![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ভালো লাগার..
অনেক আবেগের চন্দ্র,
দেখা হয় না বহু দিন।
আমার দীর্ঘ দিনের একাকিত্বের সঙ্গি ,
সে কি আমায় ভুলে গেছে,
নাকি আমিই ভুলে গেছি প্রিয় চন্দ্রকে!
কত দিন জোসনায় ডুবে যাই না,
কত দিন মুঠোয় ভরিনা না প্রিয় চাঁদের আলো!!!
২১ শে মে, ২০১৩ রাত ১১:২২
নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৩ রাত ১:০৬
স্বপনবাজ বলেছেন: কত দিন জোসনায় ডুবে যাই না,
কত দিন মুঠোয় ভরিনা না প্রিয় চাঁদের আলো!!!+