![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুভ জন্মবার্ষিকী বেগম খালেদা জিয়া!!!!
আমাদের দেশের বেশির ভাগ মানুষের দুইটা জন্ম তারিখ থাকে!!!
একটা যে দিন জন্ম হয় সেই তারিখ আরেকটা স্কুল থেকে মাস্টররা যে তারিখ লিখে দেয়!!!
সেই হিসেবে আপনি ব্যাতিক্রম বেগম জিয়া।
তিন তিনবার প্রধান মন্ত্রী হওয়ার মতই আপনার জন্ম তারিখ ৩ টা!!!!!!
১৫ আগস্ট আপনার জন্ম দিন!!! এই দিন পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, সৌদি আরবও বলেছে বাংলাদেশ নামে একটা দেশ আছে,,!!!
আর বেগম খালেদা জিয়া, আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপনার জন্মও হয়েছে ১৫ আগস্ট!!!!
আমি বোকা মানুষ কোন যোগ সূত্র খুজে পাই না!!! কেবল জানি আজ খালেদা জিয়ার জন্ম দিন!!!!
আপনাকে শুভ জন্ম দিনের শুভেচ্ছা বেগম খালেদা জিয়া।
আসুন কেক কাটি, মুজিবের রক্তের ওপর দাড়িয়ে বলি, শুভ জন্ম দিন!!!
পাকিস্তান জিন্দাবাদ!!!!
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৮
নিঃশব্দ শিশির! বলেছেন: বঙ্গবন্ধুর হত্যার মধ্যে দিয়েই জিয়া পরিবার!!!! জাতি কেবল একজন নেতাকে হারায় নাই, জিয়া পরিবারের মত একটা পরিবারও পেয়েছে!!!! মহান নেতার শেষ যেখানে সেখান থেকেই জন্ম নিয়েছে তিন বারের প্রধানমন্ত্রী, সেখান থেকেই গো আজম , নিজামীরা বুক ছুলিয়ে চলতে শুরু করেছে, রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে!!!!!!!
২| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩৩
নিঃশব্দ শিশির! বলেছেন: বঙ্গবন্ধুর হত্যার দিনে, জাতির সব চেয়ে কলঙ্কময় দিনে, যারা ভুয়া জন্ম দিনের নামে উল্ল্যাস করে তাদের ধিক্কার জানাই!!! জাতি হিসেবে সত্যি আমরা লজ্জিত...!!
৩| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
নিয়ামুল ইসলাম বলেছেন: প্রতি ১৪ই আগস্ট যেন জামাত হরতাল দেয়, সেই জন্য হলেও যেন ম্যাঠাম তার জন্মদিন পালন করবেন না। যেমন আজ করেন নি।
৪| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫
কলাবাগান১ বলেছেন: "মহান নেতার শেষ যেখানে সেখান থেকেই জন্ম নিয়েছে তিন বারের প্রধানমন্ত্রী, সেখান থেকেই গো আজম , নিজামীরা বুক ছুলিয়ে চলতে শুরু করেছে, রাজাকারের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে!!!!!!!"
৫| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩
মামুন হতভাগা বলেছেন: খামোখা কি আমরা হতভাগা জাতি?মানুষের মানসিকতা কত নিম্নস্তরে নামলে একজন মুজিবের শাহাদাৎ দিবসে বেগম খালেদা ৩য় জন্মদিন পালন করে।
৬| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৬
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমার জানামতে কিছু অসুস্থ মানুষের কুপরামর্শে বেগম জিয়া ঐ অসুস্থ পদক্ষেপ নেয়। সম্ভবত এ বছর বোধোদয় হয়েছে। তাই করে নি। আশা করি তিনি এখন থেকে আর পালন করবেন না। আশেপাশের চামচারাই নষ্টের মূল। বঙ্গবন্ধুরও তাই ছিলো। চামচা পরিবেষ্টিত।
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৭
নিঃশব্দ শিশির! বলেছেন: বোধদয় নয়!!! ভোর ৬ট পর্যন্ত জামায়াত শিবিরের হরতাল থাকায় রাত ১২ টায়, তাদের প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জন্ম দিন পালন করেননি, আমাদের দেশ নেত্রী.....!!!! তবে যদি সত্যি উনার বোধ দয় হয় তাহলে অবশ্যই তাকে সাধুবাদ জানাবো!!
৭| ১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আমার মতে - বেগম জিয়ার জন্ম তারিখ সত্যি সত্যি যদি ১৫ই আগষ্টই হোত তবুও এ দিন জন্মদিন পালন করা উচিৎ হোত না।
রাজনৈতিক নেতাদের সফলতা ব্যর্থতা থাকবেই। পলিটিক্যাল রাইভালরি থাকবেই। তাই বলে সপরিবারে নৃশংস হত্যাকান্ডের দিন ঘটা করে জন্মদিন পালন এক ধরণের মানসিক পৈশাচিকতা।
হ্যালো বি.এন.পি'র থিংক ট্যাংক, এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি।
৮| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০২
রাজীব দে সরকার বলেছেন: এখানে দেখুন
৯| ১৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩
রুম৭৪ বলেছেন: ওরে বাপরে মাইডাম জিয়াতো একটা বিশাল কাম করছে, কেক না কাইটা। যার যার কর্মের মাধ্যমেই তার রুচির পরিচয়। কতবড় ফালতু মানসিকতা থাকলে খালেদা এই কাম করতে পারে।
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৩০
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিকই আছে। আমি বেগম জিয়াকে সমর্থনই জানাই। এই মৃত্যুর উপরে ভর করেই যে জিয়া পরিবার দাঁড়িয়েছে! এটা তো তাদের পুনর্জন্মই ছিল।
চালিয়ে যান বেগম জিয়া, পাউন্ড এর উপরে পাউন্ড কেক চড়ান, মোমবাতির উপরে মোমবাতি। ওই মহানের রক্তকণাগুলো মেখে সজ্জিত হোন যেগুলোর দায় আপনার পরিবারের। আপনাকে আরও সুন্দর দেখাবে।
হ্যাপি বার্থ ডে টু ইয়্যূ জিয়া পরিবার!