নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

শাহবাগে সাফল্য.......এবং অর্জন..

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

শাহবাগ আন্দোলন করে কি হবে? এই প্রশ্নটা গত কয়েকদিন অন্তত কয়েকহাজার বার শুনতে হয়ছে....!

আমরা বাঙ্গালীরা সব কিছুতেই টাটকা ফলাফল চাই, আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই...! এই আন্দোলনের ক্ষেত্রেও তাই হয়েছে.....! সবাই ফলাফল চায়.....!!

এই যে গত ১৭ দিন ধরে একটানা স্লোগান দেওয়া হয়েছে, লাখ মানুষ বলেছে, তুই রাজাকার, জয় বাংলা.....

এটাই এই আন্দোলনের বড় পাওনা.......!!

আমি মনে করি, আমি বিশ্বাস করি, যে শিশুটি একবার তুই রাজাকার, জয় বাংলা বলেছে, সে সারা জীবন এই রাজাকারদের ঘৃনা করবে......!

হাজার মানুষের সঙ্গে , হাত মুষ্টি করে, জয় বাংলা বলার যে অনূভূতি সেটা একবার কথায় অসাধারন....!!

এই অনুভূতিতেই নাড়া দেওয়াটাই, আন্দোলনের সবচেয়ে বড় পাওনা.......!



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

সৈয়দ মোহাম্মদ আলী কিবর বলেছেন: অনুভূতিতেই নাড়া দেওয়াটাই, আন্দোলনের সবচেয়ে বড় পাওনা.......!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

নিঃশব্দ শিশির! বলেছেন: হুম......

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

একাকী বালক বলেছেন: একমত। এই আন্দোলনের ফলাফল বুঝতে আজকের কিশোর কিশোরীর / তরুণ তরুণীদের আগামী ১০ বছরের কার্যকম্র পর্যবেক্ষেণ করতে হবে। যারা চা আর বিড়ি খাইতে খাইতে কয় অমুকে ফসল ঘরে তুলল তুমকের তা হইল সেইটা দিয়ে কোন ফলাফল না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ......!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.