![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় শাহজালাল বিশ্ববিদ্যালয় পুরো ক্যাম্পাস যুদ্ধাপরাধীর বিচার চাচ্ছে! ক্যাম্পাসের দুই কিলো রাস্তা জুড়ে আঁকা হয়েছে আলপনা...!!
এই ক্যাম্পাসের প্রতিটি বালু কণা আমার পরিচিত.....!!
ফেসবুকে অনেক গুলো ছুবি দেখছিলা, দেখছিলাম সেই গাছ গুলো কত বড় হয়ে গেছে...! হয়তো এখন আমাকে ভুলেই গেছে...!
.....
আমার দিনটা শুরু হতো , সিলেটের মদিনা মার্কেট থেকে এক দৌড়ে ক্যাম্পাস!! সবুজ ক্যাম্পাসে লাফালাফি করে শুরু করতাম দিন।যাকে বলে ব্যায়াম...!!
ক্যাম্পাসের প্রতিটি গাছের সঙ্গে আমার সখ্যতা ছিল....! সেই যে গোল চত্তরের পাশের বট গাছটি, তাকে প্রতি দিনই বলতাম, কিরে তুই আর বড় হবি না..!!
কদম তলায় যখন যেতাম, তখন মুখ ফসকে বের হয়ে যেত,,,,এই ব্যাটা এতো বড় গাছ তুই, তোর ফুল গুলো এতো ছোট ক্যানরে....!!
এমন কত হাজার স্মৃতি যে ক্যাম্পাসের...!!
....সেই ক্যাম্পাসে বিশ্বের সবচেয়ে দীর্ঘ সড়ক আলপনা হলো, আর আমি নাই! ক্যাম্পাস জীবনের প্রায় সব ঘটনার স্বাক্ষী আমি....!! সখের সাংবাদিকতা করার সুবাধে, এমন কোন কাহিনী নাই, যা আমি জানি না.....!! আজ কেবলই মনে হচ্ছে,,,,একটা বড় ঘটনা মিস করলাম....! একটা ইতিহাসের অংশ হতে পারলাম না.....!!!
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১২
নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ ভাই...!!
২| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৫
বুড়ো বলেছেন: সুন্দর লেখা।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৩
নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ....!
৩| ১২ ই মার্চ, ২০১৩ রাত ২:০৭
মহামহোপাধ্যায় বলেছেন: সাস্টিয়ান রা ইতিহাস সৃষ্টি করল
১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৯
নিঃশব্দ শিশির! বলেছেন: হুমমমমমমমমমমমম
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
মৃন্ময় বলেছেন: অসাম....