![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল খবরটা শোনার পর থেকেই অনেক স্মৃতি এসে ভীড় করেছে মনে। সিলেট শহীদ মিনার।
শহীদ মিনারের সামনে ফুটপাতে পুরোনো বই বিক্রি করা হয়। কত বই , ম্যাগাজিন আমি এই জায়গা থেকে কিনেছি।
,,,,আমার বিশ্ববিদ্যালয়ের বাস সন্ধ্যা সাড়ে ৬ টায় এই শহীদ মিনারের সামনে থেকে ছেড়ে যেতো।....এখনও মনে হচ্ছে , বাসের জন্য অপেক্ষায় আছি......!!
মনে পড়ছে, একবার আমরা বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে, টানা কয়েক দিন অনশন করেছিলাম সিলেট শহীদ মিনারে। ,,,,
হাটতে হাটতে শহীদ মিনারের পাশে চৌহাট্রায় যাত্রী ছাউনিতে বসতাম। শহীদ মিনারের বাউন্ডারি ঘেষে একটা গোলাপ ফুলের গাছ ছিল। ছোট ছোট ফুল ফুটতো। আমি চোখ বুঝলে এখনও সেই গোলাপ ফুল দেখি। ...জানিনা সেই গাছটা এখনও আছে কিনা। সেই গোলাপ ফুলের কথা কেন যেন ভুলতে পারি না।
সেই শহীদ মিনার আজ আক্রান্ত,,,,কিছু হায়েনা,,,,,,! সিলেট শহীদ মিনার ভাঙ্গচুর করেছে.................!!
কেবলই মনে হচ্ছে,,একটি পবিত্র গোলাপ গাছ, যা আমার মনের ভেতর বাসা বেধেছে তা উপড়ে ফেলা হয়েছে......!!
©somewhere in net ltd.