নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান মনের জানালা খুলে দায় এবং সেই খোলা জানালা দিয়ে না জানা বিষয় গুলো দেখি যা বাংলাদেশের সীমা ছাড়িয়ে সারা পৃথিবী দেখতে সাহায্য করে ।

এইচ এন নার্গিস

আমি একজন লেখক, সমাজ কর্মি , মা এবং মুক্তিযোদ্ধা

এইচ এন নার্গিস › বিস্তারিত পোস্টঃ

অহমিকা,দম্ভ, বা ইগো প্রবলেম ( ২য় পর্ব)

২৮ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ১২:২৫

অহমিকা ,দম্ভ বা ইগো (দ্বিতীয় পর্ব)


মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? 

মানুষের চরিত্রে অহমিকার  এই বৈশিষ্ট  সম্পর্কে ফাটল ধরায় । 

অহমিকা  দম্ভ করা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য কি  তা বিশ্লেষণ করলে দেখা যায়
১) তারা দোষ করলেও ক্ষমা চায় না 
২) তাদের সাথে কমিনিকেসান   করা যায় না  বা তারা তা করতে পারে না 
৩) Compromise  করতে পারে না 
৪) lack of empathy 
৫) অহমিকা বা দম্ভ জনিত conflicts থাকে
৬) তার যে ইনসিকিউরিটি আছে তা তারা Pride দিয়ে ঢাকতে চায়

তাদের এই জটিল চারিত্রিক বৈশিষ্ট্য তার সাথে থাকা মানুষ তা অফিসে হোক বা ভাই বোন এর মধ্যে হোক বা স্বামী স্ত্রীর মধ্যে হোক তা জটিলতা সৃষ্টি করে এবং এদের থেকে মানুষ দূরে সরে যায়। 

কি ভাবে এদের সাথে সম্পর্ক উদ্ধার করা যায়ঃ 

কথা বলুন এই বিষয় তা খোলাসা করুন, বুঝিয়ে বলুন ,ক্ষমা চেয়ে নিন, বলতে থাকুন কতখানি আপনি তাদের ভালো বাসেন । তাদের কে যে আপনি মূল্য দেন তা বলতে হবে। 
সবচেয়ে বেশি দরকার ওপেন হন, স্পিক আউট করেন। একে ওপরের প্রতি শ্রদ্ধা আর সহানুভূতি প্রদর্শন অত্যন্ত জরুরী ।
  

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.