গো দাও না ফুঁকে
তুমি সুখের মন্তর।

কেমন মানুষ হলে তুমি
খোঁজ রাখো না আমার
মনের মাঝে দিলে গড়ে
কষ্টের অথৈ খামার।

২।
মন হলো গো কাঁচের তৈরী
ভাঙ্গলে কী আর লাগে জোড়া?
হেলায় ফেলে ফুলেল সময়
ঠিক চালিয়ে যাচ্ছো ঘোড়া।

বুঝলে না হায় মনের কথা
ভেঙ্গে দিলে মনের বাড়ি
আর কী জোড়া লাগবে বলো
দুভাগ হওয়া মনের পাড়ি!

কেমন করে যাচ্ছে দিবস
যাচ্ছে সময় তরী বেয়ে
কাঁচের আয়নায় জলের বাড়ি
কেঁটে কুটে যাচ্ছি নেয়ে।

সময় ঘামে ঘামছি সদা
বিতৃষ্ণা যে মনের কিনার
দাও না গড়ে মনের উপর
একটি প্রেমের অলীক মিনার।

রোদ্দুর জ্বলে আকাশ সীমায়
আগুন জ্বলে বুকের মাঝার
বসিয়েছো দিনদুপুরে
তুমি ওগেরা রঙের বাজার।

এই যে সময় অবহেলায়
দিনে দিনে যাচ্ছে ক্ষয়ে
রঙের বাজার যাবে ভেঙ্গে
একলা তুমি যাবে হয়ে।

আপি এই ছবিটার দুই কবিতা লিখছিলাম ২০১৮ তে

[img|https://scontent.fblr1-4.fna.fbcdn.net/v/t1.0-9/p72

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৫

নার্গিস জামান বলেছেন: কি ভয়ঙ্কর সুন্দর ! :)
আমি যদি কখনো এরকম লিখতে পারতাম আপু :(

৫| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপনার লেখা

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৬| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা। আমি যে কেন কবিতা লিখতে পারি না !!!

২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)
আপনাকে সব কবিতার পোস্টেই দেখি, লিখতে শুরু করে দিন প্লিজ ।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ভাবনার ডানার ব্যাপ্তিতে আমার শ্রদ্ধা। তবে এক্কেবারে ফুটনোটে চমকটিতে আমি অবাক হলাম।
এ কবিতার উৎসর্গ এর জন্য ব্লগে কবি সম্রাট বা কফি সম্রাজ্ঞী অনেকেই আছেন। কিন্তু আমার মত নিতান্তই তুচ্ছ ব্যক্তিকে!!!!
অশেষ ধন্যবাদ আপনাকে।

নিরন্তর শুভেচ্ছা জানবেন।

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮

নার্গিস জামান বলেছেন: সকল কবিই আমার কাছে সম্রাট অথবা সম্রাজ্ঞী :)
অনেক ধন্যবাদ :)

৮| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৩

কিরমানী লিটন বলেছেন: নান্দনিক ভালোলাগার বিশুদ্ধ কবিতার নির্যাস - খুব সুন্দর লিখেছেন কবি- অভিবাদন রইলো....

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৯

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৯| ২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪২

নীল আকাশ বলেছেন: এক ঢিলে দুই পাখি মেরে দিলাম। এসেছিলাম আপনার কবিতা পড়তে আর এসে ছবি আপুর কবিতাও পড়ে ফেললাম।
ছবি দারুন লেগেছে। আমার খুব কাছের একজন ব্লগারকে উৎসর্গ করার জন্য আপনাকে ধন্যবাদ।

২৫ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৪৬

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১০| ২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো লেগেছে।

২৫ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

১১| ২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৭

শখের চাওয়ালা বলেছেন: আপনি দারুণ লিখেন ! :-*

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ১:২৭

নার্গিস জামান বলেছেন: অনেক ধন্যবাদ:)

১২| ২৬ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬

ইসিয়াক বলেছেন: দেরিতে এলাম......।আগেই পড়েছি।মন্তব্য করিনি।
আমার শুধুই মনে হচ্ছে আমার লেখা গুলি কেবলি হাবিজাবি। একটু হিংসা হচ্ছিলো.....।
হা হা হা .....খুব খুব সুন্দর।
কবিতায় মুগ্ধতা।
লিখতে থাকুন আপু।
শুভকামনা রইলো।

২৬ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:৫২

নার্গিস জামান বলেছেন: কবি আপনি অসম্ভব সুন্দর লেখেন। :)
আপনাকেও অনেক শুভকামনা :)
অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.