নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান মনের জানালা খুলে দায় এবং সেই খোলা জানালা দিয়ে না জানা বিষয় গুলো দেখি যা বাংলাদেশের সীমা ছাড়িয়ে সারা পৃথিবী দেখতে সাহায্য করে ।

এইচ এন নার্গিস

আমি একজন লেখক, সমাজ কর্মি , মা এবং মুক্তিযোদ্ধা

এইচ এন নার্গিস › বিস্তারিত পোস্টঃ

অহমিকা ,দম্ভ বা ইগো প্রবলেম মানুষের চরিত্রের দুষ্ট ক্ষত

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৪৮

অহমিকা, দম্ভ, নিজের সম্বন্ধে বেশি উচ্চ ধারনা,  ইগো প্রবলেম


আপনার কাছ থেকে সব মানুষ দূরে সরে যাচ্ছে ?  

অহমিকা বা দম্ভ বা ইগো  সমস্যা মানুষের চরিত্রের  একটা দুষ্ট ক্ষত । 
এই সমস্যা মানুষে মানুষে দূরত্ব সৃষ্টি করে। সে জানে না কেন মানুষ তাকে এড়িয়ে যায় । 

এই সমস্যা থাকতে পারে অফিসের  বস আর কর্মচারীর সম্পর্কে , ভাই বোনের মধ্যে, পাড়া  প্রতিবেশীদের মধ্যে ,লেখক আর ব্লগের মডারেটর দের মাঝে আর ক্লাসে । বন্ধু বান্ধবদের মাঝে হলে বন্ধুত্ব থাকে না। 

কি এই ইগো বা কি এই অহমিকা ? 

ইগো অর্থাৎ আমি বেশি জানি, আমি সন্মান পাওয়ার যোগ্য আর কেউ তা  পাক সেটা  সহ্য করতে পারে না। কেউ এগিয়ে গেলে ঈর্ষা কাতর হয়। 
টাকা পয়সা, ক্ষমতা, পড়াশুনা ,খ্যাতি ,সম্মান এগুলো সে মনে করে সেই একমাত্র পাওয়ার যোগ্য । 

যদি দ্যাখে কেউ এগিয়ে যাচ্ছে তাকে কি ভাবে নামানো  যাবে, ডুবানো যাবে তা নিয়ে ভাবতে থাকে আর সে যে সব দিক থেকে  বেশি তা প্রমাণ করার জন্য ইগো সমস্যা থাকা মানুষ টি সে যারা কে প্রতিদ্বন্দ্বী মনে করে তাদের  সমালোচনা করতে থাকে , অ- সম্মান করা থেকে শুরু  করে নিচু করার চেষ্টা চালাতে থাকে। 

ব্যাঙ্গ ,বিদ্রূপ করা, আর তার   নিগেটিভ দিক খুঁজে বের করে  আত্ম তৃপ্তি পাওয়া চরিত্রের লক্ষন । 
সে শুধু যে একলা করে তাই নয় জানা শুনা সব মানুষ কে একত্রে করে দলে টানে এবং সবার মগজ ধোলাই করে। 

সামান্য একটু প্রশংসা করা এই মানুষ গুলো কখনো প্রাকটিস করে না।   

বিনয়, হাম্বল, ডাউন টু আর্থ তাদের চরিত্রে অপজিট দিক। চলবেঃ




 

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ২:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: টাকা পয়সা, ক্ষমতা, পড়াশুনা ,খ্যাতি ,সম্মান এগুলো
সে মনে করে সেই একমাত্র পাওয়ার যোগ্য ।

.........................................................................................
জীবন বৈচিত্রময়
ঘড়ির কাটার মত প্রতিনিয়ত রং বদলায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.