নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সকালেই শুরু সকালেই শেষ

আমরত্বের প্রত্যাশা নেই , নেই কোন দাবি দাওয়া.....!

নিঃশব্দ শিশির!

নিঃশব্দ শিশির! › বিস্তারিত পোস্টঃ

প্রিয় লেখক, হুমায়ুন আহমেদ

২১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭

বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকের ঘটনা!

প্রথম সেমিস্টারে বাংলা কোর্স ছিল!

সেই বাংলার ভাইভায় একটা কমন প্রশ্ন ছিল, প্রিয় লেখক কে??

যারা বুাদ্ধমান তারা মুখস্ত করে কেউ রবীন্দ্রনাথ, কেউ নজরুল, কেউ বঙ্কিম, কেই সুনীল , সমরেশ এমন সব ভারী নাম বলতো।



ভাইভাতে রনি ম্যাডাম আমাকে সেই কমন প্রশ্ন করেছিল,

প্রিয় লেখক কে?

উত্তরে বলেছিলাম, হুমায়ূন আহমেদ!!

ভাইভা বোর্ডের সবাই অদ্ভূত ভাবে আমার দিকে তাকালো...!

শফি স্যার চোখ বড় বড় করে বললো হুমায়ূন আহমেদ!!!

বললাম , জি স্যার।

কেন?

স্যার উনি সহজ ভাবে লিখেন, পড়ে মজা পাই তাই.....!!



........................................................



আমি সারা জীবন হুমায়ূন আহমেদের ভক্ত..!! যারা বলেন, উনি হালকা লিখেন, আরো ভালো লিখেন, বাজার দরে লিখেন, তাদের কাছে প্রশ্ন করতাম,,,!! হুমায়ূন ছাড়া দুই একজন লেখকের নাম বলতে, যারা ভালো লিখেন, যারা মানুষের জন্য লিখেন!!!

ইনিয়ে বিনিয়ে, ২ একটা নাম বলার পর এ্য এ্য .... করতো।।।

..................................



আজও বলি, যে যাই বলুক ,

আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ......!!!!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪২

প্রোফেসর শঙ্কু বলেছেন: মনের কথা সহজে বলাটা সব সময়ই ভাল।

২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৮

নিঃশব্দ শিশির! বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১:৫১

মতিউর রহমান মিঠু বলেছেন: দু'কলম ব্লগ লিখে যারা স্যারকে নিয়ে বাজে পোষ্ট দিয়ে ভরে ফেলছে এরা মানষিক রোগী। হয়তো দুটো বই পড়ে সমালোচনা করতে বসে যায় কিন্তু নিজেরাই যে বড় মূর্খ তাই নিজেরা জানেনা!! গুণীর কদর করা আমরা এখনো শিখতে পারলাম না...আফছোস.........

২২ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯

নিঃশব্দ শিশির! বলেছেন: বড়ই আফসোস.....!!

৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

ফারিয়া বলেছেন: তার ভক্ত আছে, হয়ত প্রকাশে সবাই ইচ্ছুক নয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.