নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

আল্লাহ ওদের শান্তিতে রাখুক...!

২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮





প্রতিদিন ঢাকার মতিঝিল থেকে সাভার যেতাম অফিসে...! ঠিক রানা প্লাজার উল্টা পাশে নামতাম বাস থেকে। কারণ এইখানে জ্যাম পড়ে,,,বাসও নামিয়ে দেয়। রাস্তা পার হয়ে ঠিক রানা প্লাজার সামনে আসতাম....!!

বেশ পরিচ্ছন্ন একটি মার্কেট। ব্র্যাক ব্যাংকের এটিম..সামনে.!!এই রানার প্লাজার সামনে এসে মাঝে মাঝে মনে হতো,....আরে আমার ব্যাংকটা এই খানেই হলেই ভালো হতো..!! আমার ব্যাংক সেই কাচা বাজারের ঐখানে.....!!

আজ অফিসে শুনলাম,,ব্যাংকটি নাকি এই রানা প্লাজাতেই হওয়ার কথা ছিল, মালিকদের সঙ্গে বনিবনা না হওয়ায় অন্য বিল্ডিংয়ে হয়েছে......!!



অফিস শেষে এই রানা প্লাজার সামনে থেকেই বাসে উঠতাম.....!!!

পাশের টং থেকে এক কাপ চা খেয়ে বাসে ঢাকা....!!

আজ খুব মনে পড়ছে, সাভারের কথা.....!!



কি বলবো ঠিক বুঝে পাচ্ছি না.....!!

মানুষের দাম কত কম....!!

আমাদের মরণ কত সহজ...!!!

আল্লাহ পরকালে ওদের শান্তিতে রাখুক...!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.