![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিলেটের মদিনা মার্কেটের হেলানো টাওয়ারের কথা আজ খুব বেশি মনে পড়ছে...!!
জীবনের কিছু অসাধারণ মুহুর্ত কাটিয়েছে এই হেলানো টাওয়ারে.....!!
যারা জানেন না তাদের বলছি,
হেলানো টাওয়ার হচ্ছে একটি বিল্ডিং যা এক দিনে দুই ফুটেরও বেশি হেলে গেছে....!
পুরো বিল্ডিংটা এক দিকে কাত হয়ে আছে,,,,!!
আর সেই হেলানো বিল্ডিংয়ে জীবনে প্রায় চার বছর কাটিয়েছি!
বলতে গেলে জীবনের অন্যতম মধুর চারটি বছর কেটেছে এই হেলানো টাওয়ারে।
মনে পড়ছে হাজারো স্মৃতি.....!!!!
২১ শে মে, ২০১৩ রাত ১২:৪৫
নিঃশব্দ শিশির! বলেছেন: তাই............!!
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৩ সকাল ৯:২৪
খেয়া ঘাট বলেছেন: সিলেটে আমারও অনেক সুখ স্ম্বতি রয়েছে।